Web bengali.cri.cn   
পাঠ-১৩ দিক সম্পর্কে
  2012-08-07 16:07:34  cri
ক: বাংলায় চীনা ভাষা শিখুন। সুপ্রিয় শ্রোতা, হাতে খাতা-কলম নিয়ে স্বর্ণা এবং শিহাবের সঙ্গে চীনা ভাষা শিখার জন্য প্রস্তুতি নিয়েছেন? চলুন, কনফুসিয়াস ক্লাসরুমের ক্লাস শুরু হচ্ছে।

খ: প্রতিদিন মাত্র পাঁচ মিনিট সময় ব্যয় করে আপনি অনেক চীনা ভাষা শিখতে পারেন।

ক: সুপ্রিয় শ্রোতা, আপনারা এখন চীন আন্তর্জাতিক বেতারের এক নতুন চীনা ভাষা শেখার অনুষ্ঠান 'কনফুসিয়াস ক্লাসরুম' শুনছেন। আপনাদের সঙ্গে আছি আমি ইয়াং ওয়েই মিং স্বর্ণা।

খ: আর আছি আমি শিহাবুর রহমান। নি হাও! প্রিয় শ্রোতা, 'কনফুসিয়াস ক্লাসরুম' অনুষ্ঠান থেকে আপনারা প্রাথমিক চীনা ভাষা এবং ব্যবসা-বাণিজ্যে প্রয়োজনীয় চীনা ভাষা শিখতে পারবেন।

ক: শিহাব, আজকের অনুষ্ঠানের প্রথমে মে, জুন ও জুলাই - এ তিন মাসে কনফুসিয়াস ক্লাসরুম অনুষ্ঠানের প্রশ্নের জবাব প্রদানকারী এবং পুরস্কার জয়ী ৯জন ভাগ্যবান শ্রোতার নাম ঘোষণা করবো আমরা, কেমন?

খ: হ্যাঁ, নিশ্চয়ই।

ক: বিজয়ীরা হলেন: ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডির দেবাশীষ গোপ, বাংলাদেশের ঢাকার চায়না রেডিও ফ্যান ক্লাবের লুত্ফর রহমান, রাজশাহী জেলার ফ্রেন্ডস অনলাইন ডিএক্স এসোসিয়েশনের শামসুন ইসলাম মৌ, ভারতের পশ্চিমবঙ্গের দিনাজপুর দক্ষিণের রেডিও লিসেনার্স ক্লাবের পাতান কুমার পাল।

খ: আরো আছেন: ভারতের পশ্চিমবঙ্গের দিনাজপুর দক্ষিণের রিতা চক্রবর্তী, বাংলাদেশের ঢাকার ফ্রেন্ডস ডিএক্সিং ক্লাবের সোহেল রানা হৃদয়, রাজশাহী জেলার গ্লোবাল রেডিও ফ্যান ক্লাবের মুহাম্মদ আবু সায়ীদ সরকার, ঝিনাইদহ জেলার ডিক্স রেডিও ফ্যান ক্লাবের সাখাওয়াত হোসেন বিদ্যুত, ভারতের পশ্চিমবঙ্গের দিনাজপুর দক্ষিণের অল ইন্ডিয়া সিআরআই লিসেনার্স ক্লাবের রিতা সান্যাল। প্রিয় পুরস্কার বিজয়ী শ্রোতা, অভিনন্দন আপনাদের সবাইকে।

ক: পুরস্কার বিজয়ী ৯জন শ্রোতার চীনা ভাষা শেখার আগ্রহ দেখে আমি আর শিহাব আমরা খুব মুগ্ধ হয়েছি। আশা করি, আপনারা আমাদের সঙ্গে থাকবেন, আর শিখতে থাকবেন চীনা ভাষা।

খ: পুরস্কার বিজয়ীদের বাইরে আরো অনেক শ্রোতা আছেন যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শুনছেন এবং যোগাযোগ করছেন। তাদের উদ্দেশ্যে বলছি, এবার যারা পুরস্কার পাননি নিশ্চয়ই আগামীতে পাবেন। তাই শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান। ভবিষ্যতে আরো অনেক সুযোগ আসবে।

ক: এখানে আরেকটি কথা বলে রাখতে চাই। সেটা হলো আপনারা ইমেল পাঠানোর সময় দয়া করে আপনাদের যোগাযোগের ঠিকানাও সুস্পষ্টভাবে লিখে দিবেন, যাতে সেখানে পুরস্কার পাঠানো যায়।

খ: স্বর্ণা, আমার হাতে একটা ইমেল আছে। যশোর অঞ্চলের সুর-সংলাপ রেডিও ক্লাবের মমতাজ করিম লিখেছেন, তিনি একজন গৃহিনী। গত চার বছর ধরে তিনি আমাদের বেতারের অনুষ্ঠান উপভোগ করেছেন। কিন্তু এটা তার প্রথম ইমেল। তিনি চীনা ভাষা শিখতে চান। কিভাবে শিখতে হয় জানতে চেয়েছেন।

ক: মমতাজ আপা, এ প্রশ্নের উত্তর খুব সহজ। আমাদের কনফুসিয়াস ক্লাসরুম অনুষ্ঠান শুনতে থাকুন, তাহলে চীনা ভাষা শিখতে পারবেন। এছাড়া আপনি আমাদের ওয়েবসাইটের চীনা ভাষা শিক্ষা বিভাগও ভিজিট করতে পারেন। শিহাব, তাহলে এখন তাহলে আজকের ক্লাস শুরু করি।

খ: হ্যাঁ, অবশ্যই। আজকে কি শিখাবেন?

ক: আজকে আমরা দিক সম্পর্কে চীনা ভাষা শিখাবো, কেমন?

খ: আচ্ছা, খুব ভাল। তাহলে প্রথমে শুনুন প্রধান প্রধান বাক্য।

******প্রধান প্রধান বাক্য

ক: তুং, শি, নান, পেই।

খ: শাং, শিয়া, জৌ, ইয়ো।

ক: ছিয়ান পিয়ান।

খ: হো পিয়ান।

কঃ জি জৌ।

খঃ জি জৌ।

ক: ওয়া জাই নি দ্য জৌ পিয়ান।

খ: ওয়া জাই নি দ্য ইয়ো পিয়ান।

**********

ক: শিহাব, ঢাকায় গিয়ে আমার সবচেয়ে আগে কোন শব্দ শিখতে হয়েছিল জানেন?

খ: কোন শব্দ?

ক: বায়ে, ডানে, সামনে, পেছনে। রিক্সা দিয়ে কোথাও যাওয়ার জন্য এ শব্দগুলো শিখতে হয়েছিল।

খ: ও আচ্ছা। যে শব্দগুলো বেশি কাজে লাগে সেগুলো কিন্তু তাড়াতাড়ি মুখস্ত হয় যায়। তাই না?

ক: হ্যাঁ। তবুও ডানে-বায়ে বলতে গিয়ে মাঝে মাঝে ভুল করি।

খ: পেইচিংয়ে অবশ্য অধিকাংশ রাস্তাঘাট সোজা। উত্তর থেকে সোজা দক্ষিণে চলে গেছে অথবা পশ্চিম থেকে সোজা পূবে চলে গেছে। পথ যাতে হারিয়ে না যায় সেজন্য দিক সম্বন্ধে শব্দগুলো জানা খুব জরুরি।

ক: হ্যাঁ, তাহলে আমরা মৌলিক শব্দ থেকে শুরু করি। পূর্ব, চীনা ভাষায় বলা হয়, 'তুং'।

খ: পূর্ব, চীনা ভাষায় বলা হয়, 'তুং'।

ক: পশ্চিম, চীনা ভাষায় বলা হয়, 'শি'।

খ: পশ্চিম, 'শি'।

ক: দক্ষিণ, চীনা ভাষায় বলা হয়, 'নান'। বাংলাদেশের নান রুটির মত উচ্চারণ।

খ: হ্যাঁ, সহজে মনে থাকবে। দক্ষিণ, 'নান'।

ক: আর উত্তর, চীনা ভাষায় বলে 'পেই'।

খ: আচ্ছা, উত্তর হলো 'পেই'। স্বর্ণা, 'পেইচিং' শব্দের সঙ্গে যে 'পেই' তার মানেও কি উত্তর?

ক: হ্যাঁ, 'পেইচিং' মানে উত্তরের শহর, উত্তরের রাজধানী।

খ: আচ্ছা, তাহলে 'তুং'-পূর্ব, 'শি'-পশ্চিম, 'নান'-দক্ষিণ, 'পেই'-উত্তর।

ক: হ্যাঁ, আরেকটি শব্দ 'পিয়ান' আছে, তার অর্থ হলো দিকে। যেমন, পূর্ব দিকে-তুং পিয়ান। পশ্চিম দিকে-শি পিয়ান।

খ: আচ্ছা, তাহলে 'নান পিয়ান' মানে দক্ষিণ দিকে, আর 'পেই পিয়ান' মানে উত্তর দিকে।

ক: আচ্ছা, এবার আমরা ওপরে, নিচে, বামে, ডানে শিখাবো। ওপরে, চীনা ভাষায় বলা হয় 'শাং'। নিচে-কে বলা হয় 'শিয়া'।

খ: ওপরে-শাং, নিচে-শিয়া ।

ক: বামে, চীনা ভাষায় বলা হয় 'জৌ'। ডানে, চীনা ভাষায় 'ইয়ো'।

খ: বামে-জৌ, ডানে-ইয়ো।

ক: হ্যাঁ, এবার ওপরের দিকে-শাং পিয়ান, নিচের দিকে-শিয়া পিয়ান।

খ: আর বাম দিকে-জৌ পিয়ান, ডান দিকে-ইয়ো পিয়ান।

ক: হ্যাঁ, আরো দুটো শব্দ শিখতে হবে, সামনে আর পেছনে। সামনে, চীনা ভাষায় বলা হয় 'ছিয়ান'। পেছনে, চীনা ভাষায় 'হো'।

খ: আর সামনের দিকে-ছিয়ান পিয়ান, পেছনের দিকে-হো পিয়ান। স্বর্ণা, তাহলে সজা যান, চীনা ভাষায় কি বলে?

কঃ সজা যান, চীনা ভাষায় বলে, 'জি জৌ'।

খঃ আচ্ছা, 'জি জৌ'।

ক: আমি তোমার সামনে চীনা ভাষায় বলা হয়, 'ওয়া জাই নি দ্য ছিয়ান পিয়ান'।

খ: 'ওয়া জাই নি দ্য ছিয়ান পিয়ান' মানে আমি তোমার সামনে।

ক: 'ওয়া' আমি। 'জাই' ইংরেজি at-এর মতো। 'নি দ্য', তোমার। 'ছিয়ান পিয়ান', সামনের দিকে।

খ: আচ্ছা, তাহলে যদি বলতে চাই আমি তোমার পেছনে, তাহলে বলতে পারি 'ওয়া জাই নি দ্য হো পিয়ান'। তাই না, স্বর্ণা?

ক: হ্যাঁ, ঠিক বলেছেন। আর আমি তোমার বামে, চীনা ভাষায় বলা হয়, 'ওয়া জাই নি দ্য জৌ পিয়ান'

খ: আর যদি বলতে চাই আমি তোমার ডানে, তাহলে বলতে পারেন, 'ওয়া জাই নি দ্য ইয়ো পিয়ান'।

******প্রধান প্রধান বাক্য

ক: তুং, শি, নান, পেই।

খ: শাং, শিয়া, জৌ, ইয়ো।

ক: ছিয়ান পিয়ান।

খ: হো পিয়ান।

কঃ জি জৌ।

খঃ জি জৌ।

ক: ওয়া জাই নি দ্য জৌ পিয়ান।

খ: ওয়া জাই নি দ্য ইয়ো পিয়ান।

**********

ক: সুপ্রিয় শ্রোতা, আপনারা শিখেছেন তো? এখানে আপনাদের জন্য একটা ছোট প্রশ্ন রাখি। প্রশ্নটি হলো 'আমি তোমার সামনে' চীনা ভাষায় কিভাবে বলা হয়?

খ: 'আমি তোমার সামনে' - চীনা ভাষায় কিভাবে বলা হয়, তা জানা থাকলে ইমেল পাঠাতে পারেন আমাদের কাছে। আমাদের ইমেল ঠিকানা হচ্ছে: ben@cri.com.cn

ক: যারা সঠিক উত্তর পাঠাবেন, তারা পেতে পারেন কিছু ছোট উপহার। সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন।

খ: আগামী শনিবার আবার কথা হবে, চীনা ভাষা নিয়ে। জাই চিয়েন!

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040