Web bengali.cri.cn   
পাঠ-১২: তোমার বয়স কত?
  2012-07-31 13:56:20  cri
বাংলায় চীনা ভাষা শিখুন। সুপ্রিয় শ্রোতা, হাতে খাতা-কলম নিয়ে স্বর্ণা এবং শিহাবের সঙ্গে চীনা ভাষা শিখার জন্য প্রস্তুতি নিয়েছেন? চলুন, কনফুসিয়াস ক্লাসরুমের ক্লাস শুরু হচ্ছে।

কঃ প্রতিদিন মাত্র পাঁচ মিনিট সময় ব্যয় করে আপনি অনেক চীনা ভাষা শিখতে পারেন। সুপ্রিয় শ্রোতা, আপনারা এখন চীন আন্তর্জাতিক বেতারের এক নতুন চীনা ভাষা শেখার অনুষ্ঠান 'কনফুসিয়াস ক্লাসরুম' শুনছেন। আপনাদের সঙ্গে আছি আমি ইয়াং ওয়েই মিং স্বর্ণা।

খঃ আর আছি আমি শিহাবুর রহমান। নি হাও! প্রিয় শ্রোতা, 'কনফুসিয়াস ক্লাসরুম' অনুষ্ঠান থেকে আপনারা প্রাথমিক চীনা ভাষা এবং ব্যবসা-বাণিজ্যে প্রয়োজনীয় চীনা ভাষা শিখতে পারবেন।

কঃ শিহাব, অনেক শ্রোতা বন্ধু আমাদের অনুষ্ঠানের মাধ্যমে চীনা ভাষা শিখছেন। এটা আমাদের জন্য বেশ আনন্দের ব্যাপার। শ্রোতা বন্ধুদের বলছি, শিখার সময় আপনারা যদি কোনো সমস্যা বোধ করেন, তাহলে বিনা দ্বীধায় আমাদেরকে জানাতে পারেন। আমরা যথাসাধ্য চেষ্টা করবো আপনাদের সাহায্য করতে।

খঃ স্বর্ণা আমার হাতে একটা ইমেল এসেছে আমাদের অনুষ্ঠান সম্পর্কিত মতামত বিষয়ক। এটি পাঠিয়েছেন আশরাফুল আলম। তিনি লিখেছেন, চীনা ভাষা শিক্ষা পাতায়, চীনা শব্দগুলোর উচ্চারণ ইংরেজির পরিবর্তে বাংলায় দিলে ভাল হয়।

কঃ জনাব আশরাফুল আলম, ইংরেজির মতো যেগুলো আপনি পড়েছেন সেগুলো আসলে ইংরেজি না। সেগুলো হলো চীনা ভাষার উচ্চারণ চিহ্ন, আমরা বলি ফিন ইন। তার উপরে চীনা ভাষার চার টোনের চিহ্নও আছে। আর বাংলাভাষায় চীনা ভাষার সব উচ্চারণ থাকে না। তাই বাংলা ভাষা দিয়ে চীনা ভাষার সঠিক উচ্চারণ বোঝানো খুব কঠিন। তবে আমরা চেষ্টা করছি। যেমন এখনকার কনফুসিয়াস ক্লাসরুমের অনুষ্ঠানগুলো আমরা সব বাংলা ভাষা দিয়ে উচ্চারণ বোঝাচ্ছি। আমাদের ওয়েবসাইটের আপডেটিং চলছে। এটা শেষ হওয়ার পর আপনি সহজেই আমাদের অনুষ্ঠান পড়তে এবং শুনতে পারবেন।

শিহাব, এখানে শ্রোতাদের একটা সুখবর জানাচ্ছি। কনফুসিয়াস ক্লাসরুম অনুষ্ঠান মে মাস থেকে এ পর্যন্ত প্রায় ৩ মাস হয়েছে। এ সময়ের মধ্যে অনেক শ্রোতা আমাদের প্রতিটি আসরের প্রশ্নের উত্তর দিয়েছেন। আগামী সপ্তাহের অনুষ্ঠানে আমি এ তিন মাসের পুরষ্কার পাওয়া ৯জন শ্রোতার নাম প্রকাশ করবো।

খঃ বন্ধুরা আমাদের অনুষ্ঠান শুনতে থাকুন। আপনিও হতে পারেন ভাগ্যবানদের একজন।

কঃ হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, শিহাব, গত কয়েক ক্লাসে আমরা শিখেয়েছি সময় এবং বার চীনা ভাষায় কিভাবে বলা হয়। আজকের ক্লাসে আমরা বয়স কিভাবে বলা হয় সেটা শিখাবো, কেমন?

খঃ হ্যাঁ, খুব ভাল হয়। প্রথমে শুনুন আজকের প্রধান প্রধান বাক্য।

******প্রধান প্রধান বাক্য

কঃ নি চি সুই লা?

খঃ ওয়া উ সুই লা।

কঃ নি চিন নিয়ান তুও তা?

খঃ ওয়া আর শি সুই লা। নি না?

কঃ ওয়া ইয়ে শি।

কঃ নিন কাও শো?

খঃ ওয়া পা শি সুই লা।

**********

খঃ স্বর্ণা, রাস্তায় হাঁটার সময় আমি প্রায় দেখি সুন্দর সুন্দর চীনা বাচ্চারা আমার দিকে তাকিয়ে তাকিয়ে হাসে। আমি তাদের জিজ্ঞেস করতে চাই তোমার বয়স কত। কিন্তু জানি না সেটা চীনা ভাষা কিভাবে বলা যায়।

কঃ আচ্ছা, তাহলে আজকের ক্লাস শেখার পর আপনি জানতে পারবেন। তবে প্রথমে আমরা মৌলিক সংখ্যাগুলো আরেকবার বলি কেমন?

খঃ হ্যাঁ, অবশ্যই। এক-ই, দুই-আর, তিন-সান, চার-সি, পাঁচ-উ।

কঃ ছয়-লিউ, সাত-ছি, আট-পা, নয়-চিউ, দশ-শি।

খঃ বিশ-আর শি, ত্রিশ-সান শি, চল্লিশ-সি শি, পঞ্চাশ-উ শি।

কঃ ষাট-লিউ শি, সত্তর-ছি শি, আশি-পা শি, নব্বই-চিউ শি, একশ-ই পাই। যদি বাচ্চাদের বয়স জিজ্ঞেস করতে চান, তাহলে বলতে পারেন, নি চি সুই লা?

খঃ ও, নি চি সুই লা।

কঃ হ্যাঁ, 'নি'-তুমি। 'চি', আমরা শিখলাম, কত। 'সুই', অর্থ হলো বয়স। 'নি চি সুই লা?' অর্থ হলো, তোমার বয়স কত হয়েছে?

খঃ তোমার বয়স কত হয়েছে, চীনা ভাষায় বলা হয়, 'নি চি সুই লা?'

কঃ হ্যাঁ। শিহাব, জানি আপনার একটা খুব কিউট ছেলে আছে। 'থা চি সুই লা?' তার বয়স কত?

খঃ থা ছি সুই লা। তার বয়স সাত বছর।

কঃ আচ্ছা, ছি সুই লা।

খঃ আর সমবয়সী মানুষকে আমি কিভাবে তার বয়স জিজ্ঞেস করতে পারি?

কঃ তখন বলতে পারেন, 'নি চিন নিয়ান তুও তা'? অর্থ হলো, এ বছর তুমি কত বড়?

খঃ ও, আচ্ছা, 'নি চিন নিয়ান তুও তা', এ বছরে তুমি কত বড়।

কঃ 'চিন নিয়ান' মানে এ বছর। 'তুও' মানে কত। 'তা' মানে বড়। 'তুও তা' মানে কত বড়।

খঃ বুঝলাম। 'চিন নিয়ান' মানে এ বছর। 'তুও' মানে কত। 'তা' মানে বড়। 'নি চিন নিয়ান তুও তা' মানে এ বছর তুমি কত বড়।

কঃ হ্যাঁ, যদি বয়স ২০ বছর হয়, তাহলে বলতে পারেন, 'আর শি সুই'।

খঃ বয়স যদি ৩০ বছর হয়, তাহলে বলতে পারেন, 'সান শি সুই'।

কঃ বয়স ৪০ বছর হলে, বলতে পারেন, 'সি শি সুই'।

খঃ বয়স ৩৫ বছর হলে, বলতে পারেন, 'সান শি উ সুই'।

কঃ হ্যাঁ, আর যদি জিজ্ঞেস করতে চান, তোমার? চীনা ভাষায় বলা হয়, 'নি না'?

খঃ আচ্ছা, আর তোমার? চীনা ভাষায় বলা হয়, 'নি না'?

কঃ আমিও তাই। 'ওয়া ইয়ে শি'। 'ইয়ে' আমরা শিখেছি, ও। 'ওয়া ইয়ে শি' আমিও তাই, মানে আমিও তোমার বয়সী।

খঃ হ্যাঁ, 'ওয়া ইয়ে' মানে আমিও। আমিও তাই, 'ওয়া ইয়ে শি'।

কঃ হ্যাঁ, যদি আপনি বয়স্ক মানুষকে বয়স জিজ্ঞেস করেন, তাহলে এই দুটি বাক্য আরো চলবে না।

খঃ আমি বয়স্ক মানুষকে জিজ্ঞেস করতে পারি না, 'নি চি সুই লা'?

কঃ আপনি এভাবে জিজ্ঞেস করলে কিন্তু মার খাবেন। চীনারা বয়স্ক মানুষকে অনেক সম্মান দেয়। তাই বয়স্ক মানুষকে বয়স জিজ্ঞেস করার সময় বলতে হবে 'নিন কাও শো'? মানে আপনার দীর্ঘায়ু কত কি জানতে পারি?

খঃ ও আচ্ছা, বয়স্ক মানুষকে তাহলে বলতে হবে 'নিন কাও শো'।

কঃ হ্যাঁ, এখন চীনা মানুষের জীবনযাত্রার মান অনেক উন্নত হয়েছে। অনেকের বয়স কিন্তু আশির ওপরে। আমার বয়স আশি বছর, চীনা ভাষায় বলে 'ওয়া পা শি সুই লা'।

খঃ বাহ, আজকে তো অনেক কিছু শিখেছি। স্বর্ণা, নি চিন নিয়ান তুও তা?

কঃ আমি? হাহা, পাও মি! সিক্রেট।

******প্রধান প্রধান বাক্য

কঃ নি চি সুই লা?

খঃ ওয়া উ সুই লা।

কঃ নি চিন নিয়ান তুও তা?

খঃ ওয়া আর শি সুই লা। নি না?

কঃ ওয়া ইয়ে শি।

খঃ নিন কাও শো?

কঃ ওয়া পা শি সুই লা।

**********

কঃ সুপ্রিয় শ্রোতা, চীনা ভাষায় বয়স কিভাবে জিজ্ঞেস করতে হয় শিখতে পেরেছেন?

খঃ হ্যাঁ, শিখতে পেরেছি তো। 'নি তুও তা?' মানে তুনি কত বড়। 'ওয়া সান শি সুই লা', আমার বয়স ত্রিশ বছর।

কঃ হ্যাঁ, এখানে আপনাদেরকে একটা ছোট প্রশ্ন রাখি। প্রশ্নটি হলো 'আমার বয়স পঁয়ত্রিশ বছর' চীনা ভাষায় কিভাবে বলা হয়?

খঃ 'আমার বয়স পঁয়ত্রিশ বছর' চীনা ভাষায় কিভাবে বলা হয়? - এ প্রশ্নের উত্তর জানলে ইমেল পাঠাতে পারেন আমাদের কাছে। আমাদের ইমেল ঠিকানা হচ্ছে: ben@cri.com.cn

কঃ যারা সঠিক উত্তর পাঠাবেন, তারা পেতে পারেন কিছু ছোট উপহার। সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন।

খঃ আগামী শনিবার আবার কথা হবে, চীনা ভাষা নিয়ে।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040