Web bengali.cri.cn   
পাঠ-১১: আজ কী বার?
  2012-07-24 20:30:00  cri
কঃ বাংলায় চীনা ভাষা শিখুন। সুপ্রিয় শ্রোতা, হাতে খাতা-কলম নিয়ে স্বর্ণা এবং শিহাবের সঙ্গে চীনা ভাষা শিখার জন্য প্রস্তুতি নিয়েছেন? চলুন, কনফুসিয়াস ক্লাসরুমের ক্লাস শুরু হচ্ছে।

খঃ প্রতিদিন মাত্র পাঁচ মিনিট সময় ব্যয় করে আপনি অনেক চীনা ভাষা শিখতে পারেন।

কঃ সুপ্রিয় শ্রোতা, আপনারা এখন চীন আন্তর্জাতিক বেতারের এক নতুন চীনা ভাষা শেখার অনুষ্ঠান 'কনফুসিয়াস ক্লাসরুম' শুনছেন। আপনাদের সঙ্গে আছি আমি ইয়াং ওয়েই মিং স্বর্ণা।

খঃ আর আছি আমি শিহাবুর রহমান। নি হাও! প্রিয় শ্রোতা, 'কনফুসিয়াস ক্লাসরুম' অনুষ্ঠান থেকে আপনারা প্রাথমিক চীনা ভাষা এবং ব্যবসা-বাণিজ্যে প্রয়োজনীয় চীনা ভাষা শিখতে পারবেন।

কঃ শিহাব, গত ক্লাসে আমরা সময় সম্বন্ধে চীনা ভাষা শিখিয়েছিলাম। আজকে তারিখ আর বার নিয়ে নতুন কিছু শিখাবো। কেমন?

খঃ হ্যাঁ, খুব ভাল।

কঃ এর আগের ক্লাসে শিখিয়েছিলাম, বছর, মাস আর দিন - এ কয়েকটি শব্দ চীনা ভাষায় কিভাবে বলা হয়। মনে আছে?

খঃ অবশ্যই মনে আছে। বছর, চীনা ভাষায় বলা হয় 'নিয়ান'। এক বছর-ই নিয়ান।

কঃ হ্যাঁ, আর মাসকে চীনা ভাষায় বলা হয় 'ইউয়ে'। দুই মাস-লিয়াং ক ইউয়ে।

খঃ দিনকে চীনা ভাষায় বলা হয় 'থিয়েন'। তিন দিন-সান থিয়েন।

কঃ খুব ভাল। আর আজ কত তারিখ আর আজ কি বার চীনা ভাষায় কিভাবে বলা হয় - সেটা শিখাবো। আগে শুনুন, আজকের প্রধান প্রধান বাক্য।

******প্রধান প্রধান বাক্য

কঃ চিন থিয়েন চি হাও?

খঃ চিন থিয়েন আর লিং ই আর নিয়েন ছি ইউয়ে শি সি হাও।

কঃ চিন থিয়েন শিং ছি চি?

খঃ চিন থিয়েন শিং ছি লিউ।

**********

কঃ শিহাব, তারিখ বলতে চাইলে আগে জানতে হবে 'আজকে'-কে চীনা ভাষায় কী বলা হয়। আজকে, চীনা ভাষায় বলা হয় 'চিন থিয়েন'।

খঃ আচ্ছা, আজকে, চীনা ভাষায় বলা হয় 'চিন থিয়েন'। আর গতকাল?

কঃ গতকাল, চীনা ভাষায় বলা হয় 'জুও থিয়েন'।

খঃ গতকাল, চীনা ভাষায় বলা হয় 'জুও থিয়েন'। আর আগামীকাল?

কঃ আগামীকাল, চীনা ভাষায় বলা হয় 'মিং থিয়েন'।

খঃ আগামীকাল, চীনা ভাষায় বলা হয় 'মিং থিয়েন'।

কঃ হ্যাঁ, আর তারিখ চীনা ভাষায় বলা হয় 'হাও'।

খঃ 'হাও' মানে তারিখ।

কঃ 'চি হাও' মানে কত তারিখ।

খঃ হ্যাঁ, 'চি' আগে আমরা শিখেছি, অর্থ হলো কত। 'চি হাও' অর্থ হলো কত তারিখ।

কঃ আজকে কত তারিখ, চীনা ভাষায় বলা হয় 'চিন থিয়েন চি হাও'।

খঃ আজকে কত তারিখ, চীনা ভাষায় বলা হয় 'চিন থিয়েন চি হাও'।

কঃ আজকে ২০১২ সালের জুলাই মাসের ১৪ তারিখ। চীনা ভাষায় আমরা প্রথমে বলি 'আর লিং ই আর নিয়েন', মানে ২০১২ সাল। দেখুন, চীনের সাল বলার সময় শুধু সংখ্যা তারপর 'নিয়েন' যোগ দিলেই হবে।

খঃ হ্যাঁ, ২০১২ সাল, চীনা ভাষায় বলা হয় 'আর লিং ই আর নিয়েন'। তারপর মাস?

কঃ মাস বলার নিয়মও আপনাদের জানিয়েছিলাম। এ মাসের পালাক্রমিক সংখ্যা তারপর 'ইউয়ে' যোগ দিলেই হবে। এখন জুলাই মাস, মানে বছরের সপ্তম মাস। তাই চীনা ভাষায় বলা হয় 'ছি ইউয়ে'।

খঃ আচ্ছা, জুলাই মাস, চীনা ভাষায় বলা হয় 'ছি ইউয়ে'।

কঃ তারপর ১৪ তারিখ, চীনা ভাষায় বলা হয় 'শি সি হাও'।

খঃ ১৪ তারিখ, চীনা ভাষায় বলা হয় 'শি সি হাও'।

কঃ তাই আজ ২০১২ সালের জুলাই মাসের ১৪ তারিখ, চীনা ভাষায় বলা হয় 'চিন থিয়েন আর লিং ই আর নিয়েন, ছি ইউয়ে, শি সি হাও'।

খঃ হ্যাঁ, বাক্যটা একটু লম্বা। কিন্তু ভেঙে ভেঙে বললে আর কঠিন মনে হবে না।

কঃ হ্যাঁ, আমরা ভেঙে ভেঙে বলে দেখি। 'চিন থিয়েন'-আজ।

খঃ 'চিন থিয়েন'-আজ।

কঃ 'আর লিং ই আর নিয়েন'-২০১২ সাল।

খঃ 'আর লিং ই আর নিয়েন'-২০১২ সাল।

কঃ 'ছি ইউয়ে'-জুলাই মাস।

খঃ 'ছি ইউয়ে'-জুলাই মাস।

কঃ 'শি সি হাও'-চৌদ্দ তারিখ।

খঃ 'শি সি হাও'-চৌদ্দ তারিখ।

কঃ এই তো, হয়ে গেলো। আর সাধারণত বলার সময় আমরা শুধু মাস আর তারিখ অথবা শুধু তারিখ বলি।

খঃ হ্যাঁ, স্বর্ণা, আমরা তারিখ শিখলাম। এবার চীনা ভাষায় বার কিভাবে বলা হয় শিখাবেন না?

কঃ অবশ্যই শিখাবো। বার, চীনা ভাষায় বলা হয় 'শিং ছি'।

খঃ বার, চীনা ভাষায় বলা হয় 'শিং ছি'।

কঃ আর চীনা ভাষায় বার বলার নিয়মও খুব সহজ। 'শিং ছি' তার পেছনে সংখ্যা যোগ দেবেন। চীনা মানুষ সোমবারকে সপ্তাহের প্রথম দিন হিসেবে মনে করে। তাই সোমবার, চীনা ভাষায় বলা হয়, 'শিং ছি ই'।

খঃ আচ্ছা, বুঝলাম। তাহলে মঙ্গলবার, চীনা ভাষায় বলা হয় 'শিং ছি আর'।

কঃ হ্যাঁ, বুধবার, চীনা ভাষায় বলা হয় 'শিং ছি সান'।

খঃ বৃহস্পতিবার, চীনা ভাষায় বলা হয় 'শিং ছি সি'।

কঃ শুক্রবার, চীনা ভাষায় বলা হয় 'শিং ছি উ'।

খঃ শনিবার, চীনা ভাষায় বলা হয় 'শিং ছি লিউ'।

কঃ আর রোববার একটু ব্যতিক্রম। রোববারকে চীনা ভাষায় বলা হয় 'শিং ছি রি'।

খঃ হ্যাঁ, রোববার হলো 'শিং ছি রি'।

******প্রধান প্রধান বাক্য

কঃ চিন থিয়েন চি হাও?

খঃ চিন থিয়েন আর লিং ই আর নিয়েন ছি ইউয়ে শি সি হাও।

কঃ চিন থিয়েন শিং ছি চি?

খঃ চিন থিয়েন শিং ছি লিউ।

**********

কঃ সুপ্রিয় শ্রোতা, আপনারা শিখেছেন তো? এখানে আপনাদের জন্য একটা ছোট প্রশ্ন রাখি। প্রশ্নটি হলো 'আজকে ১৫ তারিখ' চীনা ভাষায় কিভাবে বলা হয়?

খঃ 'আজকে ১৫ তারিখ' চীনা ভাষায় কিভাবে বলা হয়, তা জানা থাকলে ইমেল পাঠাতে পারেন আমাদের কাছে। আমাদের ইমেল ঠিকানা হচ্ছে: ben@cri.com.cn

কঃ যারা সঠিক উত্তর পাঠাবেন, তারা পেতে পারেন কিছু ছোট উপহার। সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন।

খঃ আগামী শনিবার আবার কথা হবে, চীনা ভাষা নিয়ে। জাই চিয়েন!

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040