Web bengali.cri.cn   
পাঠ-১০ এখন কয়টা বাজে?
  2012-07-17 13:27:13  cri

কঃ বাংলায় চীনা ভাষা শিখুন। সুপ্রিয় শ্রোতা, হাতে খাতা-কলম নিয়ে স্বর্ণা এবং শিহাবের সঙ্গে চীনা ভাষা শিখার জন্য প্রস্তুতি নিয়েছেন? চলুন, কনফুসিয়াস ক্লাসরুমের ক্লাস শুরু হচ্ছে।

খঃ প্রতিদিন মাত্র পাঁচ মিনিট সময় ব্যয় করে আপনি অনেক চীনা ভাষা শিখতে পারেন।

কঃ সুপ্রিয় শ্রোতা, আপনারা এখন চীন আন্তর্জাতিক বেতারের এক নতুন চীনা ভাষা শেখার অনুষ্ঠান 'কনফুসিয়াস ক্লাসরুম' শুনছেন। আপনাদের সঙ্গে আছি আমি ইয়াং ওয়েই মিং স্বর্ণা।

খঃ আর আছি আমি শিহাবুর রহমান। নি হাও! প্রিয় শ্রোতা, 'কনফুসিয়াস ক্লাসরুম' অনুষ্ঠান থেকে আপনারা প্রাথমিক চীনা ভাষা এবং ব্যবসা-বাণিজ্যে প্রয়োজনীয় চীনা ভাষা শিখতে পারবেন।

কঃ শিহাব, গত ৩টি ক্লাসে আমরা সংখ্যা নিয়ে চর্চা করেছিলাম। সংখ্যা শেখার পর নিশ্চয়ই চীনা ভাষায় অনেক নতুন বাক্য বলা যায়।

খঃ হ্যাঁ স্বর্ণা, যেমন সময় সম্পর্কে আমরা এখন বলতে পারি। আজকের কনফুসিয়াস ক্লাসরুমে সময় সম্বন্ধে শিখাবেন কি?

কঃ হ্যাঁ, অবশ্যই। এখনই শুরু করছি। প্রথমে শুনুন, আজকের প্রধান প্রধান বাক্য।

******প্রধান প্রধান বাক্য

কঃ শিয়েন জাই চি তিয়েন?

খঃ শি তিয়েন উ ফেন।

কঃ চি তিয়েন লা?

খঃ শি তিয়েন ই খ।

কঃ শিয়েন জাই চি তিয়েন?

খঃ শি তিয়েন পান।

**********

কঃ শিহাব, শিয়েন জাই চি তিয়েন?

খঃ ... তুয়ে, তুয়ে।

কঃ হাহা, শিহাব, আমি জিজ্ঞাস করেছিলাম, এখন কয়টা বাজে। আর আপনি জবাবে বলেছেন - 'হ্যাঁ, ঠিক'। কেন?

খঃ সেটা শুনলে তো আপনি খুব হাসবেন। আসলে আমি যখন অন্যদের বলা চীনা বাক্য বুঝতে পারি না, তখন 'তুয়ে তুয়ে' বলি।

কঃ মানে হাজার প্রশ্নের একই জবাব? আপনার ভাল বুদ্ধি আছে দেখি।

খঃ না, না। আপনার প্রশ্ন আবার বলবেন?

কঃ হ্যাঁ, অবশ্যই। 'শিয়েন জাই' মানে এখন, 'চি তিয়েন' মানে কয়টা বাজে। 'চি'-এর অর্থ হল কত, 'তিয়েন'-এর অর্থ হল 'বাজে'।

খঃ আচ্ছা, 'শিয়েন জাই চি তিয়েন'। 'শিয়েন জাই' মানে এখন, 'চি তিয়েন' মানে কয়টা বাজে।

কঃ এখন দশটা ৫ মিনিট। ১০ আমরা শিখেছি 'শি'। দশটা - শি তিয়েন।

খঃ হ্যাঁ, ৫-ও আমরা শিখেছি 'উ'। মিনিট-ফেন। ৫ মিনিট - ৫ ফেন।

কঃ তাহলে ১০টা ৫ মিনিট চীনা ভাষায় বলা হয় 'শি তিয়েন উ ফেন'।

খঃ আচ্ছা, আর যদি ১৫ মিনিট হয়, তাহলে কি বলতে পারি-শি উ ফেন?

কঃ হ্যাঁ, বলতে পারেন। কিন্তু ১৫ মিনিট চীনা ভাষায় একটা বিশেষ শব্দ আছে। তা হলো 'ই খ'।

খঃ আচ্ছা, 'ই খ' মানে ১৫ মিনিট। আর সোয়া দশটা চীনা ভাষায় আমরা বলতে পারি 'শি তিয়েন ই খ'।

কঃ হ্যাঁ, সোয়া দশটা চীনা ভাষায় আমরা বলতে পারি 'শি তিয়েন ই খ'। আর পৌনে দশটাকে চীনা ভাষায় আমরা বলতে পারি 'ছা ই খ শি তিয়েন'। মানে দশটা বাজতে আরো ১৫ মিনিট বাকী। 'ছা' মানে বাকী।

খঃ আচ্ছা, 'ছা' মানে বাকী। পৌনে দশটা চীনা ভাষায় বলা হয় 'ছা ই খ শি তিয়েন'।

কঃ আর দশটা বাজতে আরো ১০ মিনিট বাকী আছে কিভাবে বলা হয়? আমি বলে দিচ্ছি, 'ছা শি ফেন শি তিয়েন'।

খঃ আচ্ছা, দশটা বাজতে আরো ১০ মিনিট বাকী আছে চীনা ভাষায় বলা হয় 'ছা শি ফেন শি তিয়েন'।

কঃ হ্যাঁ, শব্দের অনুক্রমের দিকে একটু নজর রাখেন। ১০টা ১০ মিনিট চীনা ভাষায় বলা হয় 'শি তিয়েন শি ফেন'। আর ১০টা বাজতে ১০ মিনিট বাকী চীনা ভাষায় বলা হয় 'ছা শি ফেন শি তিয়েন'।

খঃ আচ্ছা, 'ছা শি ফেন শি তিয়েন', বাকী ১০ মিনিট ১০টা বাজতে, এভাবে বলতে হয়।

কঃ হ্যাঁ, মনে রাখেন। আর সাড়ে দশটা, চীনা ভাষায় বলা হয় 'শি তিয়েন পান'। 'পান' মানে অর্ধেক, অর্ধ।

খঃ সাড়ে দশটা, চীনা ভাষায় বলা হয় 'শি তিয়েন পান'। এখানেও চীনা ভাষা এবং বাংলা ভাষার শব্দের অনুক্রমের পার্থক্য আছে। চীন ভাষায় দশটা বলার পর 'পান' বলা হয়।

কঃ হ্যাঁ, ঠিকই বলেছেন। আর 'শিয়েন জাই চি তিয়েন' সংক্ষেপেও বলা হয় 'চি তিয়েন লা'। 'লা' এর আগে আমি শিখেছি, মানে কোনো ক্রিয়াপদ শেষ হয়েছে। 'চি তিয়েন লা' অর্থ হলো কয়টা বেজেছে।

খঃ আচ্ছা, 'শিয়েন জাই চি তিয়েন' সংক্ষেপেও বলা হয় 'চি তিয়েন লা'। স্বর্ণা, 'চি তিয়েন লা?'

কঃ ওয়া পু জি তাও।

খঃ মানে?

কঃ হাহা, মানে আমি জানি না। আমার কাছে ঘড়ি নেই তো।

******প্রধান প্রধান বাক্য

কঃ শিয়েন জাই চি তিয়েন?

খঃ শি তিয়েন উ ফেন।

কঃ চি তিয়েন লা?

খঃ শি তিয়েন ই খ।

কঃ শিয়েন জাই চি তিয়েন?

খঃ শি তিয়েন পান।

**********

কঃ সুপ্রিয় শ্রোতা, আপনারা শিখেছেন তো? এখানে আপনাদের জন্য একটা ছোট প্রশ্ন রাখি। প্রশ্নটি হলো 'এখন সাড়ে আটটা' চীনা ভাষায় কিভাবে বলা হয়?

খঃ 'এখন সাড়ে আটটা' - চীনা ভাষায় কিভাবে বলা হয়, তা জানা থাকলে ইমেল পাঠাতে পারেন আমাদের কাছে। আমাদের ইমেল ঠিকানা হচ্ছে: ben@cri.com.cn

কঃ যারা সঠিক উত্তর পাঠাবেন, তারা পেতে পারেন কিছু ছোট উপহার। সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন।

খঃ আগামী শনিবার আবার কথা হবে, চীনা ভাষা নিয়ে। জাই চিয়েন!

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040