|
কঃ প্রতিদিন মাত্র পাঁচ মিনিট সময় ব্যয় করে আপনি অনেক চীনা ভাষা শিখতে পারেন। সুপ্রিয় শ্রোতা, আপনারা এখন চীন আন্তর্জাতিক বেতারের এক নতুন চীনা ভাষা শেখার অনুষ্ঠান 'কনফুসিয়াস ক্লাসরুম' শুনছেন। আপনাদের সঙ্গে আছি আমি ইয়াং ওয়েই মিং স্বর্ণা।
খঃ আর আছি আমি শিহাবুর রহমান। নি হাও! প্রিয় শ্রোতা, 'কনফুসিয়াস ক্লাসরুম' অনুষ্ঠান থেকে আপনারা প্রাথমিক চীনা ভাষা এবং ব্যবসা-বাণিজ্যে প্রয়োজনীয় চীনা ভাষা শিখতে পারবেন।
কঃ শিহাব, গত দুই ক্লাসে আমরা ০ থেকে ১০ শিখেছি। মনে আছে?
খঃ হ্যাঁ, অবশ্যই। ০-লিং, ১-ই, ২-আর, ৩-সান, ৪-সি, ৫-উ।
কঃ হ্যাঁ তারপর ৬-লিউ, ৭-ছি, ৮-পা, ৯-চিয়ো, ১০-শি।
খঃ এবং আমি শিখেছি, ১ বছর-ই নিয়ান, ২ মাস-লিয়াং ক ইউয়ে, ৩ দিন-সান থিয়েন, ৪ ঘন্টা-সি শিয়াও শি, ৫ মিনিট-উ ফেন জুং।
কঃ আচ্ছা, খুব ভাল। আর ৬ টাকা-লিউ ইউয়ান, ৭০ পয়সা-ছি চিয়াও, ৮ পয়সা-পা ফেন, ৯ টাকা-চিয়ো খুয়াই, ১০ পয়সা-শি মাও।
খঃ হ্যাঁ, আমরা ০ থেকে ১০ শিখলাম। ১১ থেকে ১০০ কবে শিখাবেন?
কঃ আজকে শিখাবো। প্রথমে শুনুন, আজকের প্রধান প্রধান বাক্য।
******প্রধান প্রধান বাক্য
কঃ শি ই, শি আর, শি সান, শি সি, শি উ।
খঃ শি লিউ, শি ছি, শি পা, শি চিয়ো, আর শি।
কঃ শি, আর শি, সান শি, সি শি, উ শি।
খঃ লিউ শি, ছি শি, পা শি, চিয়ো শি।
কঃ ই পাই।
খঃ ই পাই।
**********
কঃ শিহাব, মনে আছে, আমি বলেছিলাম ১ থেকে ১০ শিখলে ১ থেকে ১০০ বলতে পারবেন?
খঃ হ্যাঁ, মনে আছে। কিন্তু নিয়ম কি?
কঃ আমরা শিখেছি ১-ই, ১০-শি। তাহলে ১১ হবে 'শি ই', অর্থাত, দশ-এক।
খঃ ও, এভাবে। ২-আর, ১০-শি। তাহলে ১২ হবে 'শি আর', অর্থাত, দশ-দুই।
কঃ হ্যাঁ, ৩-সান। ১৩ হবে 'শি সান'।
খঃ ৪-সি। ১৪ হবে 'শি সি'।
কঃ ৫-উ। ১৫ হবে 'শি উ'।
খঃ ৬-লিউ। ১৬ হবে 'শি লিউ'।
কঃ ৭-ছি। ১৭ হবে 'শি ছি'।
খঃ ৮-পা। ১৮ হবে 'শি পা'।
কঃ ৯-চিয়ো। ১৯ হবে 'শি চিয়ো'।
খঃ বুঝলাম। তাহলে ২০ কিভাবে বলা হয়, স্বর্ণা?
কঃ ২০-কে বলা হয় 'আর শি', দুই-দশ।
খঃ তাহলে ৩০-'সান শি', তিন-দশ।
কঃ ৪০-'সি শি', চার-দশ।
খঃ ৫০-'উ শি', পাঁচ-দশ।
কঃ ৬০-'লিউ শি', ছয়-দশ।
খঃ ৭০-'ছি শি', সাত-দশ।
কঃ ৮০-'পা শি', আট-দশ।
খঃ ৯০-'চিয়ো শি', নয়-দশ। তাহলে ২১ কি বলে, স্বর্ণা?
কঃ ২১-'আর শি ই', দুই-দশ-এক।
খঃ তাহলে ৩১-'সান শি ই', তিন-দশ-এক।
কঃ ৩৫-'সান শি উ', তিন-দশ-পাঁচ।
খঃ ৪৬-'সি শি লিউ', চার-দশ-ছয়।
কঃ হ্যাঁ, এভাবে ?
খঃ আচ্ছা, আমি দেখি ৯৯-কে তাহলে বলা হয় 'চিয়ো শি চিয়ো'। তাই না?
কঃ হ্যাঁ, ঠিক বলেছেন।
খঃ আর ১০০-কে কী বলা হয়? 'শি-শি', দশ-দশ?
কঃ না, ১০০-কে অন্যভাবে বলা হয়। ১০০-কে চীনা ভাষায় বলা হয় 'ই পাই'।
খঃ আচ্ছা, ১০০-ই পাই। তাহলে ২০০ কি বলা হয় 'আর পাই'?
কঃ হ্যাঁ, এবং ৩০০-সান পাই।
খঃ ৪০০-সি পাই।
কঃ ৫০০-উ পাই।
খঃ ৬০০-লিউ পাই।
কঃ ৭০০-ছি পাই।
খঃ ৮০০-পা পাই।
কঃ ৯০০-চিয়ো পাই।
******প্রধান প্রধান বাক্য
কঃ শি ই, শি আর, শি সান, শি সি, শি উ।
খঃ শি লিউ, শি ছি, শি পা, শি চিয়ো, আর শি।
কঃ শি, আর শি, সান শি, সি শি, উ শি।
খঃ লিউ শি, ছি শি, পা শি, চিয়ো শি।
কঃ ই পাই।
খঃ ই পাই।
**********
খঃ সুপ্রিয় শ্রোতা, চীনা সংখ্যা কি শিখতে পেরেছেন? আমি এখন ১ থেকে ১০০ বলতে পারি।
কঃ হ্যাঁ, খুব সহজ, তাই না? শুধু ০ থেকে ১০ এবং ১০০ মনে রাখতে হয়।
খঃ হ্যাঁ, তারপর আপনারা ১০০০ পর্যন্ত বলতে পারবেন।
কঃ হ্যাঁ, এখানে আপনাদেরকে একটা ছোট প্রশ্ন করবো। প্রশ্নটি হলো ৫৫-কে চীনা ভাষায় কী বলে?
খঃ ৫৫-কে চীনা ভাষায় কী বলে - এ প্রশ্নের উত্তর জানলে ইমেল পাঠাতে পারেন আমাদের কাছে। আমাদের ইমেল ঠিকানা হচ্ছে: ben@cri.com.cn
কঃ যারা সঠিক উত্তর পাঠাবেন, তারা পেতে পারেন কিছু ছোট উপহার। সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন।
খঃ আগামী শনিবার আবার কথা হবে, চীনা ভাষা নিয়ে।
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |