|
খঃ প্রতিদিন মাত্র পাঁচ মিনিট সময় ব্যয় করে আপনি অনেক চীনা ভাষা শিখতে পারেন।
কঃ সুপ্রিয় শ্রোতা, আপনারা এখন চীন আন্তর্জাতিক বেতারের এক নতুন চীনা ভাষা শেখার অনুষ্ঠান 'কনফুসিয়াস ক্লাসরুম' শুনছেন। আপনাদের সঙ্গে আছি আমি ইয়াং ওয়েই মিং স্বর্ণা।
খঃ আর আছি আমি শিহাবুর রহমান। নি হাও! প্রিয় শ্রোতা, 'কনফুসিয়াস ক্লাসরুম' অনুষ্ঠান থেকে আপনারা প্রাথমিক চীনা ভাষা এবং বাণিজ্যে প্রয়োজনীয় চীনা ভাষা শিখতে পারবেন।
কঃ শিহাব, প্রতি সপ্তাহেই আমি পাচ্ছি ফ্রেন্ডস ওনলাইন ডি-এক্স এসোসিয়েশনের শ্রোতাদের ইমেল। তারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শুনছেন। এবং চায়না রেডিও ফ্যান ক্লাবের লুত্ফর রহমান, ফ্রেন্ডস ডিএক্সিং ক্লাবের সোহেল রানা হৃদয়ও নিয়মিত আমাদের অনুষ্ঠান শুনছেন। আপনাদের ধন্যবাদ। শিয়ে শিয়ে নি মেন।
খঃ আর স্বর্ণা, আমার হাতে কনফুসিয়াস ক্লাসরুমের একজন নতুন শ্রোতার ইমেল এসেছে। তিনি পশ্চিমবঙ্গের দিনাজপুরের রিতা চক্রবর্তী। রিতা, নিয়মিত আমাদের অনুষ্ঠান শুনে থাকুন, তাহলে আরো অনেক চীনা ভাষা শিখতে পারবেন।
কঃ শিহাব আগে আমরা বলেছিলাম, চীনা ভাষায় ক্রিয়া খুব সহজ। চীনা ভাষায় আরেকটি বিষয় খুব সহজ। সেটা কী জানেন?
খঃ হ্যাঁ জানি। চীনা সংখ্যা খুব সহজ।
কঃ আজকের ক্লাসে আমি চীনা সংখ্যা শিখাবো। প্রথমে শুনুন, আজকের প্রধান প্রধান বাক্য।
******প্রধান প্রধান বাক্য
কঃ লিং, ই, আর, সান, সি, উ।
খঃ লিং, ই, আর, সান, সি, উ।
কঃ ই নিয়ান।
খঃ লিয়াং ক ইউয়ে।
কঃ সান থিয়েন।
খঃ সি ক শিয়াও শি।
কঃ উ ফেন জুং।
**********
কঃ শিহাব, চীনা সংখ্যাকে সহজ বলা হয় কেন জানেন?
খঃ হ্যাঁ, জানি। কারণ চীনা সংখ্যা ১ থেকে ১০ পর্যন্ত জানলে ১ থেকে ১০০ পর্যন্ত গণা যায়।
কঃ হ্যাঁ। ঠিকই বলেছেন। তাহলে আজকের পাঠে আমরা প্রথমে শিখবো ০ থেকে ৫।
খঃ আচ্ছা, আমরা প্রথম দিক থেকে শুরু করি।
কঃ এক-ই।
খঃ এক-ই।
কঃ যেমন এক বছর, চীনা ভাষায় বলে 'ই নিয়ান'। 'নিয়ান' মানে বছর।
খঃ এক বছর, চীনা ভাষায় বলে 'ই নিয়ান'। 'নিয়ান', বছর বা বর্ষ।
কঃ দুই-আর।
খঃ দুই-আর।
কঃ হ্যাঁ, কিন্তু দুই বছর বলতে চাইলে, তখন 'লিয়াং' বলতে হবে। দুই বছর - 'লিয়াং নিয়ান'।
খঃ আচ্ছা, দুই বছরকে চীনা ভাষায় বলা হয় 'লিয়াং নিয়ান'। কিন্তু 'আর' আমরা কখন বলি, স্বর্ণা?
কঃ দুই-এর চীনা প্রতিশব্দকে 'আর' বলি যখন সেটি অন্যান্য সংখ্যার সঙ্গে ব্যবহার করা হয়। আর যখন অন্য সংখ্যাবাচক শব্দের সঙ্গে ব্যবহার করা হয়, তখন উচ্চারণ হবে 'লিয়াং'। চীনা ভাষায় বিভিন্ন ধরনের সংখ্যাবাচক শব্দ আছে। এর মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় 'ক'। যেমন দুই মাস, চীনা ভাষায় আমরা বলি, 'লিয়াং ক ইউয়ে'। এখানে 'ক' হল সংখ্যাবাচক শব্দ, আর 'ইউয়ে' মানে মাস।
খঃ আচ্ছা, চীনা ভাষায় তাহলে বাংলা ভাষার মতো সংখ্যাবাচক শব্দ ব্যবহার করা হয়। বাংলা ভাষায় যেমন, ১জন, দু'টি ইত্যাদি। চীনা ভাষায় অনেক সংখ্যাবাচক শব্দ আছে। স্বর্ণা যেটি শিখিয়েছেন, সেটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। এটি হলো 'ক'। দুই মাস-কে চীনা ভাষায় বলা হয়, 'লিয়াং ক ইউয়ে'।
কঃ তারপর, তিন-সান।
খঃ তিন-সান।
কঃ তিন দিন, চীনা ভাষায় বলা হয় 'সান থিয়েন'।
খঃ আচ্ছা, তিন দিন, চীনা ভাষায় 'সান থিয়েন'।
কঃ হ্যাঁ, 'থিয়েন' মানে আকাশ, সংখ্যাবাচক শব্দ হিসেবে ব্যবহৃত হলে অর্থ হবে দিন।
খঃ আচ্ছা, স্বর্ণা, 'নিয়েন' আর 'থিয়েন' দুটোকে সংখ্যাবাচক শব্দ হিসেবে ব্যবহার করা যায়। মাস, 'ইউয়ে' বলার সময় আবার 'ক' যোগ দিতে হয় কেন?
কঃ হ্যাঁ, শিহাব, আমি ব্যাখ্যা করে দিচ্ছি। চীনা ভাষায়, জানুয়ারিকে বলা হয় 'ই ইউয়ে', আর ফেব্রুয়ারিকে 'আর ইউয়ে', মার্চকে 'সান ইউয়ে'। তাই তা থেকে ভিন্নতা বোঝানোর জন্য, এক মাস বলার সময়, সংখ্যাবাচক শব্দ 'ক' যোগ দিতে হয়।
খঃ আচ্ছা, বুঝলাম। মাসের নামগুলোও তাহলে সংখ্যা শেখার পর বলতে পারবো।
কঃ হ্যাঁ, ঠিকই বলেছেন। তাই চীনা সংখ্যা শিখলে অনেক কাজে লাগানো যাবে। আচ্ছা, এবার, চার-সি।
খঃ চার-সি।
কঃ চার ঘন্টা, চীনা ভাষায় বলা হয়, 'সি ক শিয়াও শি'।
খঃ চার ঘন্টা, চীনা ভাষায় বলা হয়, 'সি ক শিয়াও শি'।
কঃ এখানে আবার সংখ্যাবাচক শব্দ 'ক' আছে। 'শিয়াও শি' মানে ঘন্টা।
খঃ আচ্ছা, 'সি ক শিয়াও শি' মানে চার ঘন্টা। 'শিয়াও শি' মানে ঘন্টা।
কঃ আর পাঁচ-উ।
খঃ পাঁচ-উ।
কঃ পাঁচ মিনিট, 'উ ফেন জুং'।
খঃ পাঁচ মিনিট, চীনা ভাষায় বলা হয় 'উ ফেন জুং'।
কঃ 'ফেন জুং' মানে মিনিট, সংক্ষেপে 'ফেন'ও বলা যায়।
খঃ 'ফেন জুং' মানে মিনিট, সংক্ষেপে বলা যায়, 'ফেন'।
কঃ আমরা ১ থেকে ৫ পর্যন্ত শিখলাম। আরেকটা সংখ্যা বাকি আছে, সেটা হলো শূন্য। শূন্যকে চীনা ভাষায় বলা হয় 'লিং'।
খঃ আচ্ছা, শূন্য, চীনা ভাষায় বলা হয় 'লিং'।
কঃ হ্যাঁ, শূন্য-লিং, এক-ই, দুই-আর, তিন-সান, চার-সি, পাঁচ-উ।
খঃ শূন্য-লিং, এক-ই, দুই-আর, তিন-সান, চার-সি, পাঁচ-উ।
******প্রধান প্রধান বাক্য
কঃ লিং, ই, আর, সান, সি, উ।
খঃ লিং, ই, আর, সান, সি, উ।
কঃ ই নিয়ান।
খঃ লিয়াং ক ইউয়ে।
কঃ সান থিয়েন।
খঃ সি ক শিয়াও শি।
কঃ উ ফেন জুং।
**********
কঃ সুপ্রিয় শ্রোতা, আপনারা শিখেছেন তো? এখানে আপনাদের জন্য একটা ছোট প্রশ্ন রাখি। প্রশ্নটি হলো 'পাঁচ মাস' চীনা ভাষায় কিভাবে বলা হয়?
খঃ 'পাঁচ মাস' - চীনা ভাষায় কিভাবে বলা হয়, তা জানা থাকলে ইমেল পাঠাতে পারেন আমাদের কাছে। আমাদের ইমেল ঠিকানা হচ্ছে: ben@cri.com.cn
কঃ যারা সঠিক উত্তর পাঠাবেন, তারা পেতে পারেন কিছু ছোট উপহার। সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন।
খঃ আগামী শনিবার আবার কথা হবে, চীনা ভাষা নিয়ে। জাই চিয়েন!
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |