Web bengali.cri.cn   
পাঠ-১: সম্ভাষণ
  2012-05-15 20:46:52  cri
    বাংলায় চীনা ভাষা শিখুন। সুপ্রিয় শ্রোতা, হাতে খাতা-কলম নিয়ে স্বর্ণা এবং শিহাবের সঙ্গে চীনা ভাষা শিখার জন্য প্রস্তুতি নিয়েছেন? চলুন, কনফুসিয়াস ক্লাসরুমের ক্লাস শুরু হচ্ছে।

    কঃ প্রতিদিন মাত্র পাঁচ মিনিট সময় ব্যয় করে আপনি অনেক চীনা ভাষা শিখতে পারেন। সুপ্রিয় শ্রোতা, আপনারা এখন চীন আন্তর্জাতিক বেতারের এক নতুন চীনা ভাষা শিখার অনুষ্ঠান 'কনফুসিয়াস ক্লাসরুম' শুনছেন। আপনাদের সঙ্গে আছি আমি ইয়াং ওয়েই মিং স্বর্ণা।

    খঃ আর আছি আমি শিহাবুর রহমান। প্রিয় শ্রোতা, 'কনফুসিয়াস ক্লাসরুম' অনুষ্ঠান থেকে আপনারা প্রাথমিক চীনা ভাষা এবং বাণিজ্যে প্রয়োজনীয় চীনা ভাষা শিখতে পারবেন। স্বর্ণা, আমিও মাত্র চীনা ভাষা শিখতে শুরু করেছি।

    কঃ আচ্ছা, তাহলে আপনার শেখা প্রথম চীনা ভাষা কী?

    খঃ অবশ্যই সম্ভাষণ। চিন্তা করবেন না, আমার বিশ্বাস আজকের ক্লাসের পর শ্রোতারাও এটা বলতে পারবেন।

    কঃ আচ্ছা। তাহলে শুরু হোক আজকের প্রধান প্রধান বাক্য।

    ******প্রধান প্রধান বাক্য

    কঃ নি হাও!

    খঃ নি হাও!

    কঃ নি হাও মা?

    খঃ ওয়া হেন হাও। শিয়ে শিয়ে! নি না?

    কঃ ওয়া ইয়ে হেন হাও।

    **********

    কঃ সম্ভাষণ জানানোর জন্য কয়েকটি চীনা ভাষা বাক্য আছে। এর মধ্যে 'নি হাও' সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। অর্থাত্, হাই অথবা হ্যালো।

    খঃ যখন কেউ আমাকে 'নি হাও' বলে, তার জবাবে কী বলা উচিত?

    কঃ জবাবেও বলা হয় 'নি হাও'। 'নি' মানে তুমি। 'হাও' মানে ভাল। 'নি হাও' অর্থ তুমি ভাল।

    খঃ কিন্তু চীনা ভাষায় আবার চারটি টোন বা স্বর আছে। আমার উচ্চারণ কি ঠিক? 'নি হাও'।

    কঃ হ্যাঁ, ঠিক। চীনা ভাষা হলো উচ্চারণ-স্পর্শকাতর ভাষা। চিন্তা করবেন না, চর্চা করলে আপনিও আমার মতো উচ্চারণ করতে পারবেন।

    খঃ আচ্ছা স্বর্ণা, আমি শুনেছি, অনেক চীনা মানুষ আবার সরাসরি 'হাই' বলে সম্ভাষণ জানায়।

    কঃ হ্যাঁ, 'হাই' সাধারণত পরিচিত মানুষের সঙ্গে ব্যবহার করা হয়। আসলে পরিচিত মানুষকে আবার অন্যভাবেও সম্ভাষণ জানান হয়। যেমন, 'ছি ল মা?' মানে খেয়েছো? অর্থবা, 'ছু ছুই ইয়া?' বের হচ্ছো? ইত্যাদি। অবশ্য এ ধরনের সম্ভাষণ খাওয়ার সময় বা বের হওয়ার সময় ব্যবহার করা হয়।

    খঃ হ্যাঁ বুঝলাম। আর যদি বয়স্ক মানুষের সঙ্গে দেখা হয়, তাহলে 'নিন হাও' বলা হয় বেশিরভাগ ক্ষেত্রে।

    কঃ হ্যাঁ ঠিক বলেছেন। 'নিন হাও'। 'নিন' মানে আপনি। আর পরিচিত মানুষ আবার জিজ্ঞেস করেন 'নি হাও মা?' মানে কেমন আছো? 'মা' হলো প্রশ্নবোধক শব্দ।

    খঃ তখন উত্তর দেওয়া হবে 'ওয়া হেন হাও'। আমি খুব ভাল। 'ওয়া' আমি। 'হেন' খুব। 'হাও' ভাল।

    কঃ 'ওয়া হেন হাও'। আমি খুব ভাল। 'শিয়ে শিয়ে' ধন্যবাদ। 'নি না?' তুমি? এখানে 'না'ও প্রশ্নবোধক শব্দ।

    খঃ উত্তরে বলা হবে, 'ওয়া ইয়ে হেন হাও'। মানে আমিও খুব ভাল। 'ওয়া' মানে আমি। 'ওয়া ইয়ে' মানে আমিও।

    *******প্রধান প্রধান বাক্য

    কঃ নি হাও!

    খঃ নি হাও!

    কঃ নি হাও মা?

    খঃ ওয়া হেন হাও। শিয়ে শিয়ে! নি না?

    কঃ ওয়া ইয়ে হেন হাও।

    **********

    কঃ শিহাব, নি হাও মা?

    খঃ ওয়া হেন হাও। নি না?

    কঃ ওয়া ইয়ে হেন হাও। দেখুন, শিখেছেন তো। সুপ্রিয় শ্রোতা, আপনারা শিখেছেন তো? এখানে আপনাদেরকে একটা ছোট প্রশ্ন করবো। 'নি হাও' এবং 'নিন হাও' এর পার্থক্য কি?

    খঃ উত্তর জানলে ইমেল পাঠাতে পারেন আমাদের কাছে। আমাদের ইমেল ঠিকানা হচ্ছে: ben@cri.com..cn

    কঃ যারা সঠিক উত্তর পাঠাবেন তারা পেতে পারেন কিছু ছোট উপহার। সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন।

    খঃ আগামী শনিবার আবার চীনা ভাষা নিয়ে কথা হবে।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040