Web bengali.cri.cn   
পাঠ ১২:কেনাকাটা : অংশ ১ - সংখ্যা
  2011-04-19 19:58:19  cri

কেনাকাটা : অংশ ১ - সংখ্যা

লাবণ্য: da jia hao. wo shi লাবণ্য।

আকাশ: da jia hao. wo shi আকাশ।

লাবণ্য: ভাইয়া, তিন দিন তোমাকে দেখিনি, কোথায় গিয়েছিলে?

আকাশ: তুমিতো জানো, এপ্রিল মানের ৫ তারিখ হচ্ছে চীনের ছিং মিং উত্সব। এ উত্সবে সব মানুষ তাদের প্রয়াত আত্মীয়স্বজনকে স্মরণ করে। এ উপলক্ষে ৩, ৪ ও ৫ এপ্রিল দেশব্যাপী ছুটি ছিল। ওই সময় আমি আমার বন্ধুদের সঙ্গে পেইচিংয়ের উত্তরাঞ্চলের 'ইয়াং থাই' পাহাড়ে গিয়েছিলাম। সেখানে আমরা পাহাড় উঠি।

লাবণ্য: উহ! ওখানে কেমন লেগেছে?

আকাশ: বন্ধুরা, পেইচিংয়ে এখন বসন্তকাল। আবহাওয়া বেশ উষ্ণ। এ সপ্তাহে সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস হবে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে। কিন্তু ইয়াং থাই পাহাড়ে এখনও তুষার আছে।

লাবণ্য: সত্যি?

আকাশ: হ্যাঁ, পাহাড়ের ঢাল সাদা তুষারে ঢাকা। দুপুরের উষ্ণ সূর্যালোকে আমি তুষারের ওপর শুয়ে থেকেছি এবং বন্ধুদের দিয়ে ছবি তুলেছি। সূর্যের আলোয় আমি শরীরের ওপরের অংশ উষ্ণ বোধ করেছি আবার পিঠের নিচে ছিল জমে যাওয়া ঠাণ্ডা। এটা দারুণ মজার ব্যাপার, যেটা আমি কোনো দিন ভুলবো না।

লাবণ্য: উহ, আমি যদি সেখানে যেতে পারতাম!

আকাশ: তুমিতো যেতে পারো। কোনো সমস্যা নেই। আমরা জংলী পাহাড়ের ঢাল বেয়ে তার চূড়ায় উঠেছি। কিন্তু তুমি তোমার পরিবার-পরিজন নিয়ে গাড়িতে করে সেখানে যেতে পারো। সড়কও আছে। সেখানকার গোটা ঢাল এখন গোলাপি ও সাদা ফুলে ঢাকা।

লাবণ্য: অবশ্যই আমি সেখানে যাবো।

আকাশ: বন্ধুরা, 'ইয়াং থাই' পাহাড়ে আমার ভ্রমণের ছবি আমাদের ওয়েবসাইটে পোস্ট করবো। তুষার ও ফুল দেখতে আপনার ওয়েবসাইট দেখতে পারেন। আমাদের ওয়েবসাইটের ঠিকানা bengali.cri.cn. চীনা ভাষা শিক্ষার সব কটি পর্ব ওয়েবসাইটে শুনতে এবং সেখানে দেখতেও পারেন আপনারা। আচ্ছা লাবণ্য, তুমি কি করেছো ছুটিতে?

লাবণ্য: আমি আসলে কিছুই করিনি। শুধুই আয়েশ করেছি, পরিবারের সঙ্গে সময় কাটিয়েছি এবং থাওপাও ইন্টারনেট শপের মাধ্যমে কেনাকাটা করেছি।

আকাশ: হ্যাঁ, চীনা তরুণ-তরুণীদের মধ্যে ইন্টারনেট শপিং এখন খুব জনপ্রিয়। আমার মুঠোফোন, ল্যাপটপ, মুখে লাগানোর ক্রিম সব কিছুই ইন্টারনেট শপ থেকে কিনি।

লাবণ্য: আমি সব ধরনের কেনাকাটা পছন্দ করি।

আকাশ: আমি পছন্দ করি সেইগুলো কিনতে যেগুলোতে আমার আগ্রহ আছে। যেমন ধরো পাহাড়ে ওঠার জুতো, পোশাক ইত্যাদি ধরনের বাইরে ব্যবহার্য জিনিস।

লাবণ্য: আচ্ছা বন্ধুরা , তাহলে আজকে আমরা কেনাকাটা সম্পর্কিত কিছু শব্দ ও বাক্য শিখবো।

দিনের প্রধান শব্দগুলো: এক - yi; দুই - er; তিন - san; চার - si; পাচঁ - wu; ছয় - liu; সাত - qi; আট - ba; নয় - jiu; দশ - shi. চীনের মুদ্রা রেনমিনপি'র একক হলো ইউয়ান, চিয়াও ও ফেন।yuan jiao fen. এটার দাম কত? Zhe ge duo shao qian? দশ খুয়াই - shi kuai qian. আমি কি জিজ্ঞেস করতে পারি আপেলের দাম কত? qing wen, ping guo duo shao qian? প্রতি চিন ৩ খুয়াই। san kuai qian yi jin.

আকাশ: বন্ধুরা, আমরা যখন কেনাকাটা করতে যাই তখন আমাদের সংখ্যা জানার দরকার হয়। এজন্য প্রথমে আমরা সংখ্যা শিখব। এটা কোনো ভাষা শেখার ক্ষেত্রে খুবই মৌলিক বিষয়।

লাবণ্য: হ্যাঁ, এটা খুব দরকারিও।

আকাশ: yi - এক

লাবণ্য: yi

আকাশ: er - দুই

লাবণ্য: er

আকাশ: san - তিন

লাবণ্য: san

আকাশ: si - চার

লাবণ্য: si

আকাশ: wu - পাচঁ

লাবণ্য: wu

আকাশ: liu - ছয়

লাবণ্য: liu

আকাশ: qi - সাত

লাবণ্য: qi

আকাশ: ba - আট

লাবণ্য: ba

আকাশ: jiu - নয়

লাবণ্য: jiu

আকাশ: shi - দশ

লাবণ্য: shi

লাবণ্য: yi, er, san, si, wu, liu, qi, ba, jiu, shi

বাক্য: yi, er, san, si, wu, liu, qi, ba, jiu, shi

লাবণ্য: এখন আমরা মৌলিক সংখ্যাগুলো গুণতে পারি।

আকাশ: হ্যাঁ, এরপর আমরা মুদ্রা সম্পর্কে শিখবো। চীনা মুদ্রাকে রেনমিনপি বলা হয়। এর একক হলো ইউয়ান, চিয়াও ও ফেন। দশ চিয়াও সমান এক ইউয়ান আর ১০ ফেন সমান ১ চিয়াও।

লাবণ্য: আমি জানি। কিন্তু আমি সব সময় শুনি ইউয়ানকে চীনা ভাষায় খুয়াই বলা হয়। যেমন দশ খুয়াই।

আকাশ: হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। কথ্য চীনা ভাষায় ইউয়ানকে খুয়াই বলা হয়। আর চিয়াওকে বলা হয় মাও।

লাবণ্য: ওহ, তাহলে চীনা মুদ্রার ক্ষুদ্রতম একক হলো ফেন। আমি ঠিক বলেছি?

আকাশ: হ্যাঁ, এটা চীনা মুদ্রার ক্ষুদ্রতম একক। তবে ১ ফেন দিয়ে আজকাল কিছুই কেনা যায় না। সেকারণে এর খুব একটা ব্যবহার নেই। কিন্তু আমাদের ছোটবেলায় একটা শিশু গান গাইতাম আমরা এ সম্পর্কে। গানটি এরকম... (আকাশ গান গাইবে):

我在马路边拾到一分钱,

把它交到警察叔叔手里边,

叔叔拿着钱,对我把头点,

我高兴地说了声:"叔叔再见!"

গানের অর্থ এরকম: ১টি ফেন আমি পেয়েছি রাস্তার পাশে,

তারপর তুলে দিয়েছি এক পুলিশের কাছে।

ফেনটি ধরে তিনি মাথা নোয়ান আমার দিকে,

খুব খুশি, আমি বিদায় নেই খোদা হাফেজ বলে।

লাবণ্য: হাহা। তোমার এই গানটি আমি পছন্দ করি। এটা আমাকে আবার শৈশবে ফিরিয়ে নিয়ে যায়।

আকাশ: ধন্যবাদ আপা,আমি পুরনো গান পছন্দ করি। বন্ধুরা, এ গানটির শিরোনাম 'এক ফেন'। এটি ১৯৬৩ সালে রচিত। এর পর থেকে এ গানটি কয়েক প্রজন্মের শিশুদের আনন্দময় শৈশবের সঙ্গী হয়ে থেকেছে। এ গানের মধ্য দিয়ে আমরা বুঝতে পারি, সে সময় ১ ফেনের এখনকার মতো এত কম মূল্য ছিল না। এমন কি আমার বাল্যবেলায় ৫ ফেন দিয়ে একটা আইসক্রিম কেনা যেত।

বাক্য:

পর্যালোচনা:

লাবণ্য: ভাইয়া, আমি আইসক্রিম খেতে চাই।

আকাশ: অপেক্ষা করো, অনুষ্ঠান শেষে খাওয়াব।

লাবণ্য: আমি ম্যাকডোনালসের আইসক্রিম খেতে চাই।

আকাশ: কোন সমস্য নেই। বন্ধুরা, আসুন আমাদের সঙ্গে ম্যাকডোনালসের আইসক্রিম খাওয়া যাক।

লাবণ্য: চলো যাই।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040