Web bengali.cri.cn   
পাঠ ৬ শুভ নববর্ষ
  2011-03-01 18:13:43  cri

লাবণ্য ও আকাশের সংগে চীনা ভাষা শিখুন

পাঠ ৬ শুভ নববর্ষ

লাবণ্য: da jiao hao, wo shi লাবণ্য!

আকাশ: da jiao hao ,wo shi আকাশ

লাবণ্য: ভাইয়া, সান সি সন্ধ্যায় চাও চি খাওয়ার পর তোমরা কি করেছো?

আকাশ: আমার মা-বাবা চীন কেন্দ্রীয় টেলিভিশনের বসন্ত উত্সবের অনুষ্ঠান দেখেছেন। তবে আমার কাছে এটা ছিল খুবই একঘেঁয়ে লাগে। তাই আমি ইন্টারনেট ব্রাউজ করেছি এবং তার পাশাপাশি মাঝে মাঝে বসন্ত উত্সবের অনুষ্ঠান দেখেছি।

লাবণ্য: হাহাহা...। কিন্তু আমি মনে করি বসন্ত উত্সবের অনুষ্ঠান খুব মজার। আমি তো প্রতি বছরে এ অনুষ্ঠান দেখি।

আকাশ: বন্ধুরা, সান সি সন্ধ্যায় পরিবারের সবাই একসঙ্গে বসে সিসিটিভির বসন্ত উত্সবের অনুষ্ঠান দেখা চীনা জনগণের একটি রীতিতে পরিণত হয়েছে।

লাবণ্য: আচ্ছা, আসো আমরা বসন্ত উত্সব সম্পর্কিত বাক্যগুলো শিখতে থাকি।

আকাশ: ঠিক আছে।

দিনের প্রধান শব্দগুলো: রাত ১২ ঘন্টা বাজার সময় আতসবাজি জ্বালানোও দরকার Wan Shang shi er dian de shi hou ye yao fang bian pao. শুভ নববর্ষ! guo nian hao ! কামনা করি নতুন বছরে তোমার স্বাস্থ্য ও অন্যান্য সবকিছু তুমি যেমন চাও তেমনি হয়। zhu ni zai xin de yi nian li shen ti jian kang ,wan shi ru yi! ছু উতে আবার চিও চি খাওয়া ও আতসবাজি জ্বালানো দরকার।Chu wu ye yao chi jiao zi fang bian pan, সি উতে উত্সব লণ্ঠন দেখবোshi wu qu kan hua deng .

লাবণ্য: তুমি সাধারনত কখন ঘুমাও সান সির রাতে?

আকাশ: আমি ১২টা বাজার পর আতসবাজি জ্বালিয়ে তারপর ঘুমাই। এটা আমার দায়িত্ব। আচ্ছা, এখন আমরা এ সম্পর্কে চীনা ভাষা শিখব। Wan Shang মানে সন্ধ্যা

লাবণ্য: Wan Shang

আকাশ: shi er dian de shi hou মানে ১২টা বাজার সময়

লাবণ্য: shi er dian de shi hou

আকাশ: fang bian pao আতসবাজি জ্বালানো

লাবণ্য: fang bian pao

আকাশ: Wan Shang shi er dian de shi hou ye yao fang bian pao. রাত ১২টা বাজার সময় আতসবাজি জ্বালানো দরকার

লাবণ্য: Wan Shang shi er dian de shi hou ye yao fang bian pao.

বাক্য: Wan Shang shi er dian de shi hou ye yao fang bian pao.

লাবণ্য: ভাইজান, আমি সান সি রাতে ভালভাবে ঘুমাতে পারিনি। কারণ আতসবাজির বিকট আওয়াজে খুব ভোরেই আমার ঘুম ভেঙ্গে যায়।

আকাশ: আমিও। কিন্তু ভাল ঘুম না হলেও আমার মন খুব প্রফুল্ল ছিল এবং আনন্দে আমি খুব উত্তেজিত ছিলাম।

লাবণ্য: সকাল উঠার পর তুমি কী করেছো?

আকাশ: আমি দাদার বাড়িতে গিয়ে তাঁকে নবর্বষের শুভেচ্ছা জানাই। তারপর প্রতিবেশী ও বন্ধুদের বাড়িতে গিয়ে নববর্ষের শুভেচ্ছা জানাই।

লাবণ্য: তাহলে চীনা ভাষায় কীভাবে নববর্ষের শুভেচ্ছা জানাতে হয়?

আকাশ: guo nian hao ! মানে শুভ নববর্ষ!

লাবণ্য: guo nian hao!

আকাশ: zhu কামনা করা

লাবণ্য: zhu

আকাশ: ni তুমি

লাবণ্য: ni

আকাশ: zai xin de yi nian li নতুন বছরে

লাবণ্য: zai xin de yi nian li

আকাশ: shen ti jian kang, সুস্থ্য

লাবণ্য: shen ti jian kang

আকাশ: wan shi ru yi! তুমি যেমন চাও তেমনি হয়।

লাবণ্য: wan shi ru yi!

আকাশ: zhu ni zai xin de yi nian li shen ti jian kang, wan shi ru yi! কামনা করি নতুন বছরে তোমার স্বাস্থ্য ও অন্যান্য সবকিছু তুমি যেমন চাও তেমনি হয়।

লাবণ্য: zhu ni zai xin de yi nian li shen ti jian kang, wan shi ru yi!

বাক্য: zhu ni zai xin de yi nian li shen ti jian kang, wan shi ru yi!

আকাশ: ছু ই'র ৪দিন পরে হচ্ছে ছু উ। সেটি আরেকটি গুরুত্বপূর্ণ দিবস।

লাবণ্য: হ্যাঁ, আমার জম্মস্থানে তা ছু ই'র মতো উদযাপিত হয়।

আকাশ: আমার জম্মস্থানেও একই অবস্থা। ওই দিন আমরা আবার দাদার বাড়িতে গিয়ে চাও চি খাব এবং আতসবাজি জ্বালাবো। এ বাক্যগুলো এখন শিখুন। chu wu ye yao chi jiao zi fang bian pan ছু উতে আবার চিও চি খাওয়া ও আতসবাজি জ্বালানো দরকার।

লাবণ্য: chu wu ye yao chi jiao zi fang bian pan

বাক্য: chu wu ye yao chi jiao zi fang bian pan

আকাশ: তারপর হচ্ছে বসন্ত উত্সবের শেষ দিন সি উ, মানে ছু ই'র পর ১৪ দিন পর। এ দিন রাস্তার দু'পাশ উত্সব লণ্ঠন দিয়ে সাজানো হয়। আমার এখনও মনে আছে, ছোটবেলায় আমার জম্মস্থান হান তানের প্রধান রাস্তা চুয়াং হুয়ার দু'পাশ নানা ধরনের হাজার হাজার উত্সব লণ্ঠন দিয়ে সাজানো হতো। অনেক মানুষ পরিবারের সংগে গিয়ে সেটা উপভোগ করতেন। আমি প্রতিবার আমার মা'র সংগে সেখানে গিয়েছি। আমার বাসা থেকে ছুং থাই পার্ক পর্যন্ত কয়েক কিলোমিটার রাস্তা উত্সব লণ্ঠন দিয়ে সাজানো হতো। দারুণ জাঁকজমকপূর্ণ ব্যাপার ছিল!

লাবণ্য: লণ্ঠন উত্সবের সময় আমি, আমার শিক্ষক এবং সহপাঠিরা একসাথে রাস্তায় গিয়ে ছোট উত্সব লণ্ঠন নিয়ে ঘুরে বেড়াতাম।ভাইয়া, এ সম্পর্কে চীনা ভায়ায় কীভাবে বলা যায়?

আকাশ: kan মানে দেখা

লাবণ্য: kan

আকাশ: qu মানে যাওয়া

লাবণ্য: qu

আকাশ: hua deng উত্সব লণ্ঠন

লাবণ্য: hua deng

আকাশ: shi wu qu kan hua deng সি উতে উত্সব লণ্ঠন দেখবো

লাবণ্য: shi wu qu kan hua deng

পর্যালোচনা: দিনের প্রধান শব্দগুলো: রাত ১২ ঘন্টা বাজার সময় আতসবাজি জ্বালানো দরকার Wan Shang shi er dian de shi hou ye yao fang bian pao. শুভ নববর্ষ! guo nian hao ! কামনা করি নতুন বছরে তোমার স্বাস্থ্য ও অন্যান্য সবকিছু তুমি যেমন চাও তেমনি হয়। zhu ni zai xin de yi nian li shen ti jian kang ,wan shi ru yi! ছু উতে আবার চিও চি খাওয়া ও আতসবাজি জ্বালানো দরকার।Chu wu ye yao chi jiao zi fang bian pan, সি উতে উত্সব লণ্ঠন দেখবোshi wu qu kan hua deng .

আকাশ: আপা, আরেকটি বছরে প্রবেশ করছি। কিন্তু এখনও আমি একা। আশা করি, নতুন বছরে প্রতি সকাল ঘুম থেকে উঠার পর একজন মানুষের সঙ্গে নাস্তা খেতে পারবো।

লাবণ্য: চিন্তা নেই ভাইজান। আমি, তুমি ও সব ভাল বন্ধু-বান্ধবীরা সব সময় একসাথে থাকবো।

আকাশ: হ্যাঁ প্রিয় বন্ধুরা, সারা জীবনের জন্য মনে রাখবেন, আমি, লাবণ্য ও সব ভাল বন্ধুবান্ধবী, সব পরিবারের সদস্যা সব সময় এক সঙ্গে আপনাদের পাশে থাকবো। একাকীত্ব বোধ করবেন না। আপনারা একা নন।

লাবণ্য: হ্যাঁ,

আকাশ: প্রিয় বন্ধুরা, zhu ni zai xin de yi nian li shen ti jian kang, wan shi ru yi!

লাবণ্য: হ্যাঁ, কামনা করি নতুন বছরে তোমার স্বাস্থ্য ও অন্যান্য সবকিছু তুমি যেমন চাও তেমনি হয়।

আকাশ: বন্ধুরা, ভাল থাকুন ,নতুন বছরে দেখা হবে!

লাবণ্য: নতুন বছরে দেখা হবে! চিয়া চিয়ান!

1 2
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040