|
阿(ā) 富(fù) 汗(hàn) 总(zǒng) 统(tǒng) 卡(kǎ) 尔(ěr) 扎(zhā) 伊(yī) 8日(rì) 敦(dūn) 促(cù) 北(běi) 约(yuē) 和(hé) 美(měi) 国(guó) 领(lǐng) 导(dǎo) 的(de) "省(shěng) 级(jí) 重(chóng) 建(jiàn) 小(xiǎo) 组(zǔ) "尽(jǐn) 早(zǎo) 完(wán) 成(chéng) 在(zài) 阿(ā) 富(fù) 汗(hàn) 的(de) 重(chóng) 建(jiàn) 项(xiàng) 目(mù) 。
আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই ৮ ফেব্রুয়ারি ন্যাটো ও যুক্তরাষ্ট্রকে তাগিদ দিয়ে বলেছেন, 'প্রদেশ পর্যায়ের পুনর্গঠন দল'কে যত তাড়াতাড়ি সম্ভব আফগানিস্তানের পুনর্গঠন কাজ সম্পন্ন করতে হবে।
কারজাই এদিন কাবুলে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বলেছেন, নিজের উন্নয়নের কারণেই, আফগানিস্তান আশা করে 'প্রদেশ পর্যায়ের পুনর্গঠন দল' এবং অন্য সব সংস্থা যত তাড়াতাড়ি সম্ভব কাজ সম্পন্ন করে দেশে ফিরে যাবে। তিনি আরো বলেন, ২১ মার্চ আফগানিস্তানে ন্যাটো বাহিনী আফগানিস্তানের হাতে নিরাপত্তার দায়িত্ব হস্তান্তর করবে যাতে, আফগানিস্তান সরকার প্রস্তুত হয়ে আফগানিস্তান নিরাপত্তা বাহিনী আনুষ্ঠানিকভাবে নিজ দেশের নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করতে পারে। (জিনিয়া ওয়াং)
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |