Web bengali.cri.cn   
তেলের চাহিদা এবছর ২ শতাংশ বাড়তে পারে
  2011-01-26 13:38:48  cri

(shā) (tè) (ā) () () (shí) (yóu) (kuàng) (yè) (zī) (yuán) () (chén) (ā) (lǐ) ·(nà) (yī) (mǐ) () (yù) (cè) (suí) (zhe) (shì) (jiè) (jīng) () (cóng) (wēi) (jī) (zhōng) (zǒu) (chū) (nián) (quán) (qiú) (shí) (yóu) (xū) (qiú) (jiàng) (zēng) (zhǎng) (zuǒ) (yòu) () (jūn) (xū) (qiú) (jiàng) (zēng) (jiā) (wàn) (tǒng)
  (nà) (yī) (mǐ) (dàng) (tiān) (zài) (lì) () (de) (jǔ) (xíng) (de) (quán) (qiú)
(jìng) (zhēng) (lì) (lùn) (tán) (shàng) (shuō) (xū) (qiú) (zēng) (jiā) (zhǔ) (yào) (lái) (zì) (zhōng) (guó) (yìn) () (zhōng) (dōng) (yǐ) (jí) () (měi) () () (tā) (hái) (yù) (cè) (shuō) (jīn) (nián) (guó) (jì) (yóu) (jià) (jiāng) () (qù) (nián) (chí) (píng) (jī) (běn) (bǎo) (chí) (wěn) (dìng)

বৈশ্বিক অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠার সঙ্গে সঙ্গে ২০১১ সালে বিশ্বব্যাপী পেট্রোলিয়াম দ্রব্যের চাহিদা ২ শতাংশ বেড়ে প্রতিদিন ১৮ লাখ ব্যারেলে দাঁড়াবে বলে অনুমান করা হচ্ছে। সৌদি আরবের পেট্রোলিয়াম ও খনি শিল্পসম্পদমন্ত্রী আলি আল-নাইমি ২৪ জানুয়ারি একথা বলেন।

এ দিন রিয়াদে অনুষ্ঠিত বিশ্ব প্রতিদ্বন্দ্বিতা ক্ষমতা ফোরামে তিনি বলেন, প্রধানত চীন, ভারত, মধ্যপ্রাচ্য ও লাতিন আমেরিকায় পেট্রোলিয়ামের চাহিদা বাড়বে। তিনি অনুমান করেন, এ বছর আন্তর্জাতিক বাজারে তেলের দাম গত বছরের সমান হবে এবং স্থিতিশীলতা বজায় থাকবে।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040