Web bengali.cri.cn   
'চীনকে জানুন' তত্পরতা এবং রাজনৈতিক ও কূটনৈতিক ফোরাম
  2011-01-19 11:03:15  cri

১৮ অক্টোবর বিকেলে 'চীনকে জানুন'তত্পরতা এবং রাজনৈতিক ও কূটনৈতিক ফোরাম তুরস্কের রাজধানি আংকারার হিলটন হৌটেলে অনুষ্ঠিত হয়। চীন ও তুরস্কের আন্তর্জাতিক রাজনৈতিক ও কূটনৈতিক ক্ষেত্রের বিশেষজ্ঞ ও পন্ডিতগণ এবারের ফোরামে ' আন্তর্জাতিক পদ্ধতি পরিবর্তনের প্রক্রিয়ায় চীন ও তুরস্কের কৌশলগত সহযোগিতা' এ প্রধান প্রতিপাদ্য নিয়ে গভীর আলোচনা করেছেন।

চীনের সংশ্লিষ্ট গবেষণা সংস্থা , তুরস্কের গবেষক, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, মধ্য প্রাচ্যের প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইন্সটিটিউটের শিক্ষক ও ছাত্রছাত্রী এবং তুরস্কে চীনা পুঁজি বিনিয়োগকারী সংস্থার ১৫০ জন এবারের ফোরামে অংশ নেন। চীনের রাষ্ট্রীয় পরিষদের তথ্য কার্যালয়ের উপ-মহাপরিচালক ওয়াং চুং ওয়েই, তুরস্কে চীনের রাষ্ট্রদূত কুং সিয়াও শেং, তুরস্কের পররাষ্ট্র মন্ত্রী এবং তুরস্কের আন্তর্জাতিক কৌশল গবেষণা সংস্থার ভাইস-চেয়ারম্যানও এবারের ফোরামে উপস্থিত ছিলেন। চীনের রাষ্ট্রীয় পরিষদের তথ্য কার্যালয়ের উপ-মহাপরিচালক ওয়াং চুং ওয়েই বলেন, সাম্প্রতিক বছরগুলোতে চীন ও তুরস্কের উচ্চ পর্যায়ের পারস্পরিক সফর দিন দিন ঘনিষ্ঠ এবং আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়ের সহযোগিতাও অব্যাহতভাবে জোরদার হয়েছে। ২০১১ সাল হচ্ছে চীন ও তুরস্কের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৪০তম বার্ষিকী। এ সম্পর্কে ওয়াং চুং ওয়েই বলেন:

" চীনের বিখ্যাত চিন্তাবিদ এবং শিক্ষাবিদ কনফুসিয়াস বলেছিলেন ' মানুষ ৪০ বছর হলে, বিশ্বের ওপর তাঁর চেতনা বেশি সঠিক'। চীন ও তুরস্কের সম্পর্ক ঠিত এর মতো ইতিহাসের একটি নতুন সূচনায় দাঁড়ায়"।

এবারের ফোরাম তিন ঘন্টা লেগেছে। অংশগ্রহণকারী বিশেষজ্ঞরা মধ্য প্রাচ্য ও মধ্য এশীয় অঞ্চলের নিরাপত্তা , জলবায়ু পরিবর্তন এবং আঞ্চলিক তপ্ত সমস্যায় চীন ও তুরস্কের সহযোগিতাসহ বিভিন্ন বিষয় নিয়ে নিজেদের বক্তব্য প্রকাশ করেছেন। তুরস্কের আন্তর্জাতিক কৌশল গবেষণা সংস্থার এশিয়া ও প্রশান্ত মহা সাগরীয় গবেষণা বিভাগের মহাপরিচালক তাঁর বক্তব্যে দু'দেশের দ্বিপাক্ষিক রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ককে ব্যাখ্যা করেছেন। তিনি বলেন, নতুন শতাব্দীতে চলে আসার পর, দু'দেশের উচ্চ পর্যায়ের পারস্পরিক সফর অব্যাহতভাবে জোরদার হয়েছে। যা দু'দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের উন্নয়নকে একটি সুষ্ঠু প্ল্যাটফর্ম তৈরী করেছে।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040