|
访(fǎng) 问(wèn) 期(qī) 间(jiān) ,梅(méi) 德(dé) 韦(wéi) 杰(jié) 夫(fū) 将(jiāng) 分(fēn) 别(bié) 与(yǔ) 印(yìn) 度(dù) 总(zǒng) 统(tǒng) 帕(pà) 蒂(dì) 尔(ěr) 、总(zǒng) 理(lǐ) 辛(xīn) 格(gé) 及(jí) 外(wài) 长(zhǎng) 克(kè) 里(lǐ) 希(xī) 纳(nà) 举(jǔ) 行(háng) 会(huì) 谈(tán) 。双(shuāng) 方(fāng) 预(yù) 计(jì) 将(jiāng) 签(qiān) 署(shǔ) 超(chāo) 过(guò) 15项(xiàng) 协(xié) 议(yì) ,内(nèi) 容(róng) 涵(hán) 盖(gài) 经(jīng) 贸(mào) 、核(hé) 能(néng) 、军(jūn) 事(shì) 技(jì) 术(shù) 、航(háng) 天(tiān) 技(jì) 术(shù) 、教(jiào) 育(yù) 文(wén) 化(huà) 等(děng) 多(duō) 个(gè) 领(lǐng) 域(yù) 。
অনুবাদ:
দু'দিনব্যাপী ভারত সফরের উদ্দেশ্যে রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ ২১ ডিসেম্বর ভোরে দেশটির রাজধানী নয়াদিল্লী পৌঁছেছেন। ২০০৮ সালের পর মেদভেদেভের এটি দ্বিতীয় ভারত সফর।
সফরকালে তিনি আলাদা আলাদাভাবে ভারতের প্রেসিডেন্ট প্রতিভা পাতিল, প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং পররাষ্ট্রমন্ত্রী এসএম কৃষ্ণার সঙ্গে বৈঠক করবেন।
সফরকালে দু'পক্ষ ১৫টি'রও বেশি চুক্তি স্বাক্ষর করবে বলে অনুমান করা হচ্ছে। এ সব চুক্তির বিষয়ের মধ্যে থাকবে অর্থ-বাণিজ্য, পরমাণু শক্তি, সামরিক প্রযুক্তি, মহাকাশ প্রযুক্তি এবং শিক্ষা ও সংস্কৃতি।
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |