|
辛(xīn) 格(gé) 7日(rì) 下(xià) 午(wǔ) 到(dào) 新(xīn) 德(dé) 里(lǐ) 机(jī) 场(chǎng) 迎(yíng) 接(jiē) 奥(ào) 巴(bā) 马(mǎ) 。这(zhè) 是(shì) 奥(ào) 巴(bā) 马(mǎ) 就(jiù) 任(rèn) 美(měi) 国(guó) 总(zǒng) 统(tǒng) 以(yǐ) 来(lái) ,第(dì) 六(liù) 次(cì) 与(yǔ) 辛(xīn) 格(gé) 会(huì) 面(miàn) 。印(yìn) 度(dù) 媒(méi) 体(tǐ) 报(bào) 道(dào) 说(shuō) ,他(tā) 们(men) 会(huì) 谈(tán) 内(nèi) 容(róng) 将(jiāng) 涉(shè) 及(jí) 印(yìn) 美(měi) 在(zài) 反(fǎn) 恐(kǒng) 、地(dì) 区(qū) 安(ān) 全(quán) 和(hé) 清(qīng) 洁(jié) 能(néng) 源(yuán) 等(děng) 方(fāng) 面(miàn) 的(de) 合(hé) 作(zuò) 。
অনুবাদ:
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ৭ নভেম্বর মুম্বাই থেকে ভারতের রাজধানী নয়া দিল্লীতে পৌঁছেছেন। ৮ নভেম্বর ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে তার আনুষ্ঠানিক বৈঠক করার কথা।
সিং ৭ নভেম্বর বিকেলে নয়াদিল্লী বিমান বন্দরে ওবামাকে স্বাগত জানান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পরে সিংয়ের সঙ্গে এটি ওবামা ষষ্ঠ সাক্ষাত্। ভারতের সংবাদ মাধ্যমগুলোর খবরে জানা গেছে, সিং-ওবামা বৈঠকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে পদক্ষেপ, অঞ্চলিক নিরাপত্তা ও দূষণমুক্ত জ্বলানীসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা নিয়ে আলোচনা হবে।
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |