中(zhōng) 共(gòng) 中(zhōng) 央(yāng) 政(zhèng) 治(zhì) 局(jú) 常(cháng) 委(wěi) 、中(zhōng) 央(yāng) 政(zhèng) 法(fǎ) 委(wěi) 书(shū) 记(jì) 周(zhōu) 永(yǒng) 康(kāng) 圆(yuán) 满(mǎn) 结(jié) 束(shù) 对(duì) 印(yìn) 度(dù) 的(de) 友(yǒu) 好(hǎo) 访(fǎng) 问(wèn) ,于(yú) 2日(rì) 晚(wǎn) 上(shàng) 回(huí) 到(dào) 北(běi) 京(jīng) 。 离(lí) 开(kāi) 班(bān) 加(jiā) 罗(luó) 尔(ěr) 时(shí) ,卡(kǎ) 纳(nà) 塔(tǎ) 卡(kǎ) 邦(bāng) 政(zhèng) 府(fǔ) 高(gāo) 级(jí) 官(guān) 员(yuán) 和(hé) 中(zhōng) 国(guó) 驻(zhù) 印(yìn) 度(dù) 大(dà) 使(shǐ) 张(zhāng) 炎(yán) 等(děng) 到(dào) 机(jī) 场(chǎng) 送(sòng) 行(xíng) 。
চীনা কমিউনিষ্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর স্থায়ী সমিটির সদস্য ও কেন্দ্রীয় রাজনৈতিক ও আইনের কমিশনের সম্পাদক চৌ ইয়োং খাংএর ভারতে সফল বন্ধুত্বপূর্ণ সফর শেষ হয়েছে। ২ নভেম্বর রাতে তিনি পেইচিং ফিরে এসেছেন। বাংগালোর ত্যাগের আগে কর্ণাটক প্রদেশের উচ্চ পর্যায়ের সরকারী কর্মকর্তা ও ভারতে চীনের রাষ্ট্রদূত চয়াং ইয়েন বিমান বন্দরে তাঁকে বিদায় জানান।