|
朝(cháo) 鲜(xiǎn) 劳(láo) 动(dòng) 党(dǎng) 代(dài) 表(biǎo) 会(huì) 议(yì) 当(dàng) 天(tiān) 还(hái) 选(xuǎn) 举(jǔ) 金(jīn) 正(zhèng) 银(yín) 、李(lǐ) 英(yīng) 浩(hào) 担(dān) 任(rèn) 军(jūn) 委(wěi) 副(fù) 委(wěi) 员(yuán) 长(cháng) ,并(bìng) 通(tōng) 过(guò) 了(le) 修(xiū) 改(gǎi) 朝(cháo) 鲜(xiǎn) 劳(láo) 动(dòng) 党(dǎng) 党(dǎng) 章(zhāng) 的(de) 决(jué) 定(dìng) 。
২৮ সেপ্টেম্বর উত্তর কোরিয়ার ওয়ার্কাস পার্টির প্রতিনিধি সম্মেলনে দলটির সর্বোচ্চ নেতৃবৃন্দ নির্বাচিত হয়েছেন।
সম্মেলনে দেশটির সর্বোচ্চ নেতা কিম জং-ইল দলের কেন্দ্রীয় সামরিক কমিটির চেয়ারম্যান পদে পুনর্নির্বাচিত হন।
চেয়ারম্যান পদে পুনর্নির্বাচিত হওয়ায় চীনের প্রেসিডেন্ট হু চিন থাও এদিন কিম জং-ইলকে এক অভিনন্দন বার্তা পাঠান।
প্রতিনিধি সম্মেলনে কিম জং উন ও লি ইয়ং-হো সামরিক কমিটির ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হন। এছাড়া, সম্মেলনে দলের সনদ গৃহীত হয়।
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |