|
তিনি একজন গায়িকা ও অভিনেত্রী , গান বা চলচ্চিত্রে অভিনয়ে তিনি তারার তারার মতো উজ্জ্বল যিনি,তিনি হলেন শিল্পী ওয়াং ফেই।
১৯৮৯ সালে ওয়াং ফেই পেইচিং থেকে হংকংয়ে গিয়ে তাঁর পেশাদার গায়িকা জীবন শুরু করেন এবং অল্প সময়ের মধ্যেই তিনি জনপ্রিয় গায়িকায় পরিণত হন এবং এর আগে কোনো গায়িকা তাঁর মতো এত প্রশংসা ও সম্মান পান নি। ওয়াং ফেই একাধিকবার সেরা গায়িকার পুরস্কার পেয়েছেন । এ পযর্ন্ত তার ৫৪টি ব্যক্তিগত অ্যালবাম বেড়িয়েছে।
কিন্তু ২০০৪ সালে তিনি গান চর্চা বন্ধ করার সিদ্ধান্ত নেন ,এর পর থেকে শুধু দাতব্য অনুষ্ঠানে অংশ নেন।
তাঁর অনুরাগীরা তাঁর জন্য অপেক্ষা করেন। ২০১০ সালে তিনি নতুন গান নিয়ে আমাদের সামনে হাজির হন , গানের নাম 'চুয়ান ছি' (শ্বাশত উপকথা)। আজকের কথা এ সুর অনুষ্ঠানে শ্রোতবন্ধুরা শুনতে পাবেন।
ওয়াং ফেইয়ের ভালবন্ধু লি চিয়ান এই গান লিখেছেন । এ গানটি দেখার পর ওয়াং ফেইর খুব ভাল লেগে যায়, তাই তিনি এ গান গাওয়ার সিদ্ধান্ত নেন।
ওয়াং ফেইয়ের কন্ঠস্বর শ্রুতিমধুর। এ গানের সঙ্গে তাঁর কন্ঠস্বরের মিল বেশি। এটা আমাদের মনে গভীর ছাপ ফেলেছে।
গানের কথা এমন :
'চুয়ান ছি' (শ্বাশত উপকথা)
ভীড়ের মাঝে হঠাত্ তোমায় দেখেছি
আমিতো তোমার সেই অবয়ব ভুলে যেতে পারি না
ভেবে যাই শুধু হয়তো আবার দেখা হবে,
তবু মনে হয় একাকী এ জীবনে তুমি যেন কত দূরে
কখনোবা মনে হয় তুমি যেন কত দূরে
কখনোবা তুমি আমার সামনে
কখনোবা তুমি আমার মনের পাতায়
আবার কখনোবা এই তুমি রয়েছো আমার হৃদয় জুড়ে
সত্যি বিশ্বাস করো, আগের জীবনে আমরা ছিলাম একসাথে
এবং তা আমাদের চিন্তা চেতনার পরিবর্তন ঘটাবে না
তোমাকে পাওয়ার জন্য আমি সারাটা জীবন অপেক্ষার প্রহর গুণবো
তবুও চলে যাবোনাকো দূরে।
ভীড়ের মাঝের সেই দেখাই হোক স্মৃতি অমলিন।
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |