লিউ রো ইংয়ের একটি সুন্দর ছদ্মনামও আছে। সেটি হল দুধ চা। ছদ্মনামের মতো তাঁর গানও মধুর ও মিষ্টি। "তোমাকে খুব ভালবাসি" গানটির মধ্যদিয়ে দুধ চায়ের সঙ্গে আমার পরিচয় হয়। "তোমাকে আনন্দ দেয়ার জন্য তোমার জন্য আমি একটা কাজ করতে চাই" গানের এই কথা শোনার সঙ্গে সঙ্গে আমার গানটি পছন্দ হয় এবং এর গায়িকাকে ভালবেসে ফেলি। আজকের অনুষ্ঠানে আপনারদের কাছে যে গানটির পরিচয় করিয়ে দিচ্ছি তার প্রতিটি বাক্য কবিতার মতো সুন্দর। প্রতিটি বাক্যে যেন একটা কাহিনী এবং আমাদের মনের কথা অন্তর্নিহিত রয়েছে। এ গানটির রোমান্টিক নাম "তুমিও এখানে"।
এটি একটি বিশেষ ধরনের গান। বিশেষ করে এর কথা ও সুর বিশেষ ধরনের। এর কথা চীনের বিখ্যাত লেখিকা চাং আই লিংয়ের একটি গদ্য কবিতা থেকে নেয়া হয়। গদ্য কবিতার কথা এমন: "যাকে তুমি দেখতে চাও কোটি কোটি মানুষের মধ্যে, তাকে দেখতে পেয়েছো। লাখ কোটি বছরের মধ্যে, দীর্ঘ সময়ের নির্জন বিশ্বে, ঠিক সময়ের মতো তোমার সঙ্গে দেখা হয়। অন্য কিছু কথা নেই, শুধু নিম্নস্বরে জিজ্ঞেস করি: 'ও, তুমিও এখানে?" তারপর এ রোমান্টিক বাক্য রচয়িতা ইয়াও ছিয়ানের গানের শিরোনামে পরিণত হয়। এটি একটি অনুসন্ধানের গান। এটা মানুষ অনুসন্ধান সম্পর্কিত নয় , বরং মানুষে মানুষে সম্পর্ক অনুসন্ধানী গান ।এরকমের সংগীতে শুধু লিয়ু রুও ইংর সুরই দরকার - এত সুন্দর, এমন অতুলনীয়।
1 2 3 4 5