Web bengali.cri.cn   
খেয়ালী বিশ্ব
  2010-09-07 16:21:58  cri

চীনের রক প্রিয় যুবদের কাছে মে ডে রক ব্যান্ড স্বপ্নের মতই প্রিয় । মে ডে হলো চীনের বিটলস । মে ডে রক ব্যান্ড দলটি পাঁচজন সদস্য নিয়ে গঠিত । এদের চারজন একই মাধ্যমিক স্কুলে পড়েছেন । এটি তাইওয়ানের নরমাল বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত উচ্চ মাধ্যমিক স্কুল । মাধ্যমিক স্কুলে পড়ার সময়ই তারা স্কুলের গীটার ক্লাবে যোগ দেয় । পরবর্তি সময়ে দলের সদস্যরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চলে গেলেও তারা একত্রে রেস্তোরাঁ ও পানালয়ে তাদের অনুষ্ঠান পরিবেশন করতে থাকেন । পরে ড্রাম বাদক কুয়ান ইয়ু তাদের সংগে যোগ দেয় । ১৯৯৭ সালের ২৯ মার্চ মে ডে রক ব্যান্ড আনুষ্ঠানিকভাবে গঠিত হয় । এ পর্যন্ত তারা সাতটি ষ্টুডিও এলবাম এবং একটি সংগৃহীত গানের এলবামসহ কনসার্টের বেশ কয়েকটি এলবাম বের করেছে । তারা বিশ্বের বিভিন্ন শহরেও তাদের অনুষ্ঠান পরিবেশন করেছে ।

মে ডে রক ব্যান্ড বিটলসের দ্বারা দারুণভাবে প্রভাবিত । তারা মনে করে রক মিউজিক এত শক্তিশালী যে, তা বিশ্বকে পাল্টে ফেলতে পারে । তারা তাদের গানের মধ্য দিয়ে ভালোবাসা ও শান্তির কথা প্রচার করছে । তাহলে এখন শুনুন মে ডে গ্রুপের গাওয়া "খেয়ালী বিশ্ব" গানটি । এটি তাদের প্রথম এলবাম থেকে নেয়া হয়েছে ।

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040