Web bengali.cri.cn   
সভ্য নাগরিক ও বিশ্ব শান্তি
  2010-09-06 14:20:08  cri
ভারত ও চীনের সম্পর্ক প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেছেন , এ বিষয়টি দু'দেশের এক বিলিয়ন অল্পবয়সী মানুষের সঙ্গে নিবিড়ভাবে সম্পর্কযুক্ত। এ সব অল্পবয়সীরা দেশপ্রেমিক এবং আবেগপ্রবন । বিশ্বের সকল সম্পদের মধ্যে অল্পবয়সীদের চিন্তাধারা হল সবচেয়ে প্রাণবন্ত সম্পদ । দু'দেশ এ সব সতেজ অল্পবয়সীদের জন্য গৌরব বোধ করে । দু'দেশের অল্পবয়সীরা শান্তিপূর্ণ , সমৃদ্ধশালী ও সুখী জীবন কাটাতে চায় । তাহলে দু'দেশের করনীয় কী ? চীনের আশা-আকাংক্ষা অনুযায়ী একটি সমৃদ্ধ ও সম্প্রীতিময় সমাজ গড়ে তোলা । এর পাশাপাশি খ্রীষ্টপূর্ব পঞ্চম শতাব্দিতে চীনের মহান সুধী ব্যক্তি কনফুসিয়াশের উপস্থাপিত ঐতিহ্যবাহী মূল্য বোধ উত্তরাধিকার সূত্রে গ্রহণ করা । ভারতের কার্যক্রম অনুযায়ী ২০২০ সালের মধ্যে সেদেশকে একটি অর্থনৈতিক উন্নত দেশ হিসেবে গড়ে তোলা এবং প্রাচীন সভ্যতার ঐতিহ্যকে আরো সম্প্রসারিত করা ।

সুখ , সম্প্রীতি ও সমাজের সমৃদ্ধি সংক্রান্ত কনফুসিয়াশ ও ভারতের প্রাচীন সুধী ব্যক্তির তত্ত্ব দু'দেশের সুধী ব্যক্তিদের বুদ্ধি ও চিন্তাধারার পরিচায়ক ।

দু'দেশের সুধী ব্যক্তিদের সুন্দর চিন্তাধারায় শান্তিপূর্ণ ও নিরাপদ বিশ্ব গড়ে তোলার ব্যাপারে দু'দেশের প্রকৃত মূল্যবান মূল্যবোধ প্রকাশ পেয়েছে । দু'দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৬০তম বার্ষিকী উপলক্ষে দু'দেশ এশিয়াসহ সারা বিশ্বের শান্তি ও সম্প্রীতি গড়ে তোলার ব্যাপারে আশা প্রকাশ করেছে ।

এ লক্ষ্য বাস্তবায়নের জন্য আমাদের একটি সভ্য সমাজের সৃষ্টি ত্বরান্বিত করতে হবে । এ সভ্য সমাজ গড়ে তুলতে হলে ন্যায় ও সত্ নাগরিকের প্রয়োজন । ১৭ বছরেরও কম বয়সী যুবক যুবতীর মধ্যে ঐতিহ্যবাহী মূল্যবোধের শিক্ষার ওপর গুরুত্ব দিতে হবে । অল্পবয়সীদের জন্য আস্থা একটি মানসিক শক্তি বলে মনে করা হয় । দারিদ্র্য সীমার নীচে যারা জীবনযাপন করছে , দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে তাদের সাহায্য করার ব্যাপারে দু'দেশই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে । দেশের জ্ঞান ও সম্পদ কাজে লাগানোর মাধ্যমে দেশের অভ্যন্তর এবং বিভিন্ন দেশ ও অঞ্চলের জনগণের উন্নয়নের ভারসাম্যহীনতা দূর এবং বিভিন্ন অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব হবে ।

দু'দেশের অল্পবয়সীরা যার যার দেশের নেতৃবৃন্দের পরিচালনায় বিশ্বের জন্য শান্তি , সমৃদ্ধি ও সুখী পরিবেশ গড়ে তোলার ব্যাপারে প্রচেষ্টা চালাচ্ছেন । (থান ইয়াও খাং)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040