|
' আশিমা' নামের কবিতাটি সানি উপজাতির ভাষায় রচনা করা হয় । এতে দীর্ঘকাল ধরে সংগ্রামের অনুশীলনে গড়ে ওঠা এ উপজাতির বীরত্ব ও বুদ্ধির প্রতিফলন ঘটেছে ।
কাব্যটির সারমর্ম হল সুন্দর ও দয়ালু আশিমা এবং সানি জাতির বীর ও বুদ্ধিমান তরুণ আহে ছোট বেলা থেকেই একে অপরকে ভালবাসেন । সম্প্রদায়ের সর্দার ইটপালার ছেলে আচির ছিল সুন্দরী আশিমার প্রতি লোলুপ দৃষ্টি । এক দিন ভেড়া চরানোর জন্য আহে অনেক দূরে চলে যায় । এ সুযোগে আশিমাকে অপহরণ করার জন্য আচি তার অনুসারীদের পাঠায় । এ খবর পেয়ে প্রিয় মেয়েকে উদ্ধার করার জন্য আহে দ্রুত দূর থেকে ফিরে আসেন । আচে ও আশিমাকে ধরার জন্য সর্দার ইটপালা ও তার ছেলে আচি রাস্তার পাশে লুকিয়ে থাকে । আহে ও আশিমা নদী পার হওয়ার চেষ্টা করে । তারা দু'জনকে হত্যা করার জন্য সর্দার ও তার ছেলে আচি নদীর বাঁধ ভেঙ্গে দিয়ে বন্যার পানি ঘুরিয়ে দেয় । ফলে আশিমা বাঁধের পানিতে ডুবে মারা যায় । আশিমা মরে যাওয়ার পর সেখানে একটি পর্বতশৃঙ্গে পরিণত হয় । সে সব সময় পাহাড়ে দাঁড়িয়ে দূরের স্বজনের দিকে তাকিয়ে থাকে।
গত শতাব্দির পঞ্চাশের দশকের প্রথম দিকে ' আশিমা' শিরোনামে দীর্ঘ কবিতা ইংরেজী , ফ্রান্স ,জার্মান , স্পেন , রাশিয়া , জাপান ও দক্ষিণ কোরীয় ভাষায় অনূদিত হয়ে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয় । জাপানে এ কবিতার আলোকে নাটক , সংগীত ও নৃত্যনাট্য এবং শিশু অপেরাও প্রচলিত হয়েছে । চীনে এ কাব্য ভিত্তিক ' আশিমা' নামের একটি চলচ্চিত্রও তৈরি হয়েছে ।
এখন 'আশিমা' নামের লোক কাহিনী সানি উপজাতির লোকজনের দৈনন্দিন জীবন ও তাদের আচার আচরণের একটি অপরিহার্য অংশ বলে অভিহিত করা হয় । (থান ইয়াও খাং)
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |