Web bengali.cri.cn   
চীনের চিয়াং সু প্রদেশের নান থুং শহরের নীল রঙের কাপড়
  2010-08-30 20:25:55  cri

আজ এ প্রতিবেদনে পূর্ব চীনের নান থুং শহরের নীল রঙের কাপড় সম্পর্কে আপনাদের কিছু বলবো । নান থুং শহরের নীল রঙের কাপড়ে রঙ করার কলাকৌশলের এখনো প্রচলন রয়েছে । এ কাপড় তৈরির জন্য হস্ত-চালিত বয়ন , বুনন ও রঙ করার কলাকৌশল প্রয়োজন । এ কাপড় মজবুত , দৈনন্দিন জীবনে বেশি ব্যবহার করা হয় এবং তার ডিজাইন ও নক্সা জনসাধারণের সমাদর পেয়েছে ।

নীল রঙের কাপড়ের নক্সা হল নীল রঙের পটভূমি , সাদা ফুল অথবা সাদা পটভূমি , নীল ফুল ।

নীল রঙের কাপড়ে নীল রঙের গাম্ভীর্য ও সাদা রঙের শান্ত পরিবেশ প্রকাশ পায় । সূতী কাপড়ের ওপরে যে নানা রঙের নক্সা তৈরি করা হয় , তাতে স্থানীয় বৈশিষ্ট্যসম্পন্ন ও ঘোরালো আচার আচরণ তুলে ধরা হয় ।

নান থুং শহরের নীল রঙের কাপড়ে রঙ করার জন্য সাধারনতঃ ফুল , পাখি , মাছ ও ফড়িংসহ বিভিন্ন প্রাণীর ডিজাইনের পদ্ধতি বাছাই করা হয় । এ সব নক্সায় ভিন্ন সময়ে মানুষের বিভিন্ন কৌতূহল ফুটে ওঠে । যেমন বাদুড় দিয়ে সৌভাগ্য ও সুখের প্রতি মানুষের বাসনা ব্যক্ত করা হয় । এটি চীনের সংস্কৃতির অসাধারণ ঐতিহ্যের সঙ্গে সংগতিপূর্ণ ।

নীল রঙের কাপড় হাতের কাজের মাধ্যমে তৈরি করা হয় । সুতরাং বিভিন্ন শ্রমিকের কাজ ও দ্রব্যও ভিন্ন । নীল রঙের কাপড় রঙ করার ব্যাপারে যার যার নৈপুণ্যও পরিলক্ষিত হয় ।

নান থুং শহরের নীল রঙের কাপড় তৈরির কলাকৌশল সংরক্ষণ এবং তা সম্প্রসারিত করার লক্ষ্যে চীনের একজন বিখ্যাত হস্তশিল্পী উ ইউয়ান সিং নীল রঙের কাপড় বিষয়ক একটি যাদুঘর তৈরি করেছেন । এ যাদুঘরে চীনের বৈচিত্র্যপূর্ণ নীল রঙের কাপড় সংলক্ষিত হয়েছে । এ যাদুঘরে গত চার পাঁচ শ' বছর ধরে অর্থাত্ মিং ও ছিং রাজবংশের আমলে চীনের এক হাজারেরও বেশি ধরনের নীল রঙের কাপড় এবং পণ্যদ্রব্য বিষয়ক ১০ হাজার ধরনের ডিজাইন ও নক্সাও প্রদর্শিত হচ্ছে ।

গত শতাব্দির চল্লিশের দশকের শেষ দিকে চীনে পাশ্চাত্যের কাপড় রঙ করার কলাকৌশলের প্রচলন শুরু হয় । ফলে নান থুং শহরের ঐতিহ্যবাহী নীল রঙের কাপড় রঙ করার কলাকৌশল ও কাজ ক্রমাগতভাবে কমে যায় । গত শতাব্দির আশির দশকে উত্তরাধিকার সূত্রে গ্রহণ করার জন্য নীল রঙের কাপড় পুনরায় মানুষের জীবনে ফিরে আসে ।

বর্তমানে ঐতিহ্যবাহী নীল রঙের কাপড় তৈরির কলাকৌশল আরো উন্নত ও সম্প্রসারিত হয়েছে । নতুন যুগের বৈশিষ্ট্য ও এ কাপড়ের বিষয়বস্তু আরো ব্যাপক হয়ে উঠেছে । (থান ইয়াও খাং)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040