|
这(zhè) 次(cì) 由(yóu) 国(guó) 家(jiā) 商(shāng) 务(wù) 部(bù) 主(zhǔ) 办(bàn) 的(de) 培(péi) 训(xùn) 项(xiàng) 目(mù) ,是(shì) 中(zhōng) 国(guó) 唯(wéi) 一(yī) 一(yí) 个(gè) 面(miàn) 向(xiàng) 发(fā) 展(zhǎn) 中(zhōng) 国(guó) 家(jiā) 的(de) 儿(ér) 科(kē) 技(jì) 术(shù) 援(yuán) 外(wài) 培(péi) 训(xùn) 班(bān) 。
অনুবাদ:
এশিয়া, আফ্রিকা, আমেরিকা ও ইউরোপের ১৬টি দেশের চিকিত্সা কর্মীরা হুনান প্রদেশের শিশু হাসপাতালে তিনমাসব্যাপী 'উন্নয়নশীল দেশগুলোর শিশুদের সংকটজনক রোগের নিরাময় সংক্রান্ত প্রশিক্ষণ' গ্রহণের পর ২১ আগস্ট সুষ্ঠুভাবে কোর্সটি শেষ করেছেন।
বর্তমানে হুনানে স্থাপিত শিশুচিকিত্সা আন্তর্জাতিক প্রশিক্ষণ প্রকল্প তিনবারে বিশ্বের ৩৫টি দেশের ১১০জনেরও বেশি চিকিত্সকদের পেশাগত প্রযুক্তির প্রশিক্ষণ দিয়েছে।
চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে এবারের প্রশিক্ষণ প্রকল্প হচ্ছে চীনের একমাত্র উন্নয়নশীল দেশগুলোর শিশুচিকিত্সা বিষয়ক প্রযুক্তি সংক্রান্ত বিদেশীদের দেয়া প্রশিক্ষণ কোর্স।
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |