Web bengali.cri.cn   
চীনের ঐতিহ্যবাহী কুও চেন নামের বাদ্যযন্ত্র
  2010-08-20 18:39:28  cri
    আজ এ প্রতিবেদনে চীনের বিখ্যাত প্রয়াত কুও চেন নামের বেহালার বিখ্যাত প্রয়াত বাদক ও শিক্ষাবিদ চাও ইয়্যু চেই সম্পর্কে আপনাদের কিছু বলবো ।

    চাও ইয়্যু চেই একজন লোক শিল্পী ছিলেন । ১৯৪৯ সালে নয়া চীন প্রতিষ্ঠিত হবার পর তিনি সংগীত ইনস্টিটিউটে অধ্যাপনার কাজে নিয়োজিত ছিলেন । তিনি লোক সংগীতের মাধ্যমে প্রকৃতি ও বসন্তকালের প্রাণবন্ত পরিবেশ বর্ণনা করেছেন । এর মাধ্যমে তার আনন্দময় মনের প্রতিফলন ঘটানো হয়েছে ।

    চাও ইয়্যু চেই 'কুও চেন বেহালা' বাজানোর ব্যাপারে নিরন্তরভাবে নতুন কলাকৌশল খুঁজে বের এবং উদ্ভাবনের চেষ্টা চালিয়ে গেছেন । তিনি এ বাদ্যযন্ত্র বাজানোর কলাকৌশল আরো বৈচিত্র্যপূর্ণ করে তোলেন । এ ছাড়াও তিনি এ বাদ্যযন্ত্র সংস্কারের ব্যাপারেও প্রচুর সাফল্য অর্জন করেছেন । আগে কুও চেন বাদ্যযন্ত্রের শুধু ১৬টি তার ছিল । তাই এ বাদ্যযন্ত্রে বাজানো সংগীতের সুর একটু দুর্বল ছিল এবং এ সব তারের মধ্যে কোন পরিবর্তনও করা যেতো না । এ বাদ্যযন্ত্র দিয়ে আধুনিক সংগীতের সুর বাজানো খুব কঠিন ছিল । বাদ্যযন্ত্রটি সংস্কারের জন্য শিল্পী চাও ইয়্যু চেই বাদ্যযন্ত্রের কাঠামো এবং তারের সংখ্যা বাড়ানোর চেষ্টা করেন । ফলে ২১টি তারযুক্ত প্রথম কুও চেন বাদ্যযন্ত্র তৈরি করা হয় । পরে তিনি অন্যান্য বাদকদের সঙ্গে সংগীতের সুর পরিবর্তনের মাধ্যমে কুও চেন বাদ্যযন্ত্রও আবিষ্কার করেন । নতুন বাদ্যযন্ত্রটি কুও চেন বাদকদের প্রশংসা অর্জন করে ।

    চাও ইয়্যু চেই 'প্রচুর ফসলের উদযাপন' নামের যে লোক সংগীত তৈরি এবং তা পরিবেশন করেছেন , তাতে কৃষিতে প্রচুর ফসল পাওয়া কৃষকদের আনন্দপূর্ণ মন এবং সুন্দর জীবনযাপনের প্রতি তাদের বাসনার কথা বর্ণনা করা হয়েছে । এ লোক সংগীত বাজানোর জন্য নানা রকম কলাকৌশল ব্যবহার করা হয়েছে । এ সংগীতের সুর আতশ বাজি পোড়ানো এবং ঢোল বাজানোর জাঁকজমকপূর্ণ পরিবেশে পরিপূর্ণ হয়ে উঠেছে ।

    এ সংগীতের সুর প্রবর্তিত হবার পর ব্যাপক দর্শকদের সমাদর পেয়েছে । এখন এ সংগীতকে চীনের কুও চেন বাদ্যযন্ত্রের প্রসিদ্ধ সংগীত সংগ্রহে অন্তর্ভুক্ত করা হয়েছে । এ সংগীতের সুরের সফল তৈরি ও পরিবেশনে শিল্পী চাও উয়্যু চেই-এর কাজের উত্সাহ দানে আরো উদ্বুদ্ধ করা হয়েছে । এর পর তিনি 'শান্তি নৃত্য' ও 'নয়া চীনের দশম প্রতিষ্ঠা বার্ষিকী'সহ কয়েক ডজন সংগীতও রচনা করেছেন । বর্তমানে তার রচিত 'কুও চেন বাদ্যযন্ত্রের সংগীত সংগ্রহও' প্রকাশিত হয়েছে । (থান ইয়াও খাং)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040