|
'প্রজাপতি সংগীত' কুয়াং শি'র হো চৌ শহরের ইয়াও জাতি অধ্যুষিত অঞ্চলে ব্যাপকভাবে প্রচলিত রয়েছে । এ সংগীত ইয়াও জাতির অল্প বয়সীদের মধ্যে বিশেষভাবে জনপ্রিয় । অতিথিদের স্বাগত জানানোর সময় এ সংগীত অনেক ব্যবহার করা হয় ।
ইয়াও জাতির আচার-আচরণ অনুযায়ী অতিথিদের স্বাগত জানানো ও আমন্ত্রণ জানানো এবং তাদেরকে বিদায় জানানোর সময় এ সংগীত পরিবেশন করা হয় । এ সব বৈচিত্র্যপূর্ণ ' প্রজাপতি সংগীতে' ইয়াও জাতির দীর্ঘকালীন ও ঐতিহ্যবাহী সংস্কৃতি এবং হো চৌ শহরের সবুজ পাহাড় ও স্বচ্ছ নদ-নদীর পানিভিত্তিক দূষণমুক্ত পরিবেশ প্রকাশ পেয়েছে ।
' প্রজাপতি সংগীত' কুয়াং শি'র ফু ছুয়ান ইয়াও জাতির একটি প্রতিকী লোক সংগীত । এ লোক সংগীত স্থানীয় ভাষায় পরিবেশন করা হয় । এতে এ জাতির আচার-আচরণ ও জীবনযাপনের বৈচিত্র্য তুলে ধরা হয়েছে ।
ঐতিহাসিক তথ্য অনুযায়ী 'প্রজাপতি সংগীতও' ইয়াও জাতির অন্যতম লোক সংগীত । এ জাতির লোকদের ধর্মীয় অনুষ্ঠানে উপাসনা , বিয়ে ও অতিথিদের স্বাগত জানানোসহ নানা রকম আনন্দপূর্ণ কর্মসূচিতে এ লোক সংগীত ব্যাপকভাবে ব্যবহার করা হয় । এ সংগীতের মাধ্যমে অল্পবয়সীদের মধ্যে নিজেদের ভালবাসা ও প্রেমের বাসনাও ব্যক্ত করা হয় । বহু বছর ধরে এ সংগীত প্রবর্তনের পাশাপাশি ইয়াও জাতির আচার-আচরণ , উত্পাদন ও লোক সংস্কৃতি বিষয়ক বেশ কিছু মূল্যবান ঐতিহাসিক তথ্যও সংরক্ষিত হয়েছে । দেশ-বিদেশের লোকজন এ সংগীতকে ইয়াও জাতির সংস্কৃতির কাব্য বলে অভিহিত করেছেন ।
২০০৯ সালের মে মাসে হো চৌ শহরের 'প্রজাপতি সংগীত' চীনের রাষ্ট্রীয় অবস্তুগত সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে । এ আঞ্চলিক অপেরার ব্যাপক উন্নয়নের ভবিষ্যত্-সম্ভাবনা দেখা দিয়েছে । 'প্রজাপতি সংগীত'-এর শিল্পীরা ইয়াও জাতির এ মূল্যবান সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা ও উত্তরাধিকার সূত্রে গ্রহণ করতে দৃঢ়প্রতিজ্ঞ । (থান ইয়াও খাং)
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |