|
তিব্বতী ভাষায় তিব্বতী অপেরাকে ' আচিরাম' বলা হয় । এর অর্থ 'দেবী বোন' । জানা গেছে , প্রথমে তিব্বতী অপেরার শিল্পীরা ছিলেন শুধু মেয়েরা । এ অপেরার বিষয় হল বৌদ্ধ ধর্মের গ্রন্থ বিষয়ক কাহিনী । তিব্বতী অপেরার প্রচলন হয় অষ্টম শতাব্দিতে তিব্বতী জাতির ধর্মীয় শিল্পকলা থেকে । সপ্তদশ শতাব্দি থেকে এ অপেরা মন্দিরের ধর্মীয় অনুষ্ঠান থেকে পৃথক করা হয় । এ অপেরা পরিবেশনের সময় গান গাওয়ার সঙ্গে সঙ্গে নৃত্য ও কবিতা আবৃত্তি করা হয় ।
তিব্বতী অপেরা যাতে আরো ভালভাবে উত্তরাধিকার সূত্রে গ্রহন করা যায় , সেজন্য ২০০৮ সালে তিব্বত বিশ্ববিদ্যালয়ের শিল্পকলা ইনস্টিটিউটে তিব্বতী অপেরার প্রশিক্ষণ কোর্সের প্রবর্তন করা হয় । এর ফলে বিশ্ববিদ্যালয়ের অনেক বেশি ছাত্রছাত্রী তিব্বতী অপেরার শিল্পীতে পরিণত হতে পেরেছেন। আগে তিব্বতী অপেরার শিল্পী প্রশিক্ষণের জন্য শিষ্যকে গুরুদের শেখানোর ব্যবস্থার প্রচলন ছিল । এ পদ্ধতিতে অভিনেতা-অভিনেত্রীদের প্রশিক্ষণের জন্য বেশি সময় লাগতো । বিশ্ববিদ্যালয়ে তিব্বতী অপেরার প্রশিক্ষণ কোর্স চালু করার ওপর এখন অগ্রাধিকার দেয়া হয়েছে ।
তিব্বতী অপেরার শিল্পী হতে হলে অভিনেতা ও অভিনেত্রীদের কন্ঠস্বর ও দেহের গঠনের ওপর বেশি গুরুত্ব দিতে হয় । সুতরাং সপ্তাহে ছাত্রছাত্রীদের জন্য সাধারণ ক্লাস ছাড়া কন্ঠস্বর ও শারীরিক গঠন চর্চা বিষয়ক ১০টি ক্লাসের ব্যবস্থা করা হয় ।
চীনের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী অপেরা হিসেবে তিব্বতী অপেরা সুরক্ষা এবং তাকে বিকশিত করা প্রয়োজন । বর্তমানে তিব্বতী অপেরার অধিকাংশ পুরানো শিল্পীই বয়স্ক । তাই এ অপেরা সুরক্ষা ও উত্তরাধিকার হিসেবে গ্রহণ করার জন্য নতুন অভিনেতা- অভিনেত্রীদের প্রশিক্ষণ দেয়া খুবই জরুরী । (থান ইয়াও খাং)
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |