|
এতক্ষণ আপনারা যা শুনেছেন , তা চীনের তাইওয়ানের লুং মেন গিটার বাদক দলের বাজানো জার্মানীর একটি লোক সংগীতের সুর । এ সংগীতের ভিত্তি হলো ফ্রান্সের একটি লোক নৃত্য সংগীত । সপ্তদশ শতাব্দির মাঝামাঝি সময় এ সংগীত অপেরা ও নৃত্য নাট্যের সঙ্গে ব্যবহার করা হতো । পরবর্তীতে ফ্রান্স ও জার্মানীতে এ সংগীত ব্যাপকভাবে প্রচার করা হয় । এ সংগীত সংস্কার করার পর তা আরো স্বতস্ফূর্ত ও প্রাণবন্ত হয়ে ওঠে । এর মাধ্যমে ইউরোপের গ্রামাঞ্চলে অবসর সময়ে কৃষকদের নাচ গান পরিবেশনের আনন্দপূর্ণ পরিবেশকে ফুটিয়ে তোলা হয়েছে ।
তাইওয়ানের লু মেন গিটার বাদক দল গঠিত হয় ১৯৮৭ সালে । এটা তাইওয়ানের অন্যতম শ্রেষ্ঠ বাদক দল । বাদক দলের প্রতিষ্ঠাতা চুয়াং উই রেন ছিলেন তাইওয়ানের একজন বিখ্যাত গিটার শিল্পী ও শিক্ষাবিদ । তিনিসহ তা দলে চার -পাঁচ জন বিখ্যাত বাদক ছিলেন তাইওয়ানের প্রবীণ গিটার শিল্পী । তারা বাদক দলে যথাক্রমে গিটারের উচ্চ , মধ্যম ও নিম্ন স্বরের সুর বাজানোর কাজ করতেন ।
এতক্ষণ আপনারা যা শুনেছেন , তা হলো লুং মেন বাদক দলের বাজানো পশু খামার নামের চেকস্লোভাকিয়া প্রজাতন্ত্রের একটি লোক সংগীতের সুর । এ মধুর সংগীতের সুরে গ্রামীন জীবনের সুন্দর পরিবেশ ফুটে উঠেছে ।
লুং মেন গিটার বাদক দল গঠিত হওয়ার পর থেকে গিটারের প্রতি ভালবাসা , বাজানোর নৈপুণ্য এবং বিভিন্ন সদস্যের স্বাভাবিক সহযোগিতার কারণে এ দলের সম্প্রীতি ও একাকার বৈশিষ্ট্যপূর্ণ হয়ে ওঠে । এ বাদক দলের সদস্যরা স্পেনের লোক সংগীত , আকর্ষণীয় লাতিন সংগীত ও গ্রীসের প্রাচীন সংগীতের সুর বাজাতে পারদর্শী । তাদের বাজানো 'পিকনিক' নামের ব্রিটিশ লোক সংগীতে উপকন্ঠে পিকনিক আয়োজনের জন্য শহরের একটি পরিবারের সদস্যরা খুব সকালে ঘুম থেকে ওঠা এবং খাওয়া দাওয়ার প্রস্তুতি নিয়ে ব্যস্ত থাকার পরিবেশ তুলে ধরা হয়েছে । এ সংগীতের সুর আনন্দঘন এবং রসিকতাপূর্ণ । এ সংগীতের সুরে প্রকৃতির সৌন্দর্য , মানুষ ও প্রাণীর কোলাহলপূর্ণ আওয়াজও ফুটে উঠেছে । এতে মানুষ ও প্রকৃতির মধ্যকার সম্প্রীতিও ফুটে উঠেছে । (থান ইয়াও খাং)
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |