|
ই মিন চিং রেনের কাহিনী হচ্ছে উপদেষ্টা ছুন ইউ কুনের রাজাকে পরামর্শ দেওয়ার কাহিনী ।
ছি ওয়েই ওয়ান হলেন ছি রাজ্যের একজন নতুন রাজা । তিনি যখন রাজপুত্র ছিলেন , তখন তিনি এক পরিশ্রমী লোক । তখন তিনি শুধু জ্ঞানার্জন করেন না , দেশশাসনের কথাও চিন্তা করতেন । তিনি আশা করেন , রাজার হওয়ার পর তার শাসনাধীনে ছি রাজ্য একটি বড় ও শক্তিশালী দেশ হবে । কিন্তু রাজা হওয়ার পর ছি ওয়েই ওয়ান আবিষ্কার করলেন , রাজার ক্ষমতা ও জীবনের সুযোগসুবিধা রাজপুত্রের চেয়ে অনেক বেশী । প্রতিদিন রাজপ্রাসাদে তিনি মন্ত্রীদের আদেশ দেন , বাসায় ফিরে তিনি সবচেয়ে সুস্বাদু খাবার খেতে পারেন এবংসুন্দর সুন্দর মেয়ের সেবা পান । তাই ছি ওয়েই ওয়ান ধীরে ধীরে এই ধরনের আরামদায়ক জীবনে থাকতে অভ্যস্ত হন , দেশকে শক্তিশালী করার কথা প্রায় ভুলে গেলেন ।
দু বছর পরছি ওয়েই ওয়ানপ্রতিদিন মদ খান ও শিকার করতে যান । রাজ্য শাসনের দায়িত্ব তিনি মন্ত্রীদের দেন ।রাজাদেশশাসনের কোনো কাজ করেন না দেখে মন্ত্রীদের মধ্যে দুনীর্তি ক্রমেই গুরুতর আকার ধারণ করে , ছি রাজ্য ক্রমেই দুর্বল হয় । প্রতিবেশী রাজ্যগুলো এই সুযোগে ছি রাজ্যের বিরুদ্ধে আক্রমন করে । দেশের এই অবস্থা দেখে সত্ কর্মচারী ও সাধারণ অধিবাসী উদ্বেগ প্রকাশ করেন , তবে তাদের রাজার কাছে উপদেশ দেয়ার সাহস নেই । তারা ভয় করেন , রাজা তাদের অভিযোগ শুনে তাদের শাস্তি দেবেন।
ছি রাজ্যে একজন উপদেষ্টার নাম ছুন ইউ কুন । তিনি কথা বলতে পটু । তিনি মজার মজার কথা বলে অন্যদের সঙ্গে তর্ক করতে পারেন । তিনি শুনেছেন রাজা ছি ওয়েই ওয়ান নিজের বুদ্ধি দেখানোর জন্য মজার মজার উপমার কথা শুনতে ও বলতে পছন্দ করেন , তাই তিনি রাজাকে পরামর্শ দেয়ার সুযোগ খুঁজে বের করার সিদ্ধান্ত নিলেন ।
একদিন উপদেষ্টা ছুন ইউ কুন রাজা ছি ওয়েই ওয়ানকে দেখে তাকে বললেন , মহারাজা, আমার একটি ধাধা আপনি শুনতে চান ? ছি ওয়েই ওয়ান জিজ্ঞেস করেন , কিসের ধাধা , তাড়াতাড়ি বলো ।
ছুন ইউ কুন বললেন , একটি রাজ্যের একটি বড় পাখি রাজপ্রাসাদে থাকে । এই বড় পাখি রাজপ্রাসাদে তিন বছর ডানা মেলে উঠে না , কিচির মিচিরও করে না , শুধু পাখা গুটিয়ে বসে থাকে । আপনি বলুন এটা কি পাখি ?
ছি ওয়েই ওয়ান তার কথা শুনেই বুঝতে পেরেছেন যে ছুন ইউ কুন নিজেকে সেই বড় পাখিউপমা করে অভিযোগ করছেন যে রাজা হিসেবে নিজে দেশের জন্য কিছুই করছেন না । ছি উয়েই ওয়ানএই ধাধার উত্তর দেওয়ার কথা চিন্তা করতে শুরু করেন ।
অনেকক্ষন চিন্তা করে ছি ওয়েই ওয়ান ছুন ইউ কুনকে বললেন , আপনি জানেন না , এই বড় পাখি এখন উড়ছে না , কিন্তু এই বড় পাখি একবার উড়লেউচু আকাশে উঠবে । এখন পাখিটি মুখ বন্ধ করে থাকছে , কিন্তু ডাকলে সবাইকে অবাক করবে । আমার কথা আপনি বিশ্বাস করেন ?
এই সময় থেকে ছি ওয়েই ওয়ান নিজের দোষ চিন্তা করতে শুরু করেন এবং সক্রিয়ভাবে দেশের অবস্থা পরিবর্তনের সিদ্ধান্ত নিলেন । তিনিদেশের শাসন ব্যবস্থা পরিবর্তনের চেস্টা করেন । তিনি যোগ্য কর্মকর্তাদের পুরস্কার আরদুনীর্তিপরায়ন কর্মাকর্তাদের শাস্তি দেয়ার ব্যবস্থা নেন । তার পর তিনি ছি রাজ্যের সৈন্যবাহিনীতে শুদ্ধিকরণ অভিযান চালান , ফলে রাজ্যের সামরিক শক্তি বিপুল পরিমানে বৃদ্ধি পায় । এই সব ব্যবস্থা নেওয়ার পর ছি রাজ্যের অবস্থার আমূল পরিবর্তন হয়েছে । যে সব দেশ ছি রাজ্যের বিরুদ্ধে আক্রমণ চালাতে চায় , সেই সব রাজ্যের রাজারা ছি রাজার কথা শুনে অবাক হয়ে বলেন , ছি ওয়েই ওয়ান সত্যিই একটি বড় পাখি ।ডাক না দিলে শান্তখভাবে বসে থাকেন , ডাকলে সবাইকে অবাক করেন ।
প্রবাদ ' ই মিন চিং রেন '-এর আক্ষরিক অর্থ হলো ডাক দিয়ে সবাইকে অবাক করে ।এই প্রবাদ এই অর্থও বহন করে যে একজন মানুষ নিজের দক্ষতাকাজে লাগানোর চেষ্টা করলে অসাধারণ কীর্তি স্থাপন করতে পারে ।
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |