|
মঙ্গেলীয় ভাষায় ' উলিকর' শব্দটার অর্থ গল্পের আসর । এ গল্পের আসর পরিবেশনের সময় মঙ্গোলীয় ভাষা ব্যবহার করা হয় এবং গল্প শোনানোর পাশাপাশি চার তারযুক্ত বেহালায় সংগীত বাজানো হয় । মঙ্গোলীয় জাতির প্রাচীন ঐতিহ্য অনুযায়ী 'উলিকর' অপেরা পরিবেশনের জন্য একজন একটি বেহালা বাজানো । গল্প শোনানোর সঙ্গে সঙ্গে সংগীত বাজানো হয় ।
'উলিকর' নামের স্থানীয় অপেরার শিল্পীদের 'হুরসিং' বলা হয় । বিস্তীর্ণ তৃণভূমিতে 'হুরসিং'এর মতো উদার অপেরা সৃষ্টি করা হয় ।
'উলিকর'নামের অপেরা মঙ্গোলীয় ভাষায় পরিবেশন করা হয় । কয়েক দশক আগে কররোস তৃণভূমিতে চীনের অন্যান্য অঞ্চলের হান জাতির বেশ কিছু মানুষ স্থানান্তরিত হয় । সুতরাং এ তৃণভূমিতে এখন মঙ্গোলীয় ভাষা ও হান ভাষা দু'টোই ব্যবহার করা হয় । দু' জাতির লোকজন সম্প্রীতির সঙ্গে বসবাস করছেন ।
'উলিকর' অপেরার বিষয়বস্তু খুবই প্রচুর । এ সব বিষয়বস্তু ইতিহাস ও লোক কাহিনী থেকে এসেছে ।
গত শতাব্দির পঞ্চাশের দশকের পর মঙ্গোলীয় জাতির অধিক থেকে অধিকতর পশুপালক পরিবারের লোকজনের স্থানান্তরের ফলে দর্শকের সংখ্যা ক্রমাগতভাবে কমে যাচ্ছে । 'উলিকর' নামের অপেরার শিল্পীদের সংখ্যাও বেশি হ্রাস পেয়েছে । এ প্রাচীন অপেরা বিলুপ্তির সম্মুখীন হচ্ছে ।
১৯৫৮ সাল থেকে অন্তঃর্মঙ্গোলিয়ায় 'উলিকর' নামের অপেরা উত্তরাধিকার সূত্রে গ্রহণ এবং তা রক্ষা করার অভিযান চালিয়ে যাচ্ছে ।
গত ৫০ বছর ধরে তথ্য সংগ্রহের মাধ্যমে কররোস তৃণভূমিতে রূপকথা ভিত্তিক বিপুল সংখ্যক কাহিনী রচনা করা হয়েছে ।
একবিংশ শতাব্দি শুরু হওয়ার পর এ তৃণভূমিতে 'উলিকর' নামের অপেরা নিয়ে সংস্কার চালানো হয়েছে । কররোস মঙ্গোলীয় জাতি স্বায়ত্তশাসিত অঞ্চলের সংস্কৃতি বিভাগের উদ্যোগে ' উলিকর' নামের ২ শ'রও বেশি অনুষ্ঠান এবং ১১০টি লোক সংগীত রচিত হয়েছে । (থান ইয়াও খাং)
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |