Web bengali.cri.cn   
চীনে দড়াবাজি
  2010-07-16 10:14:41  cri

হোনান প্রদেশের পু ইয়াং শহর চীনের দড়াবাজির সূতিকাগার বলে আখ্যায়িত করা হয় । সুন্দর নৈপুণ্য ও অসাধারণ বৈশিষ্ট্যসম্পন্ন পু ইয়াং শহরের দড়াবাজিতে দেশ-বিদেশের দর্শকদের কাছে চীনের ঐতিহ্যবাহী সংস্কৃতির অফুরন্ত প্রাণশক্তির প্রকাশ পেয়েছে ।

হোনান প্রদেশের পু ইয়াং শহরের তুং পেই চুয়াং নামের একটি গ্রাম যুগ যুগ ধরে দড়াবাজি চর্চা করে আসছে বলে সুবিদিত । এ গ্রামে দড়াবাজি চর্চা খুব জনপ্রিয় হয়ে উঠেছে । কৃষি জমির পাশে এবং কৃষকদের বাড়ির সামনে ও পেছনের উঠানে যেখানে সেখানে দড়াবাজি চর্চার স্থান হিসেবে ব্যবহার করা হয় । দড়াবাজির কৌশল নিয়ন্ত্রণ করতে হলে মানুষের ছোট বেলা থেকেই চর্চা করা প্রয়োজন ।

গ্রামটিতে দড়াবাজি চর্চার জন্য একটি বিশাল ভবন নির্মাণ করা হয়েছে । এ গ্রামের প্রধান লিউ ছুন ই বলেন ,

এ গ্রামের লোকসংখ্যা ২ হাজার ২শ'আটচল্লিশ । এর মধ্যে দড়াবাজিকে পেশা ও চাকরি হিসেবে নিয়ে যারা বাইরে গেছেন , তাদের সংখ্যা ৩ শ' । তাদের প্রত্যেকেই বছরে ৬০ হাজার থেকে ৭০ হাজার ইউয়ান আয় করতে পারছেন । গ্রামের পশ্চিম দিকে একটি বিদ্যালয় আছে । এ বিদ্যালয়ে দড়াবাজির কৌশল উত্তরাধিকার সূত্রে গ্রহণের জন্য দড়াবাজি প্রশিক্ষণের জন্য একটি বিশেষ প্রশিক্ষণের কোর্স তৈরি করা হয়েছে ।

২০০৮ সালে তুং পেই চুয়াং রাষ্ট্রীয় অবস্তুগত সাংস্কৃতিক উত্তরাধিকার বিষয়ক চীনের দ্বিতীয় দফা নামের তালিকায় একে অন্তর্ভুক্ত করা হয় । ২০০৯ সালে চীনের দড়াবাজি সমিতির উদ্যোগে পু ইয়াং শহরকে ' চীনের দড়াবাজির সূতিকাগর নাম রাখা হয় । তুং পেই চুয়াং গ্রামে যুগ যুগ ধরে সপরিবারে দড়াবাজি চর্চা করার ঐতিহ্য চালু করা হয় ।

হোনান প্রদেশের লোক শিল্পী সমিতির সদস্য থিয়ান চ্যু ছাং বলেন ,

১৯৪৯ সালে নয়া চীন প্রতিষ্ঠা বিশেষ করে সংস্কার ও উন্মুক্ততা চালু হওয়ার পর দড়াবাজির কৌশল জনপ্রিয় করে তোলার জন্য তুং পেই চুয়াং গ্রামের বেশ কিছু দড়াবাজ বাইরের বিভিন্ন অঞ্চলে গেছেন । এ সব শিল্পীর সাহায্যে সি ছুয়াং , ছুং ছিং , সানসি , কানসু ও তিব্বতসহ বিভিন্ন অঞ্চলে দড়াবাজি দলও গঠন করা হয়েছে ।

৬৫ বছর বয়সী চাও হুয়া পু ইয়াং শহরের এক বিখ্যাত প্রবীণ দড়াবাজ । গত শতাব্দির পঞ্চাশের দশক থেকে তিনি পেশাদার দড়াবাজি চর্চা শুরু করেন ।

২০০৫ সালে চাও হুয়ার পরিচালনায় হোনান প্রদেশের প্রথম বেসরকারী দড়াবাজি গোষ্ঠী গঠিত হয় । দড়াবাজির কৌশল সম্প্রসারণ এবং আয় করার জন্য এ গোষ্ঠীর উদ্যোগে শিল্পীরা বিভিন্ন দেশে দড়াবাজি অনুষ্ঠান পরিবেশন করে থাকেন । এ পর্যন্ত পু ইয়াং শহরে ৩০টিরও বেশি দড়াবাজি শিল্পী দল গঠিত হয়েছে । এখন ২০ হাজারেরও বেশি লোক দড়াবাজি পেশায় নিয়োজিত আছেন । (থান ইয়াং খাং)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040