|
穆(mù) 巴(bā) 拉(lā) 克(kè) 当(dàng) 天(tiān) 和(hé) 法(fǎ) 国(guó) 总(zǒng) 统(tǒng) 萨(sà) 科(kē) 齐(qí) 会(huì) 谈(tán) 后(hòu) 对(duì) 媒(méi) 体(tǐ) 说(shuō) ,目(mù) 前(qián) 巴(bā) 以(yǐ) 间(jiàn) 接(jiē) 谈(tán) 判(pàn) 正(zhèng) 在(zài) 进(jìn) 行(xíng) ,将(jiāng) 这(zhè) 一(yī) 问(wèn) 题(tí) 提(tí) 交(jiāo) 给(gěi) 联(lián) 合(hé) 国(guó) 安(ān) 理(lǐ) 会(huì) "为(wéi) 时(shí) 尚(shàng) 早(zǎo) ",还(hái) "不(bù) 成(chéng) 熟(shú) "。如(rú) 果(guǒ) 间(jiàn) 接(jiē) 谈(tán) 判(pàn) 失(shī) 败(bài) ,到(dào) 时(shí) 再(zài) 考(kǎo) 虑(lǜ) 是(shì) 否(fǒu) 此(cǐ) 问(wèn) 题(tí) 应(yìng) 提(tí) 交(jiāo) 联(lián) 合(hé) 国(guó) 安(ān) 理(lǐ) 会(huì) 解(jiě) 决(jué) 。
বর্তমানে ফিলিস্তিন ও ইসরাইল সমস্যা জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উত্থাপন করার সময় আসে নি। মিসরের প্রেসিডেন্ট মুহাম্মদ হোসনী মুবারক ৫ জুলাই প্যারিসে এ কথা বলেছেন।
এ দিন ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলাস সার্কোজির সঙ্গে বৈঠক শেষে মুবারক তথ্য মাধ্যমকে বলেছেন, বর্তমানে ফিলিস্তিন ও ইসরাইলের মধ্যে পরক্ষো আলোচনা চলছে। এ সমস্যা এখন জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উত্থাপনের সময় হয় নি। যদি এ পরক্ষো আলোচনা ব্যর্থ হয়, তখন এ সমস্যা উত্থাপন করার বিষয় বিবেচনা করা হবে।
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |