Web bengali.cri.cn   
চীনের ঐতিহ্যবাহী স্নাফ বোতলের চিত্রাঙ্কন শিল্পকলা
  2010-07-05 20:43:50  cri

আজ এ প্রতিবেদনে চীনের একটি বিশেষ হস্তশিল্প চিত্রাঙ্কন কলাকৌশল সম্পর্কে আপনাদের কিছু বলবো । এ শিল্পকলা এমন একটি শিল্পকলা , যার মাধ্যমে স্নাফ বোতলের ভেতরে চিত্রাঙ্কন করা হয় । এটাও চীনের একটি ঐতিহ্যবাহী শিল্পকলা । কাঁচ , স্ফটিক ও তৈলস্ফটিক দিয়ে তৈরি করা হয় । বাইরের দিক থেকে ভেতরে তাকালে স্নাফ বোতলকে খুবই সুন্দর ও রঙিন মনে হয় । চীনের সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে উত্তর চীনের হোপেই প্রদেশের হেং সুই শহরকে চীনের স্নাফ বোতলের চিত্রাঙ্কন শিল্পকলার জন্মস্থল বলে নিধারণ করা হয়েছে । ২০০৬ সালে এ শহরের স্নাফ বোতলের চিত্রাঙ্কন শিল্পকলাকে রাষ্ট্রীয় অবস্তুগত সাংস্কৃতিক উত্তরাধিকার বিষয়ক চীনের প্রথম দফা তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে । এ শহরের স্নাফ বোতলের চিত্রাঙ্কন শিল্পকলার অন্যতম প্রতিষ্ঠাতা ওয়াং সিয়ে সানকেও এ শিল্পকলার উত্তরাধিকারী বলেও নির্বাচন করা হয়েছে ।

ওয়াং চি ইউং ওয়াং সিয়ে সানের ছেলে । বাবার উত্সাহে তিনি ছোট বেলা থেকেই স্নাফ বোতল চিত্রাঙ্কন শিল্পকলার গুরুত্ব সম্পর্কে জানতে পেরেছেন । চীনের স্নাফ বোতলের চিত্রাঙ্কন শিল্পকলা শুরু হয় ১৬১৬ থেকে ১৯১১ শতাব্দে ছিং রাজবংশের আমলের মাঝামাঝি সময়ে । বৈশিষ্ট্যের দিক থেকে স্নাফ বোতলের চিত্রাঙ্কন শিল্পকলাকে পেইচিং , হোপেই , সানতুং ও কুয়াংতুং-এ ৪টি ভাগে বিভক্ত করা হয় । প্রথমে এ চিত্রাঙ্কনের ব্যাপারে প্রধানতঃ চীনের ঐতিহ্যবাহী চিত্রাঙ্কন নৈপুণ্য কাজে লাগানো হতো । পরে বিখ্যাত শিল্পী ওয়াং সিয়ে সানের উদ্যোগে এ চিত্রাঙ্কনের ক্ষেত্রে পাশ্চাত্য তৈল চিত্রাঙ্কনের কৌশল গ্রহণও শুরু হয় । ফলে চীনের এ ঐতিহ্যবাহী চিত্রাঙ্কন শিল্পকলা ব্যাপকভাবে সম্প্রসারিত হয়েছে ।

হোপেই প্রদেশের হেং সুই স্নাফ বোতলের চিত্রাঙ্কন শিল্পকলার প্রতিষ্ঠাতা ওয়াং সিয়ে সান সারা জীবনে ২ হাজারেরও বেশি চিত্রাঙ্কন করেছেন । তার বেশির ভাগ চিত্র কর্ম দেশ-বিদেশের বিভিন্ন যাদুঘরে সংরক্ষিত রয়েছে ।

গত কয়েক বছরে হেং সুই জেলার স্নাফ বোতলের চিত্রাঙ্কন শিল্পকলা ব্যাপকভাবে প্রসারিত হয়েছে । এখন এ শহরের ৮ হাজারেরও বেশি শিল্পী এ হস্তশিল্পের কাজে নিয়োজিত রয়েছেন । তারা দেশের জন্য প্রতি বছর ১ বিলিয়ন ইউয়ান আয় করে থাকেন । এতে এ শিল্পকলা অবস্তুগত সাংস্কৃতিক উত্তরাধিকার সুরক্ষার ক্ষেত্রে আরো বেশি উত্তরাধিকার ও রক্ষা পেয়েছে । (থান ইয়াও খাং)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040