Tuesday Apr 8th   2025 
Web bengali.cri.cn   
অনমনীয়
  2010-12-03 17:01:36  cri

মনে করি আমি আর এ বিশ্বটা ভিন্ন, তারপরও

আমি একবারও নতি স্বীকার করি নি, কখনোই করবো না,

আমি যদি আমার আদর্শকে বিসর্জন দেই বা নিজের সাথে প্রতারণা করি

কেউ আমাকে হয়তো ক্ষমা করতে পারে,

তবে আমিতো আমাকে ক্ষমা করতে পারবো না,

তাহলেতো সুন্দর সব স্বপ্নেরা নষ্ট হয়ে যেতে পারে;

আমার ভূবনে আমি নিজেই অধিপতি।

শেষ পর্যন্ত আমি আমার অদম্য ইচ্ছেকে দু'হাতে এমনভাবে ধরে রাখবো

যাতে সে কোনমতেই চলে যেতে না পারে.

আমার পরবর্তি যাত্রাতো স্বর্গের পথে, হতাশা তাকে লীন করতে পারবে না;

আমার শক্তির জন্য আমি গর্বিত এবং আমি বাতাসে আমার গানের সুর

ছড়িয়ে দিয়ে গাইবো, আমি আমার নিজের স্বার্থে উত্সাহী,

আমি এখন অদম্য সাহসী,

যারা আমায় ভালোবাসে তাদের ভয়ের কিছু নেই,

আমার এ একগুয়েমীতে কোন অসততা নেই;

দেখো আমিতো আমার দু'হাত ধুয়ে মুছে সাফ করে ফেলেছি,

আমার অতীতের জন্য তোমরা রাগ করো না,

তোমরাতো দেখতে পাচ্ছো আমার বর্তমান,

তোমরাইতো আমাকে বলেছো, জলন্ত আগুনে পুড়ে

1 2 3 4 5 6 7
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040