Web bengali.cri.cn   
নদীর ওপারে
  2010-08-17 20:14:40  cri

শিল্পী থেরেছা থাং ১৯৫৩ সালে চীনের তাইওয়ান প্রদেশে জন্মগ্রহণ করেন। সারা চীনে তিনি এখন পপ গানের সবচেয়ে জনপ্রিয় শিল্পী। পূর্ব এশিয়াসহ সমগ্র এশিয়ার সংগীতপ্রিয় সকল মানুষ তার কন্ঠ শুনলেই বলে দিতে পারে এটা থেরেছা'র কন্ঠ। এটা মনে করা হয় যে, সারা বিশ্বের যেখানেই চীনা জনগণ রয়েছে, সেখানেই থেরেছা'র গান অবশ্যই শোনা যাবে। তার গান কোরীয়, জাপানী, থাই, ভিয়েতনামী, মালয়েশিয়ান এবং ইন্দোনোশিয়ার সংগীতানুরাগীরা মুগ্ধ হয়ে শোনে।

থাং সারা জীবন এজমায় ভুগেছেন। তিনি ১৯৯৫ সালে থাইল্যান্ডে অবসর কাটানোর সময় বড় ধরনের ফুসফুসের প্রদাহে আক্রান্ত হয়ে মারা যান। এসময় তার বয়স ছিল মাত্র ৪২। ফেরেস্তার মত চীনের এই মহতী নারীর কন্ঠ ছিল মধুর মত এবং দয়ালু এই নারীর মুখে সব সময়ই হাসি লেগে থাকতো। তার ব্যাক্তিত্বের কথা চীনা জনগণ চিরদিন মনে রাখবে।

আজকের অনুষ্ঠানে আমরা থেরেছা থাং-এর গাওয়া একটি গান আপনাদের শোনাবো।

1 2 3 4
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040