|
গানের কথাগুলো হলো :
সামাজিক জীবনটাই একটা অস্হির যুদ্ধ ক্ষেত্র, আরো ৫০০ বছর পরেও তার পরিবর্তন হবে না।
ফুল আর ফলে ভরা পাহাড়ী আকাশটা যেন রক্তিমাভ
আমাদের ঘিরে রাখা যুদ্ধের ডামাডোলে মানবতা ক্লান্তির ঘরে মুখ লুকিয়েছে,
সুদূর পশ্চিমে সফরের পর আমাদের মনে বিষ্ময় জাগিয়েছে বুদ্ধের সুত্রগুলো আসলে কি কেউ পড়েছে?
একজন ভিক্ষু প্রতিবছরই আমকে পত্র পাঠিয়ে জানতে চায় আমি এখন কি করছি
আমি জানি না ৫০০ পত্রই যথেস্ট কি না
যখনই পত্রগুলোর দিকে তাকাই তখনই মনে পড়ে যায়
সেদিনের যুদ্ধ বিগ্রহের কথা
সেই সোনার কাঠি যার রয়েছে ঐশ্বরিক ক্ষমতা, কখনও তা হতে পারে খুব ছোট,
বানর রাজার ধারণা সেই সবচেয়ে শক্তিশালী, তার সমকক্ষ কেউ নেই,
সে জানে সে সতর্ক ছিল না, তাকে আশার ভেতর বাঁচতে হবে
সে বলে, আমি শত্রুকে ভয় পাই না, আমি সবাইকে ভালোবাসতে ভয় পাই,
যদি কোনদিন কেউ ফিরে এসে তার সবকিছু নিয়ে নিতে চায়,
আমায় খুঁজে পেতে ফিরে এসো আমার প্রিয় বন্ধু,
আমি শুনেছি উ চিং-এর মাথায় এখন অনেক চুল গজিয়েছে,
সে এখন তার বান্ধবীকে বিয়ের কথা ভাবছে,
পা চিয়ে নামের সেই শুকরটি, যার চেতনা জীবনে কোনদিনই হলো না,
তার অশালীন ব্যবহারের জন্য, জানি তার কোনদিনই পরিবর্তন হবে না;
পশ্চিমের সফর শেষে অনেক বৌদ্ধ সুত্র পেয়েছি তবে এখনও
আরও অনেক পাওয়ার বাকী-
হে আমার সহযোগিরা, তোমরা কি ভাবছো, যদি আমরা বাঁচতে চাই,
তাহলে এসো এ পৃথিবীটাকে বাঁচিয়ে রাখি, আর এজন্য আমাকে দাও
আনন্দ বেদনা যা কিছু আছে,
আমি শত্রুকে ভয় পাই না, আমি সবাইকে ভালোবাসতে ভয় পাই,
যদি কোনদিন কেউ ফিরে এসে তার সবকিছু নিয়ে নিতে চায়,
আমায় খুঁজে পেতে ফিরে এসো আমার প্রিয় বন্ধু,।
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |