Web bengali.cri.cn   
চীনের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র-'চিং হু
  2010-07-02 18:38:14  cri

চীনের বিখ্যাত পেইচিং অপেরা পরিবেশনের সময় 'চিং হু' নামের বাদ্যযন্ত্র বেশি ব্যবহার করা হয় । এ বাদ্যযন্ত্রে বাজানো সংগীতের সুর শুনে চীনের ঐতিহ্যবাহী অপেরা পেইচিং অপেরার অনুরাগীরা খুব আনন্দ ও মেতে ওঠেন ।

চিং হু চীনের একটি ঐতিহ্যবাহী তারযুক্ত বাদ্যযন্ত্র । অষ্টদশ শতাব্দির শেষ দিকে চীনের ঐতিহ্যবাহী পেইচিং অপেরা সৃষ্টি হওয়ার পাশাপাশি 'হু ছিং' নামের অন্য একটি বাদ্যযন্ত্রের ভিত্তিতে চিং হু বাদ্যযন্ত্রের উদ্ভব হয় । দু' শ' বছরেরও বেশি সময় পুরানো চিং হু বাদ্যযন্ত্র পেইচিং অপেরা পরিবেশনের একটি প্রধান বাদ্যযন্ত্র হিসেবে ব্যাপকভাবে ব্যবহার করা হয় । প্রথম দিকে চিং হু বাদ্যযন্ত্রের আকার ছিল ছোট এবং তার সুর ছিল নরম ছিল । উনবিংশ শতাব্দি থেকে চিং হু বাদ্যযন্ত্র তৈরির জন্য শক্তিশালী তার ব্যবহার শুরু হয় । তখন থেকে বাদ্যযন্ত্রের আকারও বড় হয়ে ওঠে । ফলে চিং হু চীনের বিভিন্ন অঞ্চল বিশেষ করে উত্তর চীনে খুব জনপ্রিয় হয়ে ওঠে ।

এতক্ষণ আপনারা যা শুনলেন , তা ' মধ্য রাত' নামের চীনের খুন ছ্যু অপেরার সংগীতের সুর । এ সংগীতের সুর বাজানোর জন্যও চিং হু বাদ্যযন্ত্র ব্যবহার করা হয় । চীনের প্রাচীন অপেরা খুন ছ্যু অপেরার ভিত্তিতে এ সংগীতের সুর বাজানো হয় । যুগ যুগ ধরে চীনের বেশ কয়েকটি প্রজন্মের পেইচিং অপেরার বাদকদের সংস্কারে এ সংগীতের উদ্ভব হয় । এ সংগীতের সুর শুনতে মধুর এবং তা শ্রোতাদের মন খুব আকর্ষণ করে । এতে এ অপেরার প্রবল প্রাণশক্তি ও আকর্ষণীয় শক্তি ফুটে ওঠেছে ।

আগে চিং হু বাদ্যযন্ত্রের শুধু একটি মাত্র ডিজাইন ছিল । দীর্ঘকাল ধরে বাদক ও শিল্পীদের সংস্কার ও বাস্তব অনুশীলনের মাধ্যমে চিং হু বাদ্যযন্ত্রের নানা রকম ডিজাইন ও আকারের সৃষ্টি হয় । বর্তমানে যুগে চীনের সুরকাররা চিং হু ব্যবহার করে একক ও যৌথভাবে বাজানোর জন্য বেশ কিছু সংগীতের সুর রচনা করেছেন । এখন চিং হু শুধু পেইচিং অপেরার জন্য নয় , সংগীতের সুর বাজানোর জন্য তা বহু সংগীতানুষ্ঠানেও ব্যবহার করা হচ্ছে । এখন আপনারা চিং হু বাদ্যযন্ত্র দিয়ে বাজানো ' পেইচিংয়ের উপকন্ঠের ভ্রমণ' নামের একটি লোক সংগীতের সুর শুনবেন । এতে পেইচিংয়ের উপকন্ঠের বিস্ময়কর পরিবেশ ও দর্শনীয় স্থান তুলে ধরা হয়েছে । এর পাশাপাশি পেইচিংয়ের স্থানীয় ও ঐতিহ্যবাহী পুরানো রীতি-নীতিও ফুটিয়ে তোলা হয়েছে । (থান ইয়াও খাং)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040