|
মা ক্যু হু নামের বেহালা দিয়ে বাজানো সংগীতের সুর স্পষ্ট ও মধুর । এ বেহালা একক ও যৌথভাবে সংগীত বাজানোর জন্য উপযোগী । চীনের বিভিন্ন অঞ্চলের স্থানীয় অপেরা ও লোক সংগীত পরিবেশনের সময়েও এ বেহালা ব্যবহার করা হয় ।
১৯৪৯ সালে নয়া চীন প্রতিষ্ঠিত হওয়ার পর মা ক্যু হু বেহালা তৈরি ও সংগীত বাজানোর কৌশল অনেক উন্নত হয়েছে । ফলে এ বেহালায় বাজানো সংগীতের সুরের স্বর ব্যাপকভাবে সম্প্রসারিত হয়েছে ।
এখন চীনের অন্য একটি ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র-'লিউ ছিং' নামের বেহালা সম্পর্কে আপনাদের কিছু বলবো ।
'লিউ ছিং' চীনের এক রকম তারযুক্ত ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র । আকার ও কাঠামোর দিক থেকে মনে হয় এ বেহালা চীনের অন্য এক ধরণের বাদ্যযন্ত্র ' পিপা' নামের বেহালার মতো ।
' লিউ ছিং' নামের বেহালা দীর্ঘকাল ধরে পূর্ব চীনের শান তুং , আন হুই ও চিয়াং শু প্রদেশে প্রচলিত । শান তুং প্রদেশে এ বেহালা ' লিউ ছিং অপেরা নামের আঞ্চলিক অপেরা পরিবেশনের সময় বেশি ব্যবহার করা হয় । লিউ ছিং অপেরার বয়স ২ শ' বছর পুরানো । এ অপেরার সুর উদার এবং স্থানীয় রীতি-নীতিতে ভরপুর । (থান ইয়াও খাং)
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |