|
থাও সিয়াও মেই নামের মহিলা তাং থু লোক সংগীতের একজন শিল্পী । তার বাসা এ জেলা শহরে । তিনি যে তাং থু লোক সংগীত পরিবেশন করছেন , তা স্থানীয় জনগণের দৃষ্টি আকর্ষণ করেছে । একই বছর তিনি এ জেলার পক্ষ থেকে চীনের জাতীয় কৃষকদের গান গাওয়া প্রতিযোগিতায় অংশ নেন । তিনি ও অন্য ৪জন মেয়ের পরিবেশিত তাং থু লোক সংগীত প্রতিযোগিতায় দ্বিতীয় পুরস্কার পেয়েছেন ।
থাও সিয়াও মেই ছোট বেলা থেকে গান গাইতে পছন্দ করেন । ছোট বেলায় তার বাবা মা কৃষি জমিতে এক দিকে কাজ করতেন , তারা অন্য দিকে গান গাইতেন । শুনতে শুনতে তিনিও গান গাইতে শুরু করেন ।
তাং থু লোক সংগীত রকমারি এবং বৈচিত্র্যময় । সমতল ও পার্বত্য এলাকায় তাং থু লোক সংগীতের বৈশিষ্ট্যও বিভিন্ন ধরনের । তাং থু লোক সংগীত বিষয়ক বিশেষজ্ঞ স্যু চিয়া চেন বলেন , বৈচিত্র্যপূর্ণ ও রকমারি তাং থু লোক সংগীতে লোক সংগীতের শিল্পকলার আকর্ষণীয় শক্তি ফুটে উঠেছে ।
তাং থু লোক সংগীতের ইতিহাস সুদীর্ঘকালের । ২ হাজার বছর আগেই এ সংগীতের উদ্ভব হয় । ৭০ বছরেরও বেশি বয়সী সিয়া কুই ছাং তাং থু লোক সংগীতের তিনজন উত্তরাধিকারীর মধ্যে একজন । গ্রামে তিনি যেমন তাং থু লোক সংগীতের গায়ক , তেমনি বাদক । তিনি দশ বারো বছর বয়স থেকে এ সংগীত পরিবেশন চর্চা করে চলেছেন ।
নয়া চীন প্রতিষ্ঠিত হওয়ার পর শিল্পীরা তাং থু লোক সংগীতের ক্ষেত্রে তিনবার সংস্কার চালিয়েছেন । এ লোক সংগীত যেমন আনুষ্ঠানিকভাবে সাংস্কৃতিক অনুষ্ঠানে পরিবেশন করা হয় , তেমনি মুখে মুখে প্রচারের পরিবর্তে এখন তা লিখিতভাবেও প্রচার করা হচ্ছে । (থান ইয়াও খাং)
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |