Web bengali.cri.cn   
চীনা ভাষা সেঁতু-মার্কিন মধ্য ও প্রাথমিক স্কুলের প্রধানদের চীন সফর শুরু
  2010-06-23 18:55:21  cri
চীনের কনফুসিয়াস ইন্সটিটিউট সদর দপ্তরের উদ্যোগে আয়োজিত "চীনা ভাষা সেঁতু-মার্কিন মধ্য ও প্রাথমিক স্কুলের প্রধানদের চীন সফর" ২৩ জুন পেইচিংয়ে শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের ৪১টি রাজ্যের ৪১৩ জন স্কুল প্রধান ও শিক্ষা কর্মকর্তা চীনের বিভিন্ন জায়গা পরিদর্শন করবেন।

"চীনা ভাষা সেঁতু-মার্কিন মধ্য ও প্রাথমিক স্কুলের প্রধানদের চীন সফর" হল এ পর্যন্ত আয়োজিত চীন ও বিদেশের শিক্ষা ক্ষেত্রের বৃহত্তম বিনিময় প্রকল্প। এ প্রকল্প একটানা ৫ বছর ধরে আয়োজিত হয়ে আসছে। এর প্রধান উদ্দেশ্য হল চীন ও যুক্তরাষ্ট্রের মধ্য ও প্রাথমিক স্কুলের ভাষা শিক্ষা ক্ষেত্রের সহযোগিতা ত্বরান্বিত করা, যাতে চীনা ভাষা ও সংস্কৃতি বিষয়ক ক্লাস করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র চীনের সাহায্য পেতে পারে।

এক সপ্তাহ সফরে প্রতিনিধি দল পেইচিংয়ে কনফুসিয়াস ইন্সটিটিউট সদর দপ্তর পরিদর্শন করবেন, চীনা ভাষা শেখার ক্লাসে উপস্থিত থাকবেন। এরপর প্রতিনিধি দল হে লুং চিয়াং, থিয়েন চিন ও চিয়াং সুসহ বিভিন্ন প্রদেশের স্থানীয় স্কুল পরিদর্শন করবেন। (শুয়েই ফেইফেই)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040