|
英(yīng) 国(guó) 国(guó) 防(fáng) 部(bù) 称(chēng) ,这(zhè) 名(míng) 身(shēn) 亡(wáng) 的(de) 皇(huáng) 家(jiā) 海(hǎi) 军(jūn) 陆(lù) 战(zhàn) 队(duì) 队(duì) 员(yuán) 是(shì) 本(běn) 月(yuè) 12日(rì) 在(zài) 阿(ā) 富(fù) 汗(hàn) 赫(hè) 尔(ěr) 曼(màn) 德(dé) 省(shěng) 受(shòu) 伤(shāng) 的(de) 。在(zài) 得(dé) 知(zhī) 这(zhè) 一(yī) 消(xiāo) 息(xī) 后(hòu) ,英(yīng) 国(guó) 首(shǒu) 相(xiàng) 卡(kǎ) 梅(méi) 伦(lún) 深(shēn) 表(biǎo) 遗(yí) 憾(hàn) .
অনুবাদ
আফগানিস্তানের একটি বোমা হামলায় ব্রিটেনের রাজকীয় নৌবাহিনীর একজন আহত সদস্য ২০ জুন বার্মিংহামের এক হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় রামা গেছে। ২০০১ সাল থেকে আফগানিস্তান এ পর্যন্ত নিহত ব্রিটিশ বাহিনীর সৈন্যের সংখ্যা ৩০০ জনে এসে দাঁড়িয়েছে। ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় ২১ জুন এ তথ্য জানিয়েছে।
ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, চলতি মাসের ১২ তারিখে এ সৈন্য আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে আহত হয়। এ তথ্য জানার পর ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরোন গভীর শোক প্রকাশ করেছেন
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |