Web bengali.cri.cn   
আফগানিস্তান যুদ্ধে ৩০০ ব্রিটিশ সৈন্য নিহত
  2010-06-22 20:32:21  cri
英(yīng) 国(guó) 国(guó) 防(fáng) 部(bù) 21日(rì) 宣(xuān) 布(bù) ,一(yī) 名(míng) 在(zài) 阿(ā) 富(fù) 汗(hàn) 炸(zhà) 弹(dàn) 袭(xí) 击(jī) 中(zhòng) 身(shēn) 负(fù) 重(zhòng) 伤(shāng) 的(de) 英(yīng) 国(guó) 皇(huáng) 家(jiā) 海(hǎi) 军(jūn) 陆(lù) 战(zhàn) 队(duì) 队(duì) 员(yuán) 20日(rì) 在(zài) 伯(bó) 明(míng) 翰(hàn) 一(yī) 家(jiā) 医(yī) 院(yuàn) 不(bù) 治(zhì) 身(shēn) 亡(wáng) 。至(zhì) 此(cǐ) ,英(yīng) 军(jūn) 自(zì) 2001年(nián) 以(yǐ) 来(lái) 在(zài) 阿(ā) 富(fù) 汗(hàn) 战(zhàn) 争(zhēng) 中(zhōng) 阵(zhèn) 亡(wáng) 的(dí) 士(shì) 兵(bīng) 总(zǒng) 数(shù) 已(yǐ) 经(jīng) 达(dá) 到(dào) 300人(rén) 。

  英(yīng) 国(guó) 国(guó) 防(fáng) 部(bù) 称(chēng) ,这(zhè) 名(míng) 身(shēn) 亡(wáng) 的(de) 皇(huáng) 家(jiā) 海(hǎi) 军(jūn) 陆(lù) 战(zhàn) 队(duì) 队(duì) 员(yuán) 是(shì) 本(běn) 月(yuè) 12日(rì) 在(zài) 阿(ā) 富(fù) 汗(hàn) 赫(hè) 尔(ěr) 曼(màn) 德(dé) 省(shěng) 受(shòu) 伤(shāng) 的(de) 。在(zài) 得(dé) 知(zhī) 这(zhè) 一(yī) 消(xiāo) 息(xī) 后(hòu) ,英(yīng) 国(guó) 首(shǒu) 相(xiàng) 卡(kǎ) 梅(méi) 伦(lún) 深(shēn) 表(biǎo) 遗(yí) 憾(hàn) .

অনুবাদ

আফগানিস্তানের একটি বোমা হামলায় ব্রিটেনের রাজকীয় নৌবাহিনীর একজন আহত সদস্য ২০ জুন বার্মিংহামের এক হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় রামা গেছে। ২০০১ সাল থেকে আফগানিস্তান এ পর্যন্ত নিহত ব্রিটিশ বাহিনীর সৈন্যের সংখ্যা ৩০০ জনে এসে দাঁড়িয়েছে। ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় ২১ জুন এ তথ্য জানিয়েছে।

ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, চলতি মাসের ১২ তারিখে এ সৈন্য আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে আহত হয়। এ তথ্য জানার পর ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরোন গভীর শোক প্রকাশ করেছেন

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040