Web bengali.cri.cn   
চীনের ঐতিহ্যবাহী সংস্কৃতি-মঙ্গোলিয় জাতির লোক সংগীত
  2010-06-21 20:48:28  cri

আজ এ প্রতিবেদনে মঙ্গোলিয় জাতির লোক সংগীত সম্পর্কে আপনাদের কিছু বলবো । মঙ্গোলিয় জাতির লোক সংগীত চীনের অন্তঃর্মঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চল এবং মঙ্গোলিয়া প্রজাতন্ত্রে ব্যাপকভাবে প্রচলিত রয়েছে । পশুপালন ও এ অঞ্চলের অসাধারণ শিল্পকলা ও সংস্কৃতি ভিত্তিক লোক সংগীত এ জাতির গান গাওয়ার বৈশিষ্ট্যের পরিচায়ক । এ সংগীতের সুর উদার ও অবারিত মনের , মনে হয় এ সংগীতের সুর শুনে মানুষের চোখের সামনে একটি বিশাল ও সীমাহীন তৃণভূমি ভেসে ওঠে । এ সংগীতে সাধারণতঃ তৃণভূমি , তেজিয়ান ঘোড়া , নীল আকাশ ও হ্রদসহ বিভিন্ন বিষয়বস্তু তুলে ধরা হয় । ২০০৫ সালের নভেম্বর মাসে ইউনেস্কো প্যারিসের সদর দফতরে মানব জাতির মৌখিক ও অবস্তুগত উত্তরাধিকার বিষয়ক তৃতীয় দফা নামের তালিকা ঘোষণা করে । এর ভিতরে চীন ও মঙ্গোলিয়া প্রজাতন্ত্রের মঙ্গোলিয় জাতির লোক সংগীতও অন্তর্ভুক্ত রয়েছে । ২০০৬ সালের মে মাসে মঙ্গোলিয় জাতির লোক সংগীত অবস্তুগত সাংস্কৃতিক উত্তরাধিকার সংক্রান্ত চীনের প্রথম দফা নামের তালিকাভুক্ত হয়েছে ।

এ সংগীতের সুর উদার এবং সুদূর থেকে শোনা যায় । এ সংগীতের সুর শুনে মনে হয় মানুষের চোখের সামনে একটি বিস্তীর্ণ তৃণভূমি ভাসতে থাকে । এটাই মঙ্গোলিয় জাতির লোক সংগীতের আকর্ষণীয় শক্তি । এ সংগীত মঙ্গোলিয় জাতি উদ্ভবের পাশাপাশিই সৃষ্টি করা হয় । এক হাজার বছরেরও বেশি সময় পুরানো এ সংগীত তৃণভূমি এবং মঙ্গোলিয় জাতির পশুপালন জীবনধারার সঙ্গে ঘনিষ্ঠভাবে সামঞ্জস্যপূর্ণ । তা এ জাতির ইতিহাস , স্বভাব , মনোবল ও রীতি-নীতির পরিচায়ক । এ প্রসঙ্গে অন্তঃমঙ্গোলিয়ার সমাজ বিজ্ঞান একাডেমীর অধ্যাপক মান তু ফু বলেন ,

মঙ্গোলিয় জাতির সংগীতে মানুষ ও প্রকৃতির মধ্যেকার সম্পর্ক বর্ণনা করা হয়ে থাকে । কারণ তৃণভূমির সঙ্গে পশুপালকদের নিবিড় সম্পর্ক রয়েছে । এ দু'টোর মধ্যে কোনো ব্যবধান নেই । সুতরাং এ সংগীতের সুরে তৃণভূমি ও পশুপালকদের উদারতা প্রকাশ পেয়েছে ।

অন্তঃর্মঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চলের উচিমুসিং তৃণভূমি হল মঙ্গোলিয় জাতির লোক সংগীতের জন্মভূমি । এ তৃণভূমিতে ২ শ'রও বেশি লোক সংগীত প্রচলিত । এ অঞ্চলের সবাই মঙ্গোলিয় লোক সংগীত পরিবেশন করতে পারেন ।

মঙ্গোলিয় জাতির লোক সংগীত শুধু একটি সংগীত তা নয় , আসলে এটাও পশুপালকদের একটি নির্ভরযোগ্য জীবনযাত্রা । তা পশুপালকদের উত্পাদন ও শ্রমের একটি অপরিহার্য অংশও । বিস্তীর্ণ তৃণভূমিতে থাকার জন্য মঙ্গোলিয় জাতির লোক সংগীতের মতো উদারতা বজায় রাখা প্রয়োজন । সরকার ও স্থানীয় সংশ্লিষ্ট বিভাগের যৌথ প্রচেষ্টায় মঙ্গেলিয় জাতির লোক সংগীতের আকর্ষণ ও প্রাণশক্তি আরো বেশি সৌর্য্যময় হয়ে ওঠছে । তৃণভূমির নিবিড় রীতি-নীতি ভিত্তিক এ সংগীতের সুর বিশ্বের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে যাবে বলে আশা করা যাচ্ছে । (থান ইয়াও খাং)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040