Web bengali.cri.cn   
চীনের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র-'সাতার'
  2010-06-18 15:50:01  cri

' সাতার' নামের বাদ্যযন্ত্র হল চীনের সংখ্যালঘু জাতির অন্যতম তারযুক্ত ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র । এ বাদ্যযন্ত্র উত্তর-পশ্চিম চীনের সিনচিয়াং উইগুর জাতির মধ্যে এখন খুবই জনপ্রিয় ।

চতুর্দশ ও পঞ্চদশ শতক থেকে চীনের সিন চিয়াং-এ সাতার নামের বেহালার উদ্ভব হয় । ফারসী ভাষায় 'সা' শব্দটা মানে তিন । 'সাতার' শব্দটার অর্থ তিনটি তার । স্থানীয় শিল্পীরা বলেন , প্রথম দিকে সাতার নামের বাদ্যযন্ত্রের তিনটি তার ছিল । এখন এ বাদ্যযন্ত্রের দশ-বারোটি তার রয়েছে ।

সাতার নামের বেহালা প্রথমদিকে দক্ষিণাঞ্চলে প্রচলিত ছিল । তার আকার একটি লম্বা লাউ-এর মতো । বাদ্যযন্ত্রটি ১৩০ থেকে ১৪০ সেন্টিমিটার লম্বা । বেহালার বাইরের দিক কাঠ দিয়ে তৈরি করা হয় । এর ভেতরে ফাঁকা । সংগীতের সুর বাজানোর জন্য বেহালার বাইরে ১৭টি ধাতব তার রয়েছে । এ ধাতব তার সাধারণতঃ তামা দিয়ে তৈরি করা হয় । এতে সংগীতের ধ্বনি বেড়ে যায় এবং সুর আরো মধুর হয়ে ওঠে ।

'মুখামো' উইগুর জাতির একটি প্রসিদ্ধ লোক সংগীত । এ জাতির শিল্পীরা এ গান গাওয়ার পাশাপাশি সাধারণতঃ সাতার বেহালাও ব্যবহার করে । 'মুখামো' নামের উইগুর জাতির বিরাট ও ঐতিহ্যবাহী সংগীতে এ জাতির সাহিত্যকর্ম , ইতিহাস , সংগীত , নৃত্য ও সংখ্যালঘু জাতির আচার ব্যবহারও অন্তর্ভুক্ত রয়েছে ।

শিল্পীরা মাটিতে বসে সাতার বেহালা বাজান । এ বাদ্যযন্ত্র একক ও দলগত গান গাওয়া এবং অন্য বাদ্যযন্ত্রের সহযোগিতায় সংগীত বাজানোর জন্যও খুবই উপযোগী । এ বাদ্যযন্ত্রে বাজানো সংগীতের সুর মধুর এবং তার নিবিড় স্থানীয় বৈশিষ্ট্য রয়েছে । সাতার নামের বেহালাটি এখন উইগুর জাতির দৈনন্দিন জীবনযাপনের একটি অপরিহার্য বাদ্যযন্ত্র হয়ে দাঁড়িয়েছে । (থান ইয়াও খাং)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040