Web bengali.cri.cn   
চীনের ঐতিহ্যবাহী সংস্কৃতি- সুচৌ তাও ধর্মের সংগীত
  2010-06-14 20:54:02  cri
দক্ষিণ-পূর্ব চীনের চিয়াংসু প্রদেশের সুচৌ শহরে স্যুয়ান মিয়াও কুয়ান নামের তাও ধর্মের একটি মন্দির রয়েছে । এ মন্দির তাও ধর্মের সংগীত পরিবেশনের জন্য সুবিদিত । এ সংগীত সাধারণতঃ তাও ধর্মীয় অনুষ্ঠানে বাজানো হয় । ধর্মীয় ক্রিয়াকর্মের ভিন্ন বিষয়বস্তুর কারণে ভিন্ন সংগীত বাজানো হয় । এতে বৈচিত্র্যময় পরিবেশ গড়ে তোলা যায় । গত এক হাজার বছর ধরে পূর্বপুরুষদের প্রচেষ্টায় সুচৌ তাও ধর্মের সংগীত বেশ কয়েকবার সংস্কার করা হয়েছে । এখন এ সংগীত জনসাধারণের অন্যতম জনপ্রিয় শিল্পকলা হয়ে দাঁড়িয়েছে ।

সু চৌ তাও ধর্মের সংগীত বাজানোর সময় সাধারণতঃ বাঁশি ও ঢোল ব্যবহার করা হয় ।

১ হাজার ৭ শ' বছরের পুরানো সুচৌ তাও ধর্মের সংগীত দক্ষিণ চীনের তাও ধর্মের সংগীতের পরিচায়ক । সুচৌ তাও ধর্ম প্রচলনের পাশাপাশি এ সংগীতেরও উদ্ভব হয় । তাও ধর্মীয় ক্রিয়াকর্ম এ সংগীত সৃষ্টির ভিত্তি । ৬১৮ থেকে ৯০৭ খ্রীস্টাব্দ পর্যন্ত চীনের থাং রাজবংশের আমলে তাও ধর্মের সংগীত খুব জনপ্রিয় হয়ে ওঠে । দক্ষিণ চীনে বাদ্যযন্ত্র , সংগীতের সুর এবং সংগীত বাজানোর কৌশল বৈচিত্র্যপূর্ণ হয়ে ওঠার পাশাপাশি সুচৌ তাও ধর্মের সংগীতের গুণগত মানও বিপুল মাত্রায় বেড়ে গেছে ।

গত ২০ বছরেরও বেশি সময়ে সিয়ে চিয়ান মিং নামের তাও ধর্মের একজন ধর্মীয় প্রচারক বরাবরই সুচৌ তাও ধর্মের সংগীতের গবেষণায় নিয়োজিত রয়েছেন। তিনি বলেন , তাও ধর্মের মৌলিক বিশ্বাস ও ধ্যানধারণা প্রচার করার জন্য তাও ধর্মের সংগীত প্রচলিত । এ সংগীতে প্রাচীন রাজকীয় সংগীত ও আঞ্চলিক লোক সংগীতের রীতি-নীতি ও বৈশিষ্ট্যও অন্তর্ভুক্ত । তাও ধর্মের সংগীত নিবিড় ধর্মীয় পরিবেশে ভরপুর । এতে তাও ধর্মের শান্তি , নিরাপদ ও আরামের অনুভূতিও বোঝা যায় ।

সুচৌ তাও ধর্মের সংগীতে পবিত্র ও রহস্যময় পরিবেশও ফুটিয়ে তোলা হয় ।

স্যু সিয়াং তুং সুচৌ স্যুয়ান মিয়াও কুয়ান তাও মন্দিরের একজন অল্প বয়সী ধর্ম প্রচারক । গত ৮ বছর ধরে তিনি নিরলস প্রচেষ্টা চালিয়ে তার গুরুর কাছ থেকে তাও সংগীত বাজানোর কৌশল শিখে নিয়েছেন । তাও ধর্মের সংগীত বাজানোর নৈপুণ্য নিয়ন্ত্রণের জন্য তিনি দিনে তিনবার চর্চা করে থাকেন ।

সংস্কার ও উন্মুক্ততা এবং বৈদেশিক সাংস্কৃতিক বিনিময় দিন দিন গভীর হওয়ার পাশাপাশি বিভিন্ন দেশে সুচৌ তাও ধর্মের সংগীত আরো বেশি প্রদর্শনের সুযোগও পাওয়া গেছে । এ সংগীত বিভিন্ন পক্ষের প্রশংসা পেয়েছে । (থান ইয়াও খাং)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040