Web bengali.cri.cn   
চীনের সংখ্যালঘু জাতির ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র-'গরুর পা বেহালা'
  2010-06-11 20:44:14  cri

আজ এ প্রতিবেদনে চীনের সংখ্যালঘু জাতির ঐতিহ্যবাহী তারযুক্ত বাদ্যযন্ত্র-তুং জাতির 'গরুর পা বেহালা' সম্পর্কে আপনাদের কিছু বলবো ।

এতক্ষণ আপনারা যা শুনেছেন , তা চীনের সংখ্যালঘু জাতি-তুং জাতির একটি লোক সংগীতের সুর । এ সংগীত ' গরুর পা'-এর বেহালা সংগীত' বলে অভিহিত করা হয় । এ সংগীত তুং জাতির যুবক যুবতীদের এমন একটি পদ্ধতি , যার মাধ্যমে ভালবাসা ও প্রেম প্রকাশ করা যায় । এ লোক সংগীত পরিবেশনে সংগীত বাজানোর সময় প্রধানতঃ গরুর পা বেহালা ব্যবহার করা হয় ।

গরুর পা বেহালা চীনের অন্যতম তারযুক্ত লোক বাদ্যযন্ত্র । তা দক্ষিণ চীনের কুই চৌ , কুয়াং শি ও হুনান-এর তুং জাতি অধ্যুষিত এলাকাগুলোতে প্রচলিত রয়েছে । এ বাদ্যযন্ত্র দেখতে লম্বা , সরু । সুতরাং তাকে গরুর পা বেহালা বলা হয় । ঐতিহ্যবাহী গরুর পা বেহালা বড় একটি কাঠের তক্তা দিয়ে তৈরি করা হয় । বাদ্যযন্ত্রটির নিম্নাংশের ভিতরে খালি । তার বাইরের দিক কাঠের তক্তা দিয়ে মুড়িয়ে দেয়া হয় । বাদ্যযন্ত্রটির গলার দিক একটু চওড়া , উপর দিক চতুর্ভুজাকৃতি । বাদ্যযন্ত্রটির দু'পাশে যে দু'টো তার আছে , তা তাল গাছের তন্তু দিয়ে তৈরি করা হয় ।

বাদ্যযন্ত্রের ছড়টি বাঁশ দিয়ে প্রস্তুত করা হয় । গরুর পা বেহালায় তাল গাছ দিয়ে তৈরি তার এবং বাঁশের স্পর্শে সংগীতের সুর বাজানো হয় । এ সংগীতের সুর শুনতে মনোরম এবং বৈশিষ্ট্যপূর্ণ । তাতে মানুষের কন্ঠস্বরের সঙ্গে সংযুক্ত করা যায় । এতে সংখ্যালঘু জাতির রীতি-নীতি এবং নিবিড় আঞ্চলিক বৈশিষ্ট্য ফুটিয়ে তোলা হয়েছে ।

সংগীত বাজানোর পদ্ধতির ক্ষেত্রে পাশ্চাত্য বেহালার সঙ্গে গরুর পা বেহালার বৈশিষ্ট্য রয়েছে । বেশির ভাগ গরুর পা বেহালা সাধারণ মানুষের হাতে তৈরি । এ বাদ্যযন্ত্রের সাইজ বিভিন্ন ধরনের । এ বাদ্যযন্ত্রে সংগীত বাজানোর বৈশিষ্ট্য ও প্রাণশক্তি যাতে আরো বেশি প্রদর্শন করা যায় , সেজন্য তুং জাতির মানুষ দীর্ঘকাল ধরে বাস্তব অনুশীলনে এ বাদ্যযন্ত্রের সংস্কারের কাজ চালিয়ে যাচ্ছেন । ফলে এ বাদ্যযন্ত্র দিয়ে সংগীত বাজানোর কৌশল এবং শ্রোতা ও দর্শকদের প্রতি আকর্ষণীয় শক্তি অনেক বেড়েছে ।

তুং জাতির জনগণের সাংস্কৃতিক জীবনে গরুর পা বেহালা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে । এ বাদ্যযন্ত্র তুং জাতির জনগণের নিত্য জীবনের একটি অপরিহার্য় সঙ্গীতে পরিণত হয়েছে । যখন উত্সব পালিত হয় এবং কৃষি কাজ কম থাকে , তখন তুং জাতির যুবকরা এ বাদ্যযন্ত্র বাজিয়ে এক দিকে হাঁটে আর অন্য দিকে গান পরিবেশন করে । (থান ইয়াও খাং)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040