চীনের জাতীয় বেতার, টেলিভিশন ও চলচ্চিত্র অধি দপ্তর গৃহীত এবং চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই) পরিকল্পিত ও বাস্তবায়িত বৃহত্ মাল্টিমিডিয়া সাংস্কৃতিক প্রকল্প 'হ্যালো চায়না'র সম্প্রচার কার্যক্রম ৮ জুন মস্কোয় উদ্বোধন হয়। রাশিয়ায় 'চীনা ভাষা বর্ষ' চলাকালে গুরুত্বপূর্ণ কার্যক্রমগুলোর মধ্যে অন্যতম হিসেবে 'হ্যালো চায়না' একশ' প্রতিনিধিত্বস্থানীয় চীনা শব্দ বাছাই করে মাল্টিমিডিয়া পণ্য বানিয়ে বিভিন্ন দিক থেকে চীনের সংস্কৃতির ওপর প্রতিফলন ঘটানোর পাশাপাশি চীনের সংস্কৃতির প্রতি বিদেশী জনগণের উপলব্ধি গভীরতর করে।
উদ্বোধনী অনুষ্ঠানে রাশিয়ায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি হুই চীন-রাশিয়া সাংস্কৃতিক সহযোগিতার ক্ষেত্রে 'হ্যালো চায়না' বৃহত্ সাংস্কৃতিক প্রকল্পের ইতিবাচক তাত্পর্য তুলে ধরেন। তিনি বলেন,
"চীন-রাশিয়া রাষ্ট্রীয় বর্ষে সিআরআই অনেক অনুষ্ঠান আয়োজন করার পাশাপাশি উল্লেখযোগ্য সফলতা আর সমৃদ্ধ অভিজ্ঞতা অর্জন করেছে। আমি বিশ্বাস করি, 'হ্যালো চায়না' অনুষ্ঠানের সম্প্রচার চীনের সুদীর্ঘ ইতিহাস ও বাস্তব জীবনযাপনের সম্পর্কে রুশ জনগণের জানার এবং দু'দেশের বন্ধুত্বপূর্ণ যোগাযোগ ত্বরান্বিত করার ক্ষেত্রে ইতিবাচক ভুমিকা পালন করবে।"