Web bengali.cri.cn   
সি চিন পিং বাংলাদেশ, লাউস, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া সফর করবেন
  2010-06-08 20:42:01  cri
চীনের ভাইস প্রেসিডেন্ট সি চিন পিং আগামী ১৪ থেকে ২৪ জুনে পর্যন্ত বাংলাদেশ, লাউস, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া এ চারটি দেশ আনুষ্ঠানিকভাবে সফর করবেন।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, লাউসের ভাইস প্রেসিডেন্ট বৌনহাং ভোরাচিত, নিইজিল্যান্ডের প্রধানমন্ত্রী জন ফিলিপ কি, অস্ত্রেলিয়ার প্রধানমন্ত্রী কেভিন রুডের আমন্ত্রণে সি চিন পিং এ চারটি দেশ আনুষ্ঠানিকভাবে সফর করবেন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ছিন কাং ৮ জুন পেইচিংয়ে এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে এ কথা বলেছেন। (শুয়েই ফেইফেই)

অনুবাদ:

中(zhōng) 国(guó) 外(wài) 交(jiāo) 部(bù) 发(fā) 言(yán) 人(rén) 秦(qín) 刚(gāng) 8日(rì) 在(zài) 北(běi) 京(jīng) 举(jǔ) 行(xíng) 的(de) 例(lì) 行(xíng) 记(jì) 者(zhě) 会(huì) 上(shàng) 宣(xuān) 布(bù) ,应(yìng) 孟(mèng) 加(jiā) 拉(lā) 人(rén) 民(mín) 共(gòng) 和(hé) 国(guó) 总(zǒng) 理(lǐ) 谢(xiè) 赫(hè) ·哈(hā) 西(xī) 娜(nà) 、老(lǎo) 挝(wō) 人(rén) 民(mín) 民(mín) 主(zhǔ) 共(gòng) 和(hé) 国(guó) 副(fù) 主(zhǔ) 席(xí) 本(běn) 扬(yáng) ·沃(wò) 拉(lā) 吉(jí) 、新(xīn) 西(xī) 兰(lán) 总(zǒng) 理(lǐ) 约(yuē) 翰(hàn) ·基(jī) 、澳(ào) 大(dà) 利(lì) 亚(yà) 联(lián) 邦(bāng) 政(zhèng) 府(fǔ) 总(zǒng) 理(lǐ) 陆(lù) 克(kè) 文(wén) 邀(yāo) 请(qǐng) ,中(zhōng) 国(guó) 国(guó) 家(jiā) 副(fù) 主(zhǔ) 席(xí) 习(xí) 近(jìn) 平(píng) 将(jiāng) 于(yú) 6月(yuè) 14日(rì) 至(zhì) 24日(rì) 对(duì) 上(shàng) 述(shù) 四(sì) 国(guó) 进(jìn) 行(xíng) 正(zhèng) 式(shì) 访(fǎng) 问(wèn) 。

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040