Web bengali.cri.cn   
চীনের প্রাচীনকালের বিস্ময়কর এক সন্ন্যাসীর জীবনী
  2010-06-07 20:56:21  cri
আজ এ অনুষ্ঠানে চি কোং নামের চীনের প্রাচীনকালের বিস্ময়কর এক সন্ন্যাসীর জীবনী সম্পর্কে আপনাদের কিছু বলবো । চীনের ইতিহাসে চি কোং নামের সন্ন্যাসীকে ন্যায়পরায়ণ , দয়ালু এবং শাসনকর্তা ও অসত্ ধনীদের উদঘাটন ও বিরোধীতার বীর বলে অভিহিত করা হয় । মানুষটি দেখতে বোধ হয় অভদ্র এবং পাগল ছিল । কিন্তু আসলে তিনি তীব্রভাবে জনসাধারণের প্রতি সেকালের শাসক ও শোষকদের নির্যাতনের বিরোধীতা করতেন ।

৮ শ' বছরেরও বেশি ধরে চি কোং নামের সন্ন্যাসীর জীবনী প্রচারিত । ১১২৭ থেকে ১২৭৯ সাল পর্যন্ত দক্ষিণ সুং রাজবংশ আমলে সন্ন্যাসীটির বিস্ময়কর অভিজ্ঞতা ভিত্তিক কাহিনী মানুষের মুখে মুখে প্রচলন শুরু হয় । এ ধরনের কাহিনী প্রধানতঃ চেচিয়াং প্রদেশকে কেন্দ্র করে দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে । ২০০৬ সালের মে মাসে চি কোং নামের সন্ন্যাসীর জীবনী অবস্তুগত সাংস্কৃতিক উত্তরাধিকার হিসেবে চীনের প্রথম দফা তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে ।

বর্তমানে চেচিয়াং প্রদেশে চি কোং নামের সন্ন্যাসীর যে জীবনী প্রচলিত রয়েছে , তা কয়েক শ' সংস্করণের । এ সব কাহিনীতে চি কোং-এর জীবনীকে কেন্দ্র করে' তার শিশু জীবন , দরিদ্রদের সাহায্য এবং অন্যায়াচরণের প্রতি তার উদঘাটন ও শাস্তি বিষয়ক কাহিনী ফুটিয়ে তোলা হয়েছে । চি কোং-এর জীবনী বিষয়ক কাহিনী সংগ্রহে তার বুদ্ধি , জনসাধারণ বিশেষ করে দরিদ্রদের প্রতি তার দয়া ও ভালবাসাও তুলে ধরা হয়েছে । এতে শান্তি , নিরাপত্তা ও ভবিষ্যত্ জীবনের প্রতি জনসাধারণের বাসনাও প্রতিফলিত হয়েছে ।

লোক কাহিনী অনুযায়ী চি কোং-এর পূর্বপুরুষরা যুগ যুগ ধরে বৌদ্ধ ধর্মের প্রতি বিশেষ শ্রদ্ধা নিবেদন করে থাকেন । তার বাবা মাও একজন অনুগত বৌদ্ধ ধর্মাবলম্বী । দরিদ্রের প্রতি তারা অশেষ সহানুভূতি প্রকাশ করেন এবং তাদেরকে নিঃস্বার্থপর সাহায্য করেন । দয়া-মমতার প্রত্যুত্তরে তাদের সংসারে চি কোং নামের পুত্র জন্ম গ্রহণ করে । বড় হওয়ার পর চি কোং গরীবদের প্রতি সহানুভূতি প্রকাশ করেন এবং তাদেরকে যথাসম্ভব সাহায্য করেন । জনসাধারণের মধ্যে চি কোং বিষয়ক কাহিনী সংগ্রহের ব্যাপক প্রচলনে সমাজের দুর্বলদের ন্যায়পরায়ণতা ও সাহায্য চাওয়ার প্রত্যাশাও প্রকাশ পেয়েছে ।

গত ৮শ'রও বেশি বছর ধরে চি কোং –এর জীবনী ভিত্তিক কাহিনী সংগ্রহ সাহিত্য ও শিল্পকলা রচনার একটি অফুরন্ত ও প্রাণবন্ত উত্স্যে পরিণত হয়েছে । চীনের বিভিন্ন অপেরা , বইপুস্তক , ভাস্কর্য , ছায়াছবি ও টেলিভিশনের ক্ষেত্রে চি কোং-এর জীবনী ভিত্তিক কাহিনী সংগ্রহের ব্যাপক প্রচলন হয়েছে ।

একটি জনপ্রিয় ও শ্রদ্ধেয় ভাবমূর্তি হিসেবে চি কোং জনসাধারণের মনে গভীর ছাপ ফেলেছেন । সাংস্কৃতিক উত্তরাধিকার সংরক্ষণের উদ্দেশ্যে চীন সরকার চি কোং-এর জীবনী ভিত্তিক কাহিনী সংগ্রহের প্রচলন ও সম্প্রসারণের ওপর খুব নজর রেখেছে । (থান ইয়াও খাং)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040