Web bengali.cri.cn   
চীনের প্রাচীনকালের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র-'ছিং'
  2010-06-04 18:43:48  cri

আজ এ অনুষ্ঠানে চীনের প্রাচীনকালের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র-'ছিং' সম্পর্কে আপনাদের কিছু বলবো ।

এতক্ষণ আপনারা যা শুনেছেন , তা ' ঝরণা' নামের চীনের একটি ঐতিহ্যবাহী লোক সংগীতের সুর । এ সংগীতের সুর গম্ভীর এবং তা শুনতে মাদকতার মত লাগে । এ সংগীত থেকে 'ছিং' নামের বাদ্যযন্ত্র দিয়ে বাজানো সংগীতের স্পষ্ট ও স্বচ্ছ সুর শোনা গেছে ।

চীনের অন্যতম প্রাচীনতম লোক বাদ্যযন্ত্র হিসেবে 'ছিং'এর ডিজাইন প্রাচীন , তার শব্দ ঘন্টার সঙ্গে তুলনা করা যায় । 'ছিং' নামের বাদ্যযন্ত্রের ইতিহাস অতি প্রাচীনকালের । অতি প্রাচীনকালে মানুষ সংসার মাছ ধরা ও শিকারের উপর নির্ভর করতো । পরিশ্রমের পর লোকজন পাথর পিটিয়ে নানা রকম প্রাণীর ভাবমূর্তি অনুসরণ নৃত্য করতেন । পরে পাথর পিটানোর পরিবর্তে 'ছিং' নামের বাদ্যযন্ত্র ব্যবহার শুরু হয় । অতি প্রাচীনকালে চীনে 'ছিং' বাদ্যযন্ত্র পূর্বপুরুষদের সংগীত ও নৃত্যানুষ্ঠানে ব্যবহার করা হতো । পরে বাদ্যযন্ত্রটি শাসনকর্তাদের উদ্যোগে যুদ্ধ যোগদানে জনসাধারণকে উত্সাহ এবং নিরাপত্তা ও প্রচুর ফলন পাওয়ার কামনায় উপাসনা অনুষ্ঠানের সময় ব্যবহার করা হতো ।

ব্যবহারের জায়গা এবং বাজানোর উপায়ের দিক থেকে 'ছিং' বাদ্যযন্ত্রকে ' বিশেষ ছিং' ও 'ধারাবাহিক ছিং'-এ বিভক্ত করা যায় । বিশেষ 'ছিং' বাদ্যযন্ত্র চীনের প্রাচীনকালে নিরাপত্তা , প্রচুর ফলন এবং পূর্বপুরুষদের স্মৃতির প্রতি অনুষ্ঠিত সম্রাটদের উপাসনা অনুষ্ঠানে ব্যবহার করা হতো । কয়েকটি 'ছিং' নিয়ে ধারাবাহিক 'ছিং' বাদ্যযন্ত্র তৈরি করা হতো । বাদ্যযন্ত্রটি রাজবংশের ভোজসভায় সংগীত পরিবেশনের সময় ব্যবহার করা হতো । ২ হাজার বছরেরও বেশি আগে ছু রাজবংশ আমলে 'ছিং' বাদ্যযন্ত্র তৈরির কৌশল উন্নত মানে পৌঁছায় । ১৯৭৮ সালের আগস্ট মাসে মধ্য চীনের হুপেই প্রদেশের সুই জেলায় প্রাচীনকালের সমাধিস্থল থেকে ১ শ' বিশটিরও বেশি প্রাচীনকালের বাদ্যযন্ত্র ও বিপুল সংখ্যক পুরাকীর্তি উদ্ধার করা হয়েছে । এর মধ্যে ছিল ৩২টি ধারাবাহিক 'ছিং' বাদ্যযন্ত্র । বাদ্যযন্ত্রটি চুনা পাথর , ফিরোজা পাথর এবং জেড পাথর দিয়ে তৈরি করা হতো । ১৯৮০ সালে হুপেই প্রদেশের যাদুঘর ও উহান পদার্থবিদ্যা গবেষণাগারের যৌথ প্রচেষ্টায় প্রাচীনকালের ধারাবাহিক 'ছিং' বাদ্যযন্ত্র অনুকরণ করে নকল ধারাবাহিক 'ছিং' বাদ্যযন্ত্র তৈরি করা হয় । এ নকল ধারাবাহিক 'ছিং' বাদ্যযন্ত্র থেকেও মধুর ও স্পষ্ট সংগীতের সুর বাজানো যায় ।

গত শতাব্দির আশির দশকের পর চীনের বাদ্যযন্ত্র প্রস্তুতকারীরা জেড পাথর দিয়ে দুটো ধারাবাহিক 'ছিং' বাদ্যযন্ত্র তৈরি করেছেন । (থান ইয়াও খাং)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040