Web bengali.cri.cn   
 চীনের প্রাচীনকালের সাহিত্যকর্ম-একটি প্রেমের বিয়োগান্ত ঘটনা
  2010-05-31 16:58:28  cri
 'এক দম্পতির প্রেমের বিয়োগান্ত ঘটনা' নামের কবিতা চীনের প্রাচীন কবিতা সংগ্রহের একটি মর্মস্পর্শী কাব্য বলে মনে করা হয় । এতে যেমন ভালবাসা ও প্রেমের প্রতি আনুগত্যের প্রশংসা করা হয়েছে তেমনি বিয়ের ব্যাপারে সামন্ততান্ত্রিক ও বাধ্যতামূলক ব্যবস্থার সমালোচনা করা হয়েছে । এ কবিতা পড়ার মাধ্যমে মানুষ প্রেমের বিয়োগান্ত ঘটনা এবং জীবনের দুঃখ-দুর্দশাকে বেশি বিবেচনা করতে পারবে ।

' একটি প্রেমের বিয়োগান্ত ঘটনা' নামের কবিতা চীনের সাহিত্যের ইতিহাসে প্রথম দীর্ঘ কাব্য । কবিতাটি মোট সাড়ে ৩ শ' বাক্যে ১ হাজার ৭শ'রও বেশি শব্দ নিয়ে লেখা হয়েছে । কবিতায় দ্বিতীয় শতকে দক্ষিণ চীনের এক দম্পতির প্রেমের বিয়োগান্ত ঘটনা বর্ণনা করা হয়েছে ।

একটি দীর্ঘ কবিতা হিসেবে তাতে একটি পূর্ণাংগ কাহিনী তুলে ধরা হয়েছে । কবিতাটির ভাষা সহজ , পাত্র-পাত্রীদের স্বভাব স্পষ্ট এবং এতে সেকালের সমাজের বাস্তবতা ও ভবিষ্যতের প্রতি মানুষের নানা রকম ধারণা ফুটিয়ে তোলা হয়েছে । কবিতাটি দুঃখজনক পরিবেশে ভরপুর ।

কবিতাটিতে চীনের প্রাচীনকালে চাও চুং ছিং নামের স্বামী ও তার স্ত্রী লিউ লান চি'র মধ্যে ভালবাসা এবং পরে অল্পবয়সী এ দম্পতির বাধ্য হয়ে আলাদা হওয়ার কাহিনী বর্ণনা করা হয়েছে । স্ত্রী লিউ লান চি বুদ্ধিমান ও পরিশ্রমী ছিলেন । তিনি ও তার স্বামীকে খুবই ভালবাসেন । কিন্তু শ্বাশুড়ী ছেলের বউকে পছন্দ করেন না । তিনি তাকে নিজের বাবার বাসায় তাড়িয়ে দিতে চেষ্টা করতেন । মা ও বউয়ের মধ্যে বিরোধ নিরসনের জন্য স্বামী মধ্যস্থতা করতেন । স্বামী মাকে বউকে মাফ করতে দিতে অনুরোধ করতেন । কিন্তু মা তার কথা কোনো মতেই মানেন না । স্বামী বাধ্য হয়ে বউকে নিজের বাবার বাসায় ফিরে যেতে দেন । দু'জন আলাদা থাকেন । একে অপরকে নিয়ে ভাবেন । অন্যদের আবার বিয়ে করার জন্য দু'পক্ষের পরিবার দম্পতির ওপর চাপিয়ে দেয় । অতিরিক্ত চাপে দম্পতি আত্মহত্যা করেন । দম্পতি সামন্ততান্ত্রিক ব্যবস্থার নির্যাতনে সর্বান্তকরণ ভালবাসা ও নিজের প্রাণ বলিদান করেছেন । রূপকথা অনুযায়ী মৃত্যুর পর দম্পতিটি পুনর্মিলনের জন্য দু'টো পাখিতে পরিণত হন ।

কবিতাটিতে ভালবাসার প্রতি আনুগত্যের প্রশংসা এবং সামন্ততান্ত্রিক রীতি-নীতি , ব্যবস্থা ও নির্যাতনের অভিযোগ করা হয়েছে । যুগ যুগ ধরে চীনের জনসাধারণের মধ্যে এ কাহিনী সুদূরপ্রসারী প্রভাব ফেলেছে । (থান ইয়াও খাং)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040