Web bengali.cri.cn   
মূল্যবান সম্পদ ছোট জায়গায় ব্যবহার করা:大材小用
  2010-05-25 20:37:57  cri
দক্ষিণ সুং রাজবংশের বিখ্যাত দেশপ্রেমী কবি সিন ছি চি দেশ রক্ষার জন্য দু'হাজারেরও বেশি লোকজন নিয়ে শত্রুর সঙ্গে যুদ্ধ করে ছিলেন । তবে খারাপ মানুষের প্রভাবে পড়ে তখনকার রাজা সিন ছি চির প্রতি কোন গুরুত্বই দেন নি । তিনি দীর্ঘদিন ধরে চিয়াং সি প্রদেশে সাধারণ মানুষের জীবন কাটান । সিন ছি চি ও তখনকার সময়ের অন্য একজন বিখ্যাত কবি লু ইউ হল ভালো বন্ধু । লু ইউ সিন ছি চি'র অনেক প্রশংসা করে তার জন্য একটি কবিতা লিখেছেন । কবিতায় সিন ছি চিকে প্রাচীনকালের মহান রাজনীতিক হিসেবে উল্লেখ করা হয় । কিন্তু তখনকার রাজা সিন ছি চির জ্ঞানের পরিধি আবিস্কারের চেষ্টাও করে নি , যে জন্য এ মূল্যবান মানূষটির প্রতি কোন গুরুত্বও দেন নি । এ কথার সারাংশ হলো : মূল্যবান সম্পদকে ছোট জায়গায় ব্যবহার করা , মানে ভালো মানূষকে প্রয়োজনীয় মর্যাদা দেয়া হয় নি ।
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040